অ সুন্দর পক্তি

মোঃ মজিবর রহমান ১৭ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ০৫:০৯:৩৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

অন্তর প্রদীপ কইরা সৃষ্টি

বাইন্ধা দিলে মনের কৃষ্টি।

আমি অধম কাইন্ধা মরি

হবে কিভাবে আমার মুক্তি।

 

পাঠাইয়া দিলে ধরায় আমায়

কেমনে হবে কাজের সুরাহায়।

পুজিব কেমনে স্রষ্টা তোমায়

দাওনা বইলা উপায় আমায়।

 

কেমনে করি সালাত প্রতিষ্ঠা

কেমনে রোজা পালনে নিষ্ঠা।

আমি অধম অতিনগন্যা

পইড়া আছি তোমার ধরনা।

৭৯০জন ৬৬৭জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