
“অপেক্ষায় ”
বিনিদ্র রাতের নির্জনতায়,
দূর আকাশের তারায়,
খুঁজে বেড়াই তোমার শূন্যতা।
গোলাপের কান্না দেখেছো ?
নাকি পাথরের কান্না শুনেছো?
ভালোবাসার রেনু অনুভূতিতে হয়ে উঠবে ঝংকার।
এখনো আমি অধীর অপেক্ষায় থাকি।
তোমায় ভেবে আমি রাতকে করি ভোর,
অভিমানে চলেই গেলে কোন সে অচিনপুর।
ফিরে এসো তুমি,
সুখ সাগরে ভাসবো আমি।
মেঘ হয়ে দূর আকাশে ভাসবো,
রোদ হয়ে মিষ্টি করে হাসবো।
সুখ সাগরে যাবো মিশে,
ঢেউয়ের তালে তালে দিবানিশি।
বিবর্ণ এই মনটা আমার,
রং্ধনুর ঐ সাতটি রং ঙে আঁকি।
ইচ্ছে ডানার উষ্ণতায়,
শুধুই নিরবতায় শূন্যতায়।।
আমার ডাক্তার সাহেব এর জন্মদিনের উপহার।।
৪০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার কবিতা আপু। একান্ত ভালোবাসা পূর্ণতা পাক। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
উর্বশী
সুপর্না ফাল্গুনী আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বৃষ্টিস্নাত শুভেচ্ছা, আপনিও ভাল থাকুন।
আলমগীর সরকার লিটন
চমৎকার এক অপেক্ষা প্রেমবিরাহ রোমান্টিক কবি
অনেক শুভেচ্ছা রইল———-
উর্বশী
আলমগীর সরকার লিটন ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। খুব ভাল থাকুন, নিরাপদে থাকুন,অফুরান শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি আপু আপনাকেউ
উর্বশী
আলমগীর সরকার লিটন ভাইয়া,
শুকরিয়া।
সুরাইয়া পারভীন
বাহ্ দারুণ রিখেছেন। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ভালোবাসা ফিরে আসুক তব নীড়ে। ভালো থাকুন সমসময়
সুরাইয়া পারভীন
*লিখেছেন
উর্বশী
সুরাইয়া পারভীন আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। কিছু অপেক্ষার পালা শেষ হতে চায়না কখনোই।তবুও আমরা অপেক্ষায় থাকি। হয়তো এটাও প্রকৃতির লীলাখেলার একটি অংশ। খুব ভাল থাকুন,শুভ কামনা সব সময়।
ফয়জুল মহী
চমৎকার ভাবনায় মার্জিত লিখনী।
উর্বশী
ফয়জুল মহী,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। খুব ভাল থেকো, অফুরান শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
আমরাও তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি।
সুন্দর এই লেখা পড়ে পড়ে।
উর্বশী
ছাইরাছ হেলাল ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।শুভেচ্ছার সাথে দোয়াও করবেন ভাইয়া। খুব ভাল ও সুস্থ থাকুন।অফুরান শুভ কামনা।
নাসির সারওয়ার
যে যাবার তাকে যেতে দিন। যেতে দেয়াই ভালো। সবই তো ঠিক লিখলেন।
কিন্তু তার জন্মদিনে শুভেচ্ছা দেবেন, এ কেমন কথা!
শুভ জন্মদিন তাহার জন্য।
উর্বশী
নাসির সারওয়ার ভাইয়া,
কিছু অপেক্ষায় থাকা অনন্তকাল ধরে,যার জন্য শুভেচ্ছা, ভালোবাসা সবকিছুই বরাদ্দকৃত। আপনার সাথে একমত পোষণ করছ। যে যাবার তাকে যেতে দেয়াই উচিৎ। তারপরেও অদৃশ্যের মাঝে দৃশ্যমান অটুট থাকে। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুভ কামনা সব সময়।
সুপায়ন বড়ুয়া
“তোমায় ভেবে আমি রাতকে করি ভোর,
অভিমানে চলেই গেলে কোন সে অচিনপুর।”
যেমনি ভাবতাম প্রথম প্রেমে সকাল বিকাল দুপুর।
ডাক্তার ভাইয়ের শুভ জন্মদিনে রাখুন নিশ্চিন্তপুর।
ভাল লাগলো। শুভ কামনা।
উর্বশী
সুপায়ন বড়ুয়া দাদা,
বাহ! দারুন মন্তব্যে আমি আপ্লুত। সুন্দর সাবলীলপ্রকাশ করেছেন। খুব ভাল লেগেছে দাদা। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। খুব ভাল থাকুন, শুভ কামনা সব সময়।
রোকসানা খন্দকার রুকু।
এত সহজে যেতে দেয়া ঠিকও হবেনা।আমরাও আশায় থাকি ফিরে আসুক।এমন কামনায়। ভালো থাকবেন।
উর্বশী
রোকসানা খন্দকার রুকু আপু,
কিছু অপেক্ষা অনন্তকাল ধরে হয়ে থাকে। যা কখনও দৃশ্যমান নাও হতে পারে।তবু অপেক্ষার প্রহরে থেকে যেতে হয়। তাতে করে পথ চলতে সুবিধা হয়। অদৃশ্য জানা সত্ত্বেও দৃশ্যমান মনে করা। অনেক ভাল থাকুন, অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শামীম চৌধুরী
কবিতাটি দারুন হয়েছে।
উর্বশী
শামীম চৌধুরী ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। খুব ভাল থাকুন,শুভ কামনা সব সময় ।
বন্যা লিপি
অপেক্ষা নিদারুন কষ্টের, তবুও ওতেও ভালবাসা বিরাজমান।
অপেক্ষারা খুঁজে পাক চন্দ্র সুর্যের আলো।প্রেয়সী হেসে উঠুক চাঁদের জোঁছনার মতো।
শুভ কামনা নিরন্তর।
উর্বশী
বন্যা লিপি আপু,
আপনার সুন্দর মন্তব্য আমার লেখার প্রেরণা হিসাবে কাজ করে। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন,শুভ কামনা সব সময়।
উর্বশী
শামীম চৌধুরী ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। খুব ভাল থাকুন,শুভ কামনা সব সময় ।
ইঞ্জা
অনন্য অসাধারণ লিখলেন আপু, যদিও বলবো কবিতা ব্লগের জন্য উত্তম নয়, সাথে অন্যান্য বিষয় নিয়ে লিখুন। 😊
উর্বশী
ইঞ্জা ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অসুস্থতা নিয়ে কোনো রকম লেখাটি দিয়েছি ভাইয়া। নতুন বিষয় নিয়ে লিখবো ইন শা আল্লাহ। ভাল থাকুন,অফুরান শুভ কামনা।
ইঞ্জা
দ্রুত সুস্থতা কামনা করছি আপু।
উর্বশী
ইঞ্জা ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনিও ভাল থাকুন,শুভ কামনা রইলো।
ইঞ্জা
শুভকামনা।
তৌহিদ
দুঃখ কস্টকে জয় করেই সামনে এগুতে হয়। এটাই সুখি থাকার প্রধান উপায়।
ভালো থাকুন আপু।
তৌহিদ
কষ্ট, সুখী হবে। আমার মন্তব্যে টাইপিং মিস্টেক হয়েছে আপু।
উর্বশী
তৌহিদ ভাইয়া,
জ্বি, বুঝতে পেরেছি। শুকরিয়া।
ভাল থাকুন।শুভ কামনা।
উর্বশী
তৌহিদ ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার সাথে একমত পোষণ করছি। খুব ভাল থাকুন,অফুরান শুভ কামনা।
উর্বশী
ইঞ্জা ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনিও ভাল থাকুন,শুভ কামনা রইলো।
খাদিজাতুল কুবরা
খুব সুন্দর প্রেম, বিরহ কাতর অপেক্ষা ফুটিয়ে তুলেছেন।
আমার খুব ভালো লেগেছে।
সব ফেরা ফেরা নয়, সব যাওয়া যাওয়া নয়।
কিছু অনুভব হৃদয় অলিন্দে অগোচরে ঢাকা পড়ে রয়।
উর্বশী
খাদিজাতুল কুবরা আপু,
আপনার সাথে সহমত পোষণ করছি। আপনার ভাল লাগা আমার লেখার প্রেরণা হিসাবে কাজ করবে। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। খুব ভাল থাকুন, অফুরান শুভ কামনা
কমলিনী
নির্মল অনাবিল শব্দস্রোতে ভাসলাম…
উর্বশী
কমলিনী দিদি,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার মন্তব্যে আপ্লুত হলাম।আশা করি পাশেই থাকবেন।ভাল থাকুন, অফুরান শুভ কামনা।
কমলিনী
শুভেচ্ছা নিরন্তর…
উর্বশী
কমলিনী দিদ,
শুকরিয়া।ভাল থাকুন।শুভ কামনা রইল।