
রাতের আঁধার ফুঁড়ে কৃষ্ণগহ্বরে দুটো শ্বেত-শুভ্র তারা
আলোর ফোয়ারা ছড়িয়ে নিভে গেল দপ করে।
বিষাদে ভরে গেল অমৃতরসের অগ্নুৎপাতধারা।
বিবর্ণ-বিষণ্ণ কালজয়ী দুঃখ বোধগুলো ইট-সুড়কির দেয়ালে গেঁথে থাকে;
রাতের শরীর বেয়ে আঁধার নামে মহাজাগতিক এই নগরে;
দিবানিশি ভাসে ঐ নীল-বিশুদ্ধ সরোবরে পানকৌড়ির দল-
মেঘের উড়ুপে হাওয়ার সাথে সাথে আকাশের বুকে জড়াতে চায় সঙ্গোপনে।
শ্রাবণের সিক্ত-আলোকজলে জ্যোৎস্নাবিলাসে রাত্রিযাপন-
ময়ূরপঙ্খী নায়ে বিষাদ-হর্ষের বেসাতি বিকিকিনি;
জমাট বাঁধা আত্ন-অহমিকা গলছে কষ্টের তীব্র তাপদাহে।
সন্তরি ভাবনার সন্তরণে অবিরত ঘটছে হার্টের বায়োপসি-
অন্ধকারের ক্রুসেডাররা মাতোয়ারা তপ্ত রক্তের নেশায়।
আবাল বৃদ্ধ বনিতা সঙ সেজেছে কালো জাদুর নীহারিকা পুঞ্জে;
মৃগয়ায় চিত্রল হরিণ বধের ধূম লেগেছে;
অর্ণব সফেদ ফেনিলে গাংচিলের এলোমেলো ওড়াউড়ি।
হাজার বছর ধরে চলছে শ্বাপদ-সমাকীর্ণ অসীম গন্তব্যে,
কত শত চরণস্পর্শে পথের ধূলিতে অজস্র পায়ের ছাপ হারায় ধূলিতে।
মেঘের খামে জললিপি যাচ্ছে হারিয়ে অজ্ঞাত গন্তব্যে;
দিন-রাত্রি পাশাপাশি, মহাকালের সাক্ষ্য হয়ে গেঁথে আছে মহাজাগতিক ঝুলন্ত ত্রিদিবে।
ছবি-গুগল
৪০টি মন্তব্য
বন্যা লিপি
প্রথম💠হাজিরা✋
সুপর্ণা ফাল্গুনী
অভিনন্দন আপনাকে 🌹🌹🌹🌹। ধন্যবাদ আপু। শুভ কামনা রইলো। শুভ সকাল
বন্যা লিপি
কয়েকবার পড়লাম, তারপরও ধোঁকায় আছি……আদতে কি বুঝবো? সংক্ষেপে সারমর্মটা একটু বলে দেবেন ছোটদি। খালি বুঝলাম শব্দ শব্দ শব্দ……..
সুপর্ণা ফাল্গুনী
আদি থেকে অন্ত মহাজগতে ঘটছে অবিরত যা কিছু তা মহাকালের সাক্ষ্য হয়ে গেঁথে আছে, মানুষ আসে চলে যায় তাই পদচিহ্ন গুলো একটার পর একটা ঢেকে যায় কিন্তু চরিত্রের কালো জাদু এখনো চলছে। ধন্যবাদ আপুনি। শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
ভোর সকালে সুন্দর একটি কবিতা মনটাই ভাল হলো।
ভাল থাকবেন দিদি। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ দাদা। এমন মন্তব্যে আমার ও মনটা ভালো হয়ে গেল। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ সকাল
ছাইরাছ হেলাল
জললিপি জায়গামত ছুঁড়তে হবে অব্যার্থ ভাবে।
তাহলেই হবে সফল মৃগয়া;
পাঠক কিন্তু পালিয়ে যাবে !!
