
একজন শিক্ষিত ও বুদ্ধিমান লোক ছিল।তবে সে খুবই গরীব , কিন্তু সৎ ছিল এটাই বড় কথা। একদিন এক ধনী ব্যবসায়ীর কাছে গেল। এবং একটি চাকরির জন্য আবেদন জানাল। চাকরির যোগ্যতা থাকাতে সে অনায়াসে তা পেয়েও গেল।
অল্প দিনের মধ্যেই তার সততা ও বিনয় দিয়ে ব্যবসায়ীর মন জয় করে নিল। ব্যবসায়ী তাকে থাকার জন্য তার নিজের বাড়িতে আলাদা একটি কামড়া দিলেন। ধীরে ধীরে সে উন্নতি করতে থাকল।এবং সততার মাধ্যমে নিজেকে সফলতার দিকে এগিয়ে নিয়ে গেল।
অনেক দিন পর ব্যবসায়ী খেয়াল করলেন যে, লোকটি প্রতিদিন দুপুরের ছুটিতে তার ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয়।তার সন্দেহ হলো, তিনি ভাবলেন, লোকটি নিশ্চয় টাকা — পয়সা চুরি করে। আর ঘরের দরজা বন্ধ করে কোথাও লুকিয়ে রাখে।
তিনি লোকটির উপর কড়া নজর রাখতে শুরু করেন। কিন্তু কোনও দোষ ধরতে পারলেন না। শেষে অধৈর্য হয়ে একদিন লোকটি যখন দরজা বন্ধ করেছে,আর তখন ই ব্যবসায়ী বলে উঠলেন ” দরজা খোলো ”
লোকটি দরজা খুলে দিল। আর মালিকের সামনে হাতজোড় করে দাঁড়িয়ে থাকল। ব্যবসায়ীর চোখ পড়ল লোকটির কামড়ায় থাকা একটি পুরানো বাক্সের উপর, যাতে একটি ছোট্র তালা লাগানো আছে।
তিনি হুংকার দিয়ে বললেন ” তালা খোল ” লোকটি অত্যন্ত লজ্জা ও বিনয়ের সাথে বলল,হুজুর বাক্সে কিছু নেই। দয়া করে আমাকে লজ্জা দেবেন না।
জবাব শুনে ব্যবসায়ীর সন্দেহ আরও দৃঢ হলো। তিনি মোচড় দিয়ে তালা তালাটি ভেঙে ফেললেন। বাক্স খুলে দেখলেন, তার ভিতরে রয়েছে একটি নোংড়া পাঞ্জাবী ও একট পুরানো লুংগি। আর একজোড়া ফিতে ছেঁড়া রাবারের স্যান্ডেল।
ব্যবসায়ীর দু,চোখ কপালে উঠল। তিনি জিজ্ঞাসা করলেন, এসব কি? ছেঁড়া স্যান্ডেল বাক্সে কেন?
লোকটি হাতজোড় করে কান্নাজড়িত কন্ঠে বলল, হুজুর,আমি তো আগেই বলেছিলাম,আমাকে লজ্জা দেবেন না। এটা হচ্ছে আমার সেই জামা ও স্যান্ডেল, যা পরে আমি প্রথম আপনার কাজে যোগ দিয়েছিলাম।
প্রতিদিন অবসরে আমি এসব দেখি দরজা বন্ধ করে। আর আমার অতীত কে স্মরণ করি। আজ তো আমি আল্লাহ পাকের দয়ায় ও আপনার সহযোগিতায়,ভালই আছি। কিন্তু একদিন আমি এরকম ছিলাম না।
সেই সময় আমি কি রকম ছিলাম,তা মনে করার জন্যই প্রতিদিনি লুকিয়ে লুকিয়ে এসব দেখি। আর তা দেখে পরম করুনাময়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আপনার জন্য দোয়া করি।
২০টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
সুন্দর শিক্ষামুলক গল্প পড়ে
মনটাই গেল ভরে।
সবাই যদি সৎ হতো আজ
উঠত উন্নতির শিখরে।
ভাল লাগলো। শুভ কামনা।
উর্বশী
সুপায়ন বড়ুয়া দাদা,
আপনার সাথে সহমত পোষণ করছি। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার ভাল লেগেছে, আমি আপ্লুত। খুব ভাল থাকুন, অফুরান শুভ কামনা।
ফয়জুল মহী
দারুণ এক লেখা । মন ভালো করে চিন্তার খোরাক করে দিলো।
উর্বশী
ফয়জুল মহী,
আলহামদুলিল্লাহ। সেতো ভাল খবর। দোয়া করি খুব ভাল থেকো,।আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তুমিও খুব ভাল লিখো কিন্তু।
ছাইরাছ হেলাল
এখন থেকে একটুখানি শিক্ষা ও যদি আমরা নিতে পারতাম।
আমাদের জীবন পেত্ ভিন্নতর মাত্রা।
উর্বশী
ছাইরাছ হেলাল ভাইয়া,
সহমত পোষণ করছি। আমাদের মানষিকতা তৈরি করতে নারাজ। নতুনদের ভীরে পুরানোকে একদম ভুলে যাই।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন,শুভ কামনা সব সময়।
সুরাইয়া পারভীন
চমৎকার শিক্ষামূলক পোস্ট। এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।
উর্বশী
সুরাইয়া পারভীন আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনার সাথে সহমত পোষণ করছি। ভাল ও সুস্থ থাকুন,শুভ কামনা সব সময়।
কমলিনী
নীতি মূলক গল্প। আশাকরি সকলে উপকৃত হবেন…
উর্বশী
কমলিনী দিদি,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পড়ার জন্য অফুরান শুভ কামনা ভাল থাকুন সব সময়।
সুপর্ণা ফাল্গুনী
অনেক সুন্দর একটি শিক্ষনীয় গল্প। মানুষ উপরে উঠলে তার অতীত ভুলে যায়, নিচের দিকে ফিরে দেখে না যেটা কাম্য হতে পারে না। অতীতকে অস্বীকার করা মানে নিজের অস্তিত্ব কে অস্বীকার করা । শুভ কামনা রইলো
উর্বশী
সুপর্না ফাল্গুনী আপু,
আপনার সাথে সহমত পোষণ করছি। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন,শুভ কামনা সব সময়।
বন্যা লিপি
আমরা ভুলে যাই একদিন তালপাতায়ও হাতেখড়ি হতো। ভুলে গেছি কাঠপেন্সিলের লেখা ঘসে তুলে তারওপরেও কাগজ বাঁচাবার জন্য লিখেছি নতুন লেখা…… আমরা কি আসলেই কিছু মনে রাখি?
সবার মধ্যে জাগরুক হোক অতীতের ফেলে আসা দুর্দিন। আজকের বর্তমান যেন অহংকারে তালাবদ্ধ না হয়। শিক্ষাটা খুব প্রয়োজন।
শুভ কামনা।
উর্বশী
বন্যা লিপি আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সুন্দর সাবলীল ভাবে অতীতের দিকে ঘুরিয়ে নিয়ে এলেন মন্তব্যে। যুগের সাথে তাল মিলাতে বা নতুনদের ভীরে পুরানোকে একদম ভুলে যাই। আসলেই আমরা কিছুই মনে রাখিনা। সকলের শুভ বুদ্ধির উদয় হোক।অফুরান শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
সুন্দর তবে সন্দেহটাও একটা গল্প ———-
উর্বশী
আলমগীর সরকার লিটন ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। খুব ভাল থাকুন, শুভ কামনা
তৌহিদ
নিজের অতীতকে যারা স্মরণ রাখে তারাই উন্নতিলাভ করে। আমরা আমাদের অতীত সহজেই ভুলে যাই।
চমৎকার লিখেছেন আপু। শুভকামনা রইলো।
উর্বশী
তৌহিদ ভাইয়া,
আপনার সাথে সহমত পোষণ করছি। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন,শুভ কামনা সব সময়।
রোকসানা খন্দকার রুকু
বাহ্ শিক্ষনীয় বিষয়।আমরা তো কতকিছুই দেখি আসলে কি বদলাই।
ফলবান গাছের মাথা নিচের দিকেই থাকে॥আর আমরা শেকড়ের হিসাব ভুলে যাই।
ভালো লাগলো। শুভ কামনা।
উর্বশী
রোকসানা খন্দকার রুকু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। খুব ভাল বলেছেন। ভাল থাকুন, শুভ কামনা রইলো।