
আমি ভালো আছি,আমার কোন কষ্ট নেই।
দিন যায় রাত আসে -রাত শেষ প্রত্যুষে।
ছকে বাঁধা দিনকাল, কেটে যাচ্ছে অনায়াসে।
আমি ভালো আছি,আমার কোন কষ্ট নেই।
অপেক্ষা নেই, প্রতীক্ষা নেই,
রাগ-অনুরাগ নেই,মান-অভিমান নেই।
ক্ষুধা নিবারনে খাই,বাঁচার প্রয়োজনে ঘুমাই।
আমি ভালো আছি, আমার কোন কষ্ট নেই।
মাঝে মাঝে চোখে প্লাবন বয়,
ভেবে দেখেছি প্রকৃতিতে ও বৃষ্টি হয়।
অন্তরাত্মা বলে সব মেকি অভিনয়!
গোপন শোকপাথরে-
অতৃপ্ত হাতুড়ি মর্মর ভাঙ্গায়!
কাঁদিস তুই সে ব্যাথায়!
আমি বলি রাতের আকাশে চাঁদও
প্রতিদিন হয়না উদয়।
সূর্য ও মেঘেতে আড়াল হয়।
আমি ভালো আছি, আমার কোন কষ্ট নেই।
২৫টি মন্তব্য
ফয়জুল মহী
প্রাণবন্ত লেখা । পড়ে ভালো লাগলো।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ মহী ভাইয়া। ভালো থাকুন শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
বুঝতে পারছি,
কুইনাইন চিবিয়ে সন্ন্যাস নিতে হবে।
খাদিজাতুল কুবরা
সমাজ সংসার যেহেতু তাই চায় অগত্যা কি আর করা।
অনেক ধন্যবাদ ভাইয়া।
সুপর্ণা ফাল্গুনী
জোর করে ভালো থাকার, সুখের কথা বললেন। তবে প্রকৃতির সাথে যেভাবে তুলনা করলেন তাতে সত্যিই ভাবনার বিষয়। জোর করে ভালো থাকা যায় না, সান্ত্বনা নিয়ে এভাবেই অনুপ্রেরণা খুঁজতে হয় বেঁচে থাকার লড়াইয়ে। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
খাদিজাতুল কুবরা
হ্যাঁ দিদি ভাই কোনো না কোনোভাবে প্রকৃতির কাছে বাঁচার মন্ত্র শিখতে হয়।
অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইলো।
আলমগীর সরকার লিটন
গোপন শোকপাথরে-
অতৃপ্ত হাতুড়ি মর্মর ভাঙ্গায়!
কাঁদিস তুই সে ব্যাথায়!———-চমৎকার অনুভব কবি আপু
অনেক শুভকামনা জানাই
খাদিজাতুল কুবরা
অনেক্ ধন্যবাদ লিটনদা।
ভালো থাকুন শুভকামনা রইল
ইঞ্জা
জোর করে ভালোবাসা পাওয়া যায়না, এর জন্য সাধনার প্রয়োজন আছে, চমৎকার লিখলেন আপু।
খাদিজাতুল কুবরা
হ্যাঁ ভাইয়া ঠিকই বলেছেন।
তবে ভুল মানুষ সাধনার মূল্য বোঝেনা।
অনেক ধন্যবাদ।
মন্তব্যেে অনুপ্রেরণা পেলাম।
ইঞ্জা
সত্যি তাই, দুঃখ লাগে।
সুপায়ন বড়ুয়া
আমি ও ভাল আছি আপু আমার ও কষ্ট নেই
যেমন করে থাকতে হয় আপনার ভাল থাকা।
আপনার সর্বাঙ্গীন সুন্দর জীবন কামনা করি
সাথে সোনেলার।
শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
দাদা আপনার জন্য ও আন্তরিক শুভেচ্ছা রইল।
অনেক ধন্যবা৷
শামীম চৌধুরী
যাক আপনি ভাল আছেন এবং আপনার কোন কষ্ট নেই জেনে আমিও আর কষ্টের ফেরী করবো না। কবিতাটি ভাল লাগলো।
খাদিজাতুল কুবরা
ভাইয়া আমরা ভালো থাকবো কেননা আমরা অনুভূতিগুলো পুষে না রেখে ছড়িয়ে দেবো প্রিয় সোনেলাতে।
অনেক ধন্যবাদ।
আরজু মুক্তা
কষ্ট করে ভালো থাকা। বিষময় জীবন।
আমি এক ধাক্কায় ফেলে দিয়ে ওর মতো সুন্দর জীবনযাপন করতাম। জীবন তো অল্প সময়ের।
খাদিজাতুল কুবরা
ভালোই আছি আপু।
কখনও কখনও ভীষণ মন খারাপ হয়।
কবিতাটি তারই প্রতিবিম্ব।
জীবন অল্প সময়ের।
একদম ঠিক বলেছেন।
আপনি ও ভালো থাকুন আপু।
তৌহিদ
কষ্ট পেতে পেতে একটা সময় মনে হয় একা থাকাই উত্তম। আসলেও তাই।
ভালো থাকুন আপু।
খাদিজাতুল কুবরা
দিনশেষে কিন্তু মানুষ একা।
তাই ভালো থাকার ব্রত ও নিজের ।
অনেক ধন্যবাদ।
আপনি ও ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
আমি ভালো আছি,আমার কোন কষ্ট নেই।
অপেক্ষা নেই, প্রতীক্ষা নেই,
রাগ-অনুরাগ নেই,মান-অভিমান নেই।
ক্ষুধা নিবারনে খাই,বাঁচার প্রয়োজনে ঘুমাই।
আমি ভালো আছি, আমার কোন কষ্ট নেই।
মাঝে মাঝে চোখে প্লাবন বয়,
ভেবে দেখেছি প্রকৃতিতে ও বৃষ্টি হয়।*****
অসাধারণ।।।।।
শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ রুকু আপু।
খুব ভালো থাকুন সবসময়।
বন্যা লিপি
আমি ভালো আছি
আমার কোনো কষ্ট নেই
……….এমনি করেই ভালো থাকা শিখে যেতে হয় কারো কারো।
ভালো রাখুক মহান আল্লাহ্।
আর কিছু বলবো না…….
টাচিং মাই হার্ট💔
খাদিজাতুল কুবরা
আর কিছু চাইনা আমার, কেউতো বুঝলো।
আপু শুধু আপনি বুঝতে পেরেছেন। জোর করে ভালো থাকা ছাড়া আর উপায় থাকেনা কারো কারো।
দোয়া করি মহান আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন।
সুরাইয়া পারভীন
অর্থাৎ অনুভূতিহীন কাঠখোট্টা গোছের মানুষ
যার রাগ নেই অনুরাগ নেই অভিমান নেই
এই অনুভূতিহীন থাকাকে জোর জবরদস্তি করে বলা যায় ভালো আছি। কিন্তু আদৌও কী ভালো আছি?
খাদিজাতুল কুবরা
ভালো আছি বলে অনেকের অনাকাঙ্ক্ষিত কৌতুহলকে এড়ানো যায় মূলত ভালো থাকা যায়না।
সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইলো আপু।