সুপর্ণা ফাল্গুনী
পাঠক পালিয়ে গেলে আবার ধরে আনবো 😇😇। ধন্যবাদ ও ভালোবাসা রইল ভাইয়া। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরত। শুভ সকাল
প্রদীপ চক্রবর্তী
গতকাল রাত্রিবেলা পড়েছিলাম কবিতাটি।
ঘুমঘোরে মন্তব্য করতে পারেনি।
ব্যাকরণের তীর্যক শব্দ কঠিন সমাহারে ব্যবহার যা বুঝতে হিমসিম।
যাইহোক অবশেষে কয়েকবার পড়ার পর সফল হলাম আপনার কবিতায়।
ভালো লাগার মতো দিদি।
সুপর্ণা ফাল্গুনী
যাক শেষপর্যন্ত বোঝা তো গেল! খুব ভালো লাগলো দাদা । অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা সতত
আলমগীর সরকার লিটন
চমৎকার তবে ভাষাগুলো কঠিন মনে হলো কবি দিদি
অনেক শুভেচ্ছা রইল———–
সুপর্ণা ফাল্গুনী
হুম ভাইয়া একটু তো কঠিন ই। ধন্যবাদ ভাইয়া পড়ার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সতত
আলমগীর সরকার লিটন
জ্বি দিদি আপনাকেউ
রোকসানা খন্দকার রুকু।
আবার পড়তে হবে।তারপর।
সুপর্ণা ফাল্গুনী
আচ্ছা আবার পড়েন আপু। ধন্যবাদ
আরজু মুক্তা
ভালো লাগলো মহাকালের মহাকাব্য।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময় শুভ কামনা অবিরত
সুরাইয়া পারভীন
অজস্র দাঁত ভাঙ্গা
শব্দের ঝংকারে
আমার এতো সুন্দর দাঁত গুলো
খোয়া যাক তা মানতে পারছিনে গো দিদি
আপনি বরং সারমর্ম বলেই দিন😰😰
সুপর্ণা ফাল্গুনী
😁😁😁😁 বন্যা আপুর মন্তব্যে সারমর্ম দিয়েছি কিছুটা, পড়ে দেখবেন আপু। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
ফয়জুল মহী
মনোলোভা কথার চয়ন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন
উর্বশী
একদম আগ্নেয়গিরি থেকে শুরু করে কিছুই বাদ পড়েনি। অদৃশ্যের মাঝেও দৃশ্যমান,চিহ্নের সমীকরণ। বেশ ভাল লাগলো নতুনত্ব খুঁজে পাওয়া। তবে বেশ কঠিনতম বটে।মনযোগী কম হলে ডাহা ফেল করে যাব মন্তব্যে।অনেক শুভ কামনা রইলো। ভাল ও নিরাপদে থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। হুম আপু একটু কঠিন ই হলো। না ফেল করবেন না। 😇😇। শুভ কামনা রইলো অহর্নিশি
নিরব সাগর
চমৎকার প্রিয়
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া ভালো লাগলো। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা সতত
ইঞ্জা
সন্তরি ভাবনার সন্তরণে অবিরত ঘটছে হার্টের বায়োপসি-
অন্ধকারের ক্রুসেডাররা মাতোয়ারা তপ্ত রক্তের নেশায়।
আবাল বৃদ্ধ বনিতা সঙ সেজেছে কালো জাদুর নীহারিকা পুঞ্জে;
মৃগয়ায় চিত্রল হরিণ বধের ধূম লেগেছে;
কি বলবো, মাথা আমার ঘুরান্টি দিচ্ছে আপু, এ ভাষা বড়ই কঠিন আমার জন্য.
সুপর্ণা ফাল্গুনী
হুম ভাইয়া একটু তো কঠিন। ধন্যবাদ তা-ও কবিতাটি পড়ার জন্য। ভালো থাকুন পাশেই থাকুন সবসময়। শুভ কামনা রইলো
ইঞ্জা
বুঝার জন্য ধন্যবাদ আপু। 😊
শামীনুল হক হীরা
মুগ্ধতা রাখলাম।।। শুভকামনা রইল।।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
শামীম চৌধুরী
ওরে বাবা,
এর প্রতিটি শব্দ পড়তে যেয়ে দাঁত ভেঙ্গে যাবার অবস্থা। আমার পক্ষে বুঝা অসম্ভব। তারপরও দিদিভাই পড়তে ভাল লাগলো। শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া কষ্ট করে পড়ার জন্য। ভালো লাগলো জেনে খুশি হলাম। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ কামনা অহর্নিশি
তৌহিদ
ওরেবাবা! বড্ড কঠিন শব্দ এসব। মাথায় ঢুকছেনা আপু। মহাকালের কাব্যকথায় অযুত লক্ষ নিযুত চড়াই উৎরাই আছে। আপনার লেখায় তা আরো স্পষ্ট দেখতে পেলাম।
শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
🤔🤔 আপনি যদি কঠিন বলেন তাহলে কেমনে হবে! ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। শুভ কামনা অবিরাম
তৌহিদ
দাঁত ভাইঙ্গা গেছে জানেন!!
সুপর্ণা ফাল্গুনী
ইঁদুরের গর্তে ঢুকিয়ে দিন ভাঙ্গা দাঁত গুলো তাহলে অনেক সুন্দর দাঁত পাবেন। 😁😁
সৌবর্ণ বাঁধন
শব্দের অভূতপূর্ব ঝর্ণাধারা। অনেক সুন্দর হয়েছে দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন শুভ কামনা রইলো
খাদিজাতুল কুবরা
দিদি ভাই আপনার লেখা সারমর্ম পড়ে বুঝতে সহজ হলো।
ভালো লাগলো বেশ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু 💓🌹। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো