
হারিয়ে যাবার আগে মনেও হলনা কেউ একজন খুঁজবে তোমায়।
একগামলা বিষ ঢেলে দিলে জীবন যাপনে-
তারপর কখনও অঝোর বৃষ্টি,কখনও আগুন রোদ,কখনও বিষন্ন দুপুর,কখনও তালপাকা গরম
সইতে সইতে দগ্ধ হয়ে গেলাম।
কতভাবে খুঁজেছি,
ইনিয়ে বিনিয়ে কতজনে জানতে চেয়েছি
কেউ দেয়নি সাড়া।
ফেসবুকে বিরাট তালা ম্যাসেন্জারে ইগ্নোর।
বসে গেলাম লিখতে চিঠি,
জানপাখি আছ ক্যামন আমি যে ভালো নেই!
ঠিকানাও তো জানিনা ক্যামনে পাঠাই
আর কি কি করা যায় তাও জানা নেই কারন
আমি তো তোমার মত অতটা স্মার্ট না।
বোকা বলেই অল্পেই খুশি হই প্রেমে পড়ি ভালোবাসি।
তোমার মত অভিনয় করিনা।
হঠাৎ কোনদিন এসে যদি বল কেমন ছিলে
মুখ ভেংচি কেটে আমিও ফিরিয়ে নেব
কথাই বলবনা
আমি কি ফেলনা ইচ্ছে মত খেল।
সংসার আমিও করি
হয়ত তোমার মত সুখের নেই ঢলাঢলি
কিছু একটু তো আছেই
এরপর গেলে আর ফিরে এসনা খাটি খাঁটি বললাম
ওমন করে তোমাকে চাই না আমি।
৩০টি মন্তব্য
শামীম চৌধুরী
এমন করে কেউই চায় না।
অনুভুতির প্রকাশের মাধ্যমে চাওয়াটা পেলাম।
ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
ঠিক বলেছেন ভাইয়া। শুভ কামনা রইলো।
ভালো থাকবেন।
শামীম চৌধুরী
আপনিও ভাল থাকুন।
বন্যা লিপি
প্রজাপতি উড়ে গিয়ে বলনা
আমি নই তার হাতে খেলনা…..সে যে কেন এলোনা, কিছু ভালো লাগেনা
এবার আসুক তারে আমি মজা দেখাবো”
আপনার কবিতা পড়ে গানটা মনে পড়ে গেলো।
এমন করে চাইনা, চাই তেমন করে, যেমন করে চায় না কেউ!
রোকসানা খন্দকার রুকু
গ্রামে শীতের সময় ছেলেরা পিকনিক করে আর মাইকে এই গানগুলো বাজায়। পড়া বাদ দিয়ে গান শুনতে পড়ার টেবিলে কতদিন পিটুনি খেয়েছি।
এখনও ভালো লাগে।
শুভ কামনা আপু।
মনির হোসেন মমি
ছোট পরিসরে হলেও আপনার একান্ত অনুভুতি যেন জীবনের বিশাল এক অধ্যায় দখল করে আছে।প্রেম সত্য প্রেম অবিনশ্বর যদি সে প্রেমে থাকে নির্ভেজাল হৃদয়ের অনুভুতি।চমৎকার।
রোকসানা খন্দকার রুকু
অতি মূল্যবান কথা বলেছেন।
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
কেউ খুঁজবে এটুকু থাকলে মস্তিষ্কে
কিছুতেই যেতো না আপনাকে ছেড়ে
যে গেছে চলে সুখেরই আশে
তারই জন্য কেনো দুঃখে মরি মিছে?
