শ্রদ্ধার্ঘ

মোঃ মজিবর রহমান ২২ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ১১:২৫:৩৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৯ মন্তব্য

ঘাতপ্রতিঘাত ধরায় সবারই
কষ্ট দুখ ব্যাথা বেদনা ডিঙ্গিয়ে রই
বুকে বুকে বুক মিলিয়ে রয়েছি আমরাই
সকলেই সোনেলার আপনজনেরাই।

আল্লাহ-মাবুদ তুমিই জান কতটুকু
ভালবাসা থাকলে ভালবাসা এ অন্তরে
সোনেলায় থাকা যায় কত প্রাণ নিয়ে
সোনেলা জাগুক লেখক আসুক প্রতিমুহূর্তে।

সবুজ ঘাসের বুকে সোনেলা রবে
সোনালী ফসল সোনেলা ফসল ফলাবে
সোনেলায় ষড়ঋতু জাগ্রত রবে
গল্প কবিতা অনুগল্প কাব্য রচিবে।

জেগেই আছি জেগেই থাকবে
সোনেলা হৃদয়ে ধারণ থাকবে
সোনেলা পরিবার একত্রিত থাকবে
অন্তরমম স্বর্ণ ধারায় সর্বদা জাগিবে।

১২১২জন ১০৩৭জন
0 Shares

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