
বাংলা ব্লগিং জগতে জ্বলজ্বলে একটি নক্ষত্রের নাম সোনেলা। সোনালী রোদের আলোয় উদ্ভাসিত হোক সকলের জীবন- এই বিশ্বাস থেকেই কোনো এক শুভক্ষণে যাত্রা শুরু হয়েছিল সোনেলার যা অদ্যাবধি চলছে আপন মহিমায়। তীব্র রোদ, ঝড়-বৃষ্টি কোন কিছুই সামান্যতম থামাতে পারেনি সোনেলাকে।
সোনেলার জন্মদিনে আনন্দে বিহ্বল হয়ে সোনেলার মাঠে নিজের রুমাল বিছিয়ে দিয়েছি। আমার সাথে লুকোচুরি খেলা মহীরুহের সে সোনালী আলোকছটার মাধুরীকে মনে হয় এই আছে এই নেই। সোনেলার আকাশ বীণায় আজ গৌড়-সারঙ্গের আলাপন। তার জন্মদিনে এটাইতো আমাদের পরম প্রাপ্তি।
গতিহীন পঙ্গু জীবনযাত্রাকে উপেক্ষা করে যৌবনের উদ্দাম আবেগ ও চিন্তাহীন মন নিয়েই দুরূহ বিপদসংকুল পথে অগ্রসর হবার তীব্র আকাঙ্ক্ষায় যাত্রা শুরু করতে ইচ্ছে হয় প্রতিনিয়ত। সংসারে পরিপূর্ণতা সর্বাঙ্গ সুন্দরতা আশা করা যায় না। সোনেলায় জীবন ভালো-মন্দ মিশ্রিত এবং সুখ-দুঃখে জড়িত। এসব নিয়ে খুঁতখুঁত করলে আমাদের দুঃখ বাড়ে বৈ কমে না।
প্রিয় পাঠক, সোনেলার জন্মদিন উপলক্ষে আজ ব্লগে লগইন করলেই পুষ্পবৃষ্টির চমৎকার এক আবহ দেখতে পাচ্ছেন। কারন আমাদের সকলের কাছেই আজ সত্যিকারের আনন্দ এবং উৎসবমুখর একটি দিন। দৃষ্টিনন্দন এই ফিচারটি আমাদের উপহার দেবার জন্য ব্লগ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।
অনেক মেধা, পরিশ্রম এবং সময় ব্যয় করে ব্লগের ফিচার ফটো এবং ফেসবুক গ্রুপ ও পেজের জন্য আলাদা আলাদা মাপের কাভার ফটো তৈরী করে শ্রদ্ধেয় ব্লগার জিসান ভাই আমাদের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। প্রিয় জিসান ভাই, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
এটাই সোনেলা। সোনেলায় সহব্লগারদের পাশাপাশি কাছাকাছি থাকার এই মধুর ব্যঞ্জনা আমি অনুভব করি হৃদয়ে, সুর লহরীর মূর্ছনায় লেখকদের শব্দের ঝংকারে। সোনেলা ব্লগ এগিয়ে যাক তার আপন গতিতে।
যেদিন দেখবো সোনেলায় আমার লেখার মন্তব্যের ঘর ফাঁকা, সেদিন বুঝে নেবো সাহিত্য জগতে আমার বিচরণের সময় শেষ। সেদিন মৃত্যু হবে নিজের অস্তিত্বের, লেখক সত্ত্বার। সমাধি হবে আমার সোনালী স্বপ্নের।
আজ ২৩শে সেপ্টেম্বর, সোনেলা ব্লগের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীতে সোনেলায় বিচরণকারী সকল ব্লগার, পাঠক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। পাশাপাশি সাথে থেকে সবসময় আমাদের উৎসাহ অনুপ্রেরণা দেবার জন্য আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা রইলো।
৫০টি মন্তব্য
বন্যা লিপি
প্রথম হলাম।
তৌহিদ
প্রথম হওয়ার জন্য অবশ্যই প্রথম শুভেচ্ছা আপনার প্রাপ্য আপু।
বন্যা লিপি
এবার মন্তব্য। এত সুন্দর এক পোষ্ট দিলেন অথচ মাঝখানে এসব কি লিখলেন ভাই? এই আনন্দের মাঝে কি এরকম কথাগুলো না লিখলেই হতো না? আপনি যথেষ্ঠ জনপ্রিয় একজন লেখক। আপনার লেখা মন্তব্যহীন কেন হবে কখনো? আপনার লেখক স্বত্তা আপনার মনের ক্ষুধা মিটিয়ে রাখুক আমৃত্যু। শুভ জন্মদিনে প্রানঢালা শুভেচ্ছা অভিনন্দন রইলো।
তৌহিদ
না আপু মন খারাপ নয়। সোনেলার জন্মোৎসবে আমাদের সকলের আজ আনন্দের দিন। আমার এ লেখা সে আনন্দেরই বহিঃপ্রকাশ।
যতদিন রবে সোনেলা আমিও আছি ততদিন। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু।
প্রদীপ চক্রবর্তী
আজ সোনেলার জন্মতিথি।
আপনি সোনেলার একজন লেখক হিসেবে মন উজাড় করে নিজের কয়েকটি লাইন লিখেছেন। তা খুবি ভাবার্থ।
আর এ বিষয় জানান দেয় আপনি সোনেলাকে কতটুকু ভালোবাসেন। আপনার লেখার তুলনা হয় না দাদা। আপনাদের মতো রথীমহারথীদের কাছ হতে প্রতিনিয়ত শিখে থাকি। আর আপনাদের পেয়ে সোনেলায় লেখার প্রাপ্তিস্থান আমার।
.
শুভ জন্মতিথি সোনেলা।
ভালো থাকবেন, দাদা।
তৌহিদ
আমিও আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত শিখছি। সোনেলার প্রতি আপনার ভালোবাসা সত্যি প্রশংসার যোগ্য। সকলে মিলে একসাথে এগিয়ে যাবো এটাই কামনা। সোনেলার জন্মদিনের শুভেচ্ছা আপনাকেও।
ভালো থাকুন দাদা।
সুপর্ণা ফাল্গুনী
শুভ জন্মদিন এর শুভেচ্ছা ও শুভকামনা রইলো সোনেলার নবম বর্ষ পূর্তিতে। আপনার লেখা মন্তব্য হীন হবে কেন? এটাতো একদমই অসম্ভব। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ সকাল
তৌহিদ
আপনাকেও সোনেলার জন্মদিনের শুভেচ্ছা ।অবশ্যই আপনারা সাথে থাকলে লেখার ঘর মন্তব্যেহীন হবেনা কখনো।
শুভকামনা সবসময়।
ত্রিস্তান
“মানুষ বাঁচে তার কর্মে, নিঃশ্বাস তো কেবল একটা উপসর্গ মাত্র”
সোনেলার জন্মদিনে প্রিয় প্ল্যাটফর্ম সোনেলা এবং সংশ্লিষ্ট সকল কবি লেখক এডমিন সহ সোনেলা পরিবারের সাথে সংশ্লিষ্ট সকলের শতায়ু কামনা করছি।
তৌহিদ
আমরা একসাথে মিলেমিশে এগিয়ে যেতে চাই।
তৌহিদ
সোনেলার জন্মদিনের শুভেচ্ছা আপনাকেও। সোনালার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি মুগ্ধ করার মত।
ভালো থাকুন আপু।
তৌহিদ
দুঃখিত ভাইয়া, টাইপিং মিসটেক 😊
রেহানা বীথি
পুষ্পবৃষ্টিতে আমি বিমোহিত। তারওপর এত সুন্দর পোস্ট। সকাল সকাল মন ভালো হয়ে গেল। তবে বন্যা আপুর কথার সাথে আমি একমত। আপনার মন্তব্যের ঘর কখনও ফাঁকা হবে না।
শুভ জন্মদিন সোনেলা।
তুমিসহ তোমার পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
তৌহিদ
সোনেলার জন্মোৎসবে আমাদের সকলের আজ আনন্দের দিন। আমার এ লেখা সে আনন্দেরই বহিঃপ্রকাশ।
যতদিন রবে সোনেলা আমিও আছি ততদিন। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু।
আরজু মুক্তা
আপনার লেখনী বলে দিচ্ছে কতোটা ভালোবাসেন আপনি সোনেলাকে। আমরাও এমন হতে চাই। সোনেলার জন্মদিনে এমনি হোক অঙ্গীকার।
জন্মদিন আসুক বারবার।
আপনাকে ফুলেল শুভেচ্ছা। আর সোনেলার অগ্রযাত্রা এমনিই ফুলেল হোক।
তৌহিদ
আপনারা আছেন বলেই এখানে বিচরণ করতে আমার ভালো লাগে। একসাথে মিলেমিশে এভাবেই এগিয়ে যেতে চাই সবসময়। আপনাকেও অনেক শুভেচ্ছা আপু। লেখা ভাল লেগেছে জেনে প্রীত হলাম।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
গতকাল যখন সোনেলাতে আগের মন্তব্যের জবাব দিচ্ছিলাম হঠাৎ দেখি পুষ্প বষর্ণ। অবাক হয়েছিলাম
এমন উৎসব উৎসব আমেজে! সাথে বিমোহিত ও
পরে জানতে পারলাম আজ সোনেলার প্রতিষ্ঠা বার্ষিকী
শত ঝঞ্ঝাটময় জীবনে সংকটময় মুহূর্তেও যেনো
সোনেলার আলোয় আলোকিত করতে পারি মম হৃদয়
ভালোবাসায় ভরা থাক সোনেলার সোনাঝরা উঠান
সোনেলার নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে
সোলেনার সাথে বসবাসকারী সবার জন্য রইলো
আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
নাজমুল আহসান
আজ সোনেলার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী, নবম নয়।
তৌহিদ
ধন্যবাদ ভাই। আসলে নবম বর্ষে পদার্পণ কথাটির জন্যই সামান্য ভুল বুঝাবুঝি হয়েছে, ব্যাপার না। সংশোধন করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা।
তৌহিদ
আপনার মন্তব্য সবসময় অনুপ্রেরণা যোগায় ।পুষ্পবৃষ্টি আসলেই খুবই মনোমুগ্ধকর ছিল। ব্লগ কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ। সেই সাথে এত সুন্দর মন্তব্য করে করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা । ভালো থাকুন সব সময় ।
সোনেলার জন্মদিনের শুভেচ্ছা রইল।
নাজমুল আহসান
শুভ জন্মদিন সোনেলা। সোনেলা বেচে থাকুক হাজার বছর।
দ্রষ্টব্যঃ আজ সোনেলার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী, নবম নয়।
জিসান শা ইকরাম
@নাজমুল আহসান।
আজ সোনেলার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী। সোনেলার ব্যনার, কভার ফটোতে ‘ নয় বছরে পদার্পন ‘ লেখা থাকায় অনেকে একটু বিভ্রান্ত হয়েছে।
আট বছর শেষ করে আজ নয় বছরে পদার্পন করলো সোনেলা।
তৌহিদ
সহমত পোষণ করছি ভাই। আসলে সামান্য ভুল বুঝাবুঝি তবে সংশোধন করে নিয়েছি । লেখাটি সংশোধন করার জন্য ধন্যবাদ।
তৌহিদ
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ভাই । সোনেলায় নতুন নতুন ফিচার যোগ করে আমাদেরকে চমৎকৃত করছেন। এভাবেই সাথে থাকুন সবসময়।
ছাইরাছ হেলাল
আপনাকে সহযাত্রী হিসাবে পেয়ে সোনেলা আনন্দিত, আমরাও।
অনেক পথ পাড়ি দিয়ে এসেছি একসাথে, যেতে হবে বহুদূর।
শুভেচ্ছা আপনাকে।
তৌহিদ
কৃতজ্ঞতা আসলে আমার। আপনাদের মতো গুণী মানুষকে এখানে পেয়েছি। সত্যি বলছি আমার লেখার যা কিছু শিক্ষণীয় তার বেশির ভাগটাই এসেছে সোনেলা থেকে।
এভাবেই একসাথে পথ চলতে চাই সবসময়। মন্তব্য প্রীত হলাম ভাইজান, অনেক অনেক ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
আপনার মত সাহসী উদ্যোগী পেয়ে সোনেলা অনেক ধাপ এগিয়ে যাচ্ছে এবং যাবে ইনশাল্লাহ। সোনেলার জন্মদিনে শুভেচ্ছা।
তৌহিদ
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ভাই। এভাবেই একসাথে পথ চলতে চাই সব সময়। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
সবাই সবার মত কাজ করে গেলেই উন্নতি হবে ইনশাল্লাহ।
আলমগীর সরকার লিটন
শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই তৌহিদ দা
তৌহিদ
অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া। ভালো থাকুন সব সময়।
সুপায়ন বড়ুয়া
অবারিত প্রাণ শক্তির একটি নাম সোনেলা।
বাংলা ব্লগিং জগতে জ্বলজ্বলে একটি নক্ষত্রের নাম সোনেলা।
যারা দিয়েছে মেধা শ্রম ভালবাসা
আজ সোনেলা তোমার জন্মদিনে
তাদের জানাই নিরন্তর শুভেচ্ছা।
তৌহিদ
আমার লেখায় আপনার মন্তব্য সবসময় অনুপ্রেরণা দেয়। সহ ব্লগার হিসেবে আপনাকে পাশে পেয়ে সত্যি গর্বিত। এভাবেই একসাথে পথ চলতে চাই সোনেলায়। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ দাদা ।ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
মনটাই ভালো হয়ে গেল ফুল বৃষ্টিতে। যিনি এটা করেছেন তাঁকে ধন্যবাদ দিলে কাজ হবেনা। অসাধারণ অসাধারণ অসাধারণ।
তৌহিদ ভাই আপনার মন্তব্যের ঘর কোনদিন ফাঁকা হবেনা ইনশাআল্লাহ্।
শুভ জন্মদিন সোনেলা।
নাজমুল আহসান
কাজে হবে না কেন?
তৌহিদ
নাহ, আপু আসলে বলতে চেয়েছেন শুধু মন্তব্যে কাজ হবে না ব্লগ কর্তৃপক্ষের খানাপিনা সহ আরো অনেক কিছু প্রাপ্য ভাই। 😊
তৌহিদ
আপাতত ধন্যবাদ দিলেই অনেক কাজ হবে। তবে কোনদিন দেখা হলে খানাপিনা দিবেন কিন্তু।
আপনার মত সকল সহব্লগার পাশে থাকলে মন্তব্যের ঘর অবশ্যই ফাঁকা হবে না। এটা আমি চিন্তাও করতে পারি না। আপনিও ভালো থাকুন আপু। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
রেজওয়ানা কবির
আপনি প্রত্যেক লেখাই গুছিয়ে লেখেন,তাই মন্তব্যের ঘর শুন্য হওয়ার প্রশ্নই ওঠে না। শুভ জন্মদিন সোনেলা এবং এই সোনেলাকে যারা এতদুর নিয়ে এসেছেন তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই।শুভকামনা, ভালো থাকবেন।
তৌহিদ
আমার লেখায় আপনার মন্তব্যে সব সময়ই প্রীত হই আমি। অন্যরকম ভাললাগা কাজ করে কারণ নিজে উৎসাহিত হই। আপনারা সহ ব্লগার হিসেবে যতদিন পাশে আছেন ততদিন মন্তব্যের ঘর ফাঁকা হবে না নিশ্চিত।
সোনেলার জন্মদিনে আপনাকেও অনেক শুভেচ্ছা আপু। ভালো থাকুন সবসময়।
জিসান শা ইকরাম
সোনেলার অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী এবং নয় বছরে পদার্পন দিবসে আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা।
আপনি নিজেই মিলেমিশে একাকার হয়ে গিয়েছেন সোনেলার সাথে,
উপাধি পেয়েছেন সোনেলার সোনালী ঘন্টিবাদক হিসেবে,
বিভিন্ন ধরনের ( বিভাগ ) লেখা দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন।
লেখা এবং মন্তব্যের মাধ্যমে ব্লগারদের বিনে সুতায় গেঁথে সোনেলা মালায় পরিনত করেছেন,
আনন্দে বিচর করেছেন নিজে এবং সবাইকে করিয়েছেন।
সোনেলার সব সময়ের একজন সফল ব্লগার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
যতদিন অনলাইনে আছি, ততদিনে মিলে মিশে থাকবো আমরা সোনেলার উঠোনে।
মান সম্পন্ন লেখায় মন্তব্য আসবেই, সুতরাং মন্তব্যের ভাবনা আপনি বাদ দেন, ওটা পাঠকের উপর ছেড়ে দিন 🙂
শুভ কামনা, শুভ ব্লগিং।
তৌহিদ
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ভাইজান। সত্যি কথা বলতে কি সোনেলায় এসে আপনাদের সকলের পথনির্দেশনায় একসাথে পথ চলতে পেরে আমি গর্বিত। লেখালেখির যা কিছু তার বেশিরভাগই সোনেলা থেকেই শিখেছি। সহব্লগারদের এরকম মেলবন্ধন খুব একটা দেখা যায় না।
আমি আমার তরফ থেকে শতভাগ চেষ্টা করি লেখার মাধ্যমে সুস্থ বিনোদন দিতে। যাতে পাঠকরা আনন্দ পান সেদিকে লক্ষ্য রাখতে। লেখা মানসম্মত হয় কিনা তা পাঠকরাই বলতে পারবেন।
মন্তব্য নিয়ে আমি চিন্তিত নই। লেখা হলেই সেখানে কমবেশি মন্তব্য আসবে। তবে যেহেতু সোনেলা আমার একমাত্র লেখার স্থান, সে জন্যই বলছিলাম এখানে যদি কখনো দেখিনি মন্তব্যের ঘর ফাঁকা তাহলে বুঝবো আমার লেখার শক্তি শেষ।
সুন্দর মন্তব্যের প্রীত হলাম ভাইজান। ভালো থাকুন সব সময়।
হালিম নজরুল
শুভ হোক জন্মদিন
শুভ হোক প্রতিটি দিন
শুভকামনা সোনেলার জন্য
শুভকামনা আপনার জন্যও
তৌহিদ
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ভাই। এভাবেই একসাথে পথ চলতে চাই সব সময়। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
শামীম চৌধুরী
সোনেলা জন্মদিনে শুভেচ্ছা।
তৌহিদ
মাত্র দুই শব্দের মন্তব্যে পেট ভরল না ভাইজান। আপনার মতন গুণী মানুষের কাছ থেকে আরো বেশি কিছু আশা করি আমি।
সোনেলার জন্মদিনে আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ভাই। এভাবেই একসাথে পথ চলতে চাই সব সময়। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
খাদিজাতুল কুবরা
সোনেলার সোনালী প্রান্তরে সোনা ফলানো লেখক তৌহিদ ভাইয়াকে আন্তরিক ধন্যবাদ জানাই পুষ্পবৃষ্টির সাথে সুন্দর একটি লেখা উপহার দেওয়ার জন্য।
আজকে একটা সিক্রেট বলছি, সোনেলায় প্রথম প্রবেশ করে আপনার একটি লেখা পড়ে আমি ভড়কে গিয়েছিলাম এই ভেবে এতো রাঘব বোয়াল লেখকদের ভীড়ে আমার মতো চুনোপুঁটির লেখা কে পড়ব?
আপনার লেখা আপনাকে পাঠকের মনের মনিকোঠায় জায়গা করে দিয়েছে ইতোমধ্যেই।
এগিয়ে যান কমরেড।
আমরা আছি সোনেলায় পড়ার অপেক্ষায়।
তৌহিদ
আপু আপনার মন্তব্যকে কমপ্লিমেন্ট হিসেবে নিলাম। রাঘববোয়াল বলতে কিছু নেই আপনিও কিন্তু কম ভাল লিখেন না। আপনার লেখা পড়ে পাঠক সব সময় সুস্থ বিনোদন খুঁজে পায়। এটাই একজন লেখক এর সবচেয়ে বড় পাওয়া।
সোনেলায় সহ ব্লগার হিসেবে আপনাকে পেয়ে আমরা গর্বিত। কাঁধে কাঁধ মিলিয়ে এভাবেই একসাথে পথ চলতে চাই সোনেলার জন্মোৎসবে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
ভাল থাকুন সব সময়
খাদিজাতুল কুবরা
আপনি ও খুব ভালো এবং হাসিখুশি প্রাণোচ্ছল থাকুন সবসময়।
সামশুল মাওলা হৃদয়
সোনেলার অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী এবং নয় বছরে পদার্পন দিবসে আপনাকে আন্তরিক শুভেচ্ছা।
তৌহিদ
ধন্যবাদ ভাই। এভাবেই পাশে থাকবেন আশাকরি। শুভকামনা রইলো।