একদম সঠিক সিদ্ধান্ত। তার মতো করেই তাকে করতে হবে জব্দ
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ আপুনি। ভালো থাকবেন।
আরজু মুক্তা
ঠিকেই তো একটু অন্যরকম, একটু আলাদা করেই চাই। না হলে তো পার্থক্যই থাকলো না
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ আপু। শুভ কামনা। ভালো থাকবেন।
ইঞ্জা
হারিয়ে যাবার আগে মনেও হলনা কেউ একজন খুঁজবে তোমায়।
একগামলা বিষ ঢেলে দিলে জীবন যাপনে-
তারপর কখনও অঝোর বৃষ্টি,কখনও আগুন রোদ,কখনও বিষন্ন দুপুর,কখনও তালপাকা গরম
সইতে সইতে দগ্ধ হয়ে গেলাম।
অনবদ্য চয়ন, অসম্ভব রকমের ভালো লাগলো।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া। ভালো লাগলো জেনে আনন্দিত হলাম।
শুভ কামনা।
ইঞ্জা
শুভেচ্ছা আপু
ফয়জুল মহী
একগামলা বিষ ঢেলে দিলে জীবন যাপনে-এক ফোটা বিষ হলে জীবন শেষ I সাহিত্য রচনাই বটে ।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ মহী ভাইয়া।
শুভ কামনা।
রেজওয়ানা কবির
প্রত্যেকটা লাইনের মাঝে যেন নিজেই হারিয়ে গেছি।
সইতে সইতে দগ্ধ হয়ে গেলাম।
কতভাবে খুঁজেছি,
জানি আর পাবো না সেই আগের তোমাকে,
ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে নিজের মাঝেই বেঁধে রাখবো নিজেকে।
রোকসানা খন্দকার রুকু
উমহুম। নিজের মাঝে নয় ভালোলাগার মাঝে।কেউ যদি না বোঝে কি করার।
শুভ কামনা।
রেজওয়ানা কবির
ঠিক কথা। শুভকামনা।
খাদিজাতুল কুবরা
“একান্ত মানুষটাকে খুব করে চাইলেই যায় হারিয়ে,
না চাইলে ও যে হাজির হয় স্মৃতির করাত নিয়ে। ”
রবিঠাকুরের মতো একলা চলার দীক্ষা নিতে হবে।
ওতেই শান্তি।
খুব ভালো লাগলো বিরহ কাব্য।
রোকসানা খন্দকার রুকু
“যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে!”
আমি লিখে দিলাম। এতেই শান্তি।
শুভ কামনা ও ভালোবাসা রইল।
রেজওয়ানা কবির
নচিকেতার গানের মত,
যদি তোর ডাক শুনে কেউ না আসে,
তবে নাকি একলা চলতে হয়!!”
আলমগীর সরকার লিটন
চমৎকার এক কবিতা পাঠ করলাম কবি আপু
রোকসানা খন্দকার রুকু
ভাড়া বাড়ি বেদখলে যেন না যায় সেজন্য লেখা। ভালো বলা যায় না। শুভ কামনা।
তৌহিদ
একান্ত অনুভূতিতে মনোবেদনার ছায়া দেখতে পেলাম। জীবনের বাঁকে এরকম কিছু না বলা কথা আমাদের প্রত্যেকেরই আছে। আপনি প্রকাশ করে সাহসীকতার পরিচয় দিলেন।
ভাগ্যিস এটি কবিতা বিভাগে দেননি! তাহলে দুটো কথা বলতেই পারতাম ☺
ভালো থাকুন সবসময়।
রোকসানা খন্দকার রুকু
সত্যি স্বীকারে লজ্জা নেই॥আসলে কেমন হলে কবিতা হয় তাই তো জানিনা?
কতকিছুই শেখার বাকি॥ আমি হলাম লাইব্রেরীর আনন্দ পাতার পাঠক।
শুভ সকাল ভাই।
সুপর্ণা ফাল্গুনী
বন্যা আপুর মতো আমার ও গানটা গাইতে ইচ্ছে করছে,’ প্রজাপতি উড়ে গিয়ে বলনা, আমি নই তার হাতের খেলনা। সে যে যখন তখন মোরে করে জ্বালাতন’। তাদের খেলার পুতুল হয়েই রাখতে চায় তাইতো মন চায় চলে যাবে, মন চায় কাছে আসবে। আপনি ও এবার ফিরিয়ে দিয়ে ফেরানোর কষ্টটা অনুভব করতে দিবেন তাইলে বুঝবে ফিরিয়ে দেবার আঘাতটা কতটা অসহনীয়। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
রোকসানা খন্দকার রুকু
ফিরিয়ে কি আসলেই দেয়া যায়?ও মুখে মুখে বলা।
বন্যা আপুর লেখার মতো গানের কালেকশানও অসাধারণ। শুভ সকাল দিদি।
হালিম নজরুল
“একগামলা বিষ” শব্দটা ভীষণ পছন্দ হল আমার।
রোকসানা খন্দকার রুকু
হা হা হা। ধন্যবাদ ভাইয়া। মজা না সত্যি সেটা বুঝতে পারলাম না।