নদী আর বন্যা আমাদের কন্যা
মহারাণী সাজে নয়া শাড়িতে
সকাল আর সন্ধ্যে নেচে ওঠে ছন্দে
রং মাখে দাদাটার দাড়িতে
দাদা বলে দিদিভাই লেখাপড়া করা চাই
দুষ্টুমি ছেড়ে ধরো বই আজ
গুরুজনে বলে যা মন দিয়ে শোনো তা
তোমাদের মাথাতে চাই তাজ
বন্যা তো রেগে লাল
মনে হল পাঁকা ঝাল
টগবগে ঠোঁটদুটো ফুলল।
নদীটাও হেলে দুলে
চোখ লাল খাড়া চুলে
ফোঁস ফোঁস করে যেন দুলল।
সারাক্ষণ পড়ো পড়ো
জীবনটা শুধু গড়ো
শুধু পড়লেই কি মানুষ হয়!
খেলাধূলা করে যারা
অনেকেই ধ্রুবতারা
মেসি ম্যারাডোনা কি মানুষ নয়?
দাদা বলে শোনো বোন
পড়োনাকো সারাক্ষণ
সবকিছু নিয়মিত করা চাই।
লেখাপড়া খেলাধূলা
যাই কর সবগুলা
মনোযোগ দিয়ে তা ধরা চাই।
তারপর নদী আর বন্যায়
এ বাড়ির প্রিয় দুই কন্যায়
হল সেরা লেখাপড়া-খেলাতে।
তাই ছবি শপে’ শপে’
সকলেই নাম জপে
রাতদিন হাটে মাঠে মেলাতে।
—————–0 0—————
২০টি মন্তব্য
আরজু মুক্তা
মোটিভেশনাল ছড়া। সবকিছু নিয়মিত হওয়া চাই।
শুভকামনা, ভাই।
হালিম নজরুল
অনেক অনেক ধন্যবাদ আপু।
শামীম চৌধুরী
বহুদিন পর আপনার ছড়া পড়লাম। খুব ভাল লাগলো। বন্যা ও নদী এ যেন সহোদর ভাই বোন।
হালিম নজরুল
প্রেরণা দেবার জন্য ধন্যবাদ প্রিয় ভাই।
সুপায়ন বড়ুয়া
“দাদা বলে দিদিভাই লেখাপড়া করা চাই
দুষ্টুমি ছেড়ে ধরো বই আজ
গুরুজনে বলে যা মন দিয়ে শোনো তা
তোমাদের মাথাতে চাই তাজ”
দিদি বলে দাদা ভাই
তোমার নেই কোন লাজ
ছোট বোন চায় আজ
হও তুমি মহা রাজ।
খুব ভাল লাগলো ভাইজান। শুভ কামনা।
হালিম নজরুল
শ্রদ্ধা ও ভালবাসা রইল প্রিয় ভাই।
ফয়জুল মহী
অনুপম ভাবনা l অপূর্ব প্রকাশশৈলী , শুভ কামনা নিরন্তর।
হালিম নজরুল
আপনি আমার খুব পছন্দের একজন প্রিয় মানুষ। মা মাটি মানুষ গ্রুপের একটি পোস্টে দেখলাম ওখানকার একজন সাবেক এডমিনের বিরুদ্ধে আপনার ক্ষোভ ঝেড়েছেন। ব্লগে তার অনেক কমেন্ট থাকে বলেও অভিযোগ করেছেন। আমি কি জানতে পারি কে সেই অপরাধী???
সুপর্ণা ফাল্গুনী
ছড়ার জাদুকর এসে গেছে। দুই বোনের এমন মিষ্টি মধুর কথোপকথন দাদার সাথে দারুন লাগলো ভাইয়া। নিয়মিত চর্চায় সবকিছু ঠিকঠাক করে রাখা যায়। ভালো থাকুন সবসময় শুভ কামনা নিরন্তর
হালিম নজরুল
এমন কমেন্ট দিয়ে অনেক দায় বাড়িয়ে দিলেন দিদি। দোয়া করবেন যেন তা বহন করতে পারি।
ছাইরাছ হেলাল
আমন হাটে মাঠে নাম জপা নদী আর বন্যা আমাদের সবার হোক
এমন আশাই রাখি, ছড়ার ঝংকারে।
ম্যালাদিন পরে এলেও এক ছড়াতেই আমরা মাত।
হালিম নজরুল
বেশি ভালবাসেন বলেই হয়তো এমন করে ভাবতে পারেন। ভালবাসা রইল প্রিয় ভাই আমার।
আলমগীর সরকার লিটন
চমৎকার ছড়া কবি দা
হালিম নজরুল
ধন্যবাদ প্রিয়।
তৌহিদ
আপনার লেখা পড়া মানেই অনবদ্য অনুভূতি। শুধুমাত্র ভাষায় প্রকাশ করে এর ব্যখ্যা দেয়া অসম্ভব। নিয়মিত আপনার লেখা চাই ভাইয়া।
শুভকামনা সবসময়।
হালিম নজরুল
বেশি ভালবাসেন বলে এমন করে ভাবেন। সময় আমাকে আপনাদের থেকে দূরে রাখে। চেষ্টা করব তাকে শাসন করবার।
রোকসানা খন্দকার রুকু
ছোট বেলায় ফিরে গেলাম।কি যে ভালো লাগে ছড়া পড়তে॥ সেই ভালো লাগা ফিরিয়ে দিলেন।
শুভ কামনা।
হালিম নজরুল
আপনাদের ভাল লাগলে আবার লিখব ইনশাআল্লাহ।
সুরাইয়া পারভীন
ছন্দে ছন্দে কন্যাদ্বয়ের দারুণ বন্দনা
দাদু নাতনির খুনসুটিতে জমে গেছে ছড়া
দারুণ লিখেছেন ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
হালিম নজরুল
এমন প্রেরণা পেলে ভাল লেখার চেষ্টা করতেই হয়। চেষ্টা অব্যাহত থাকবে।