রোদ্দুরের খুঁজে

সাজেদুল হক ২৯ আগস্ট ২০২০, শনিবার, ০২:০৭:৪৭পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য
  1.  
  2. জল ফড়িং এর ডানায় 
  3. আজও তোমার স্পর্শ লেগে আছে।
  4.  
  5. ধবধবে শাদা উত্তাল জলরাশির
  6. রতি তাড়না নেই,
  7. ছুঁয়ে  দেখে না ডানা। 
  8. অনন্তকাল অপেক্ষায় যে তোমাকে পাওয়া 
  9. কেন সে করবে নষ্ট সজীবতা তোমার। 
  10.  
  11. ঘাসফড়িং এর স্মৃতি সেই কবেই 
  12. হারিয়ে ফেলেছি, আমার অন্তর্দৃষ্টি
  13. আমার অপূর্ণতা ফিরতে পারে না।
  14. প্রাত্যহিক রুটিনে ছেদ
  15. মরীচিকা ভেলা ভাসে মঙ্গল-বারতায়।
  16.  
  17. প্রিয়ংবদা!এই অচলায়তন ভাঙো 
  18. নামো রাস্তায়,
  19. নাