
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যাকে লাখো জনতা হৃদয়ের উচ্চ আসনে
বসিয়ে বুকের মাঝে জায়গা দিয়ে বুক
ফুলিয়ে রেসকোর্সের ময়দানে আকাশ
বাতাস মুখরিত করে স্লোগানে স্লোগানে-
“তোমার নেতা আমার নেতা
শেখ মুজিব শেখ মুজিব”
যে প্রধানমন্ত্রীত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়ে
কোটি কোটি জনতার বঙ্গবন্ধু হয়ে বাঁচতে
ভালোবাসে আমি তাকেই খুঁজি।
যে শূন্য হাতেও জয়ের স্বপ্নে অটল থেকে
বিশ্বাসকে বড় পুঁজি করে বলতে পারে-
“তোমাদের যা কিছু আছে-
তাই নিয়েই প্রস্তুত থাক”
তাঁকেই খুঁজি যার অমূল্য এই বাণীকে
সমস্ত বাঙ্গালীরা রক্তে মিশিয়ে প্রতিটি
ঘরকেই স্বাধীনতার দুর্গ বানাতে পারে।
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
১৪টি মন্তব্য
শামীম চৌধুরী
বিনম্র শ্রদ্ধা।
শামীনুল হক হীরা
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো এটা শুনলে রক্ত সত্যিই গরম হয়ে যায় । ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
শামীনুল হক হীরা
অনেক ধন্যবাদ।
আরজু মুক্তা
ভালো লাগলো
শামীনুল হক হীরা
ধন্যবাদ অনন্ত।
ফয়জুল মহী
অনবদ্য ভাবনায় অপরূপ প্রকাশ।
শামীনুল হক হীরা
ধন্যবাদ সতত
মনির হোসেন মমি
যে শূন্য হাতেও জয়ের স্বপ্নে অটল থেকে
বিশ্বাসকে বড় পুঁজি করে বলতে পারে-
“তোমাদের যা কিছু আছে-
তাই নিয়েই প্রস্তুত থাক”
বিনম্ভ্র শ্রদ্ধা।জাতিরপিতা।
শামীনুল হক হীরা
মন্তব্য পেয়ে আনন্দিত হলাম।
রোকসানা খন্দকার রুকু
সত্যিই ভাই বঙ্গবন্ধুর সেই সাত মার্চ এর ভাষন গা কাঁটা দিয়ে ওঠে।
শুভ কামনা রইলো।
শামীনুল হক হীরা
ধন্যবাদ অনন্ত।
Jasim uddin
তামা পয়সা দিয়ে অস্ত্র কিনেছি আর আজ সেই অস্ত্র ব্যবহৃত হচ্ছে আমার দেশের মানুষের উপর।
শামীনুল হক হীরা
অনেক ধন্যবাদ।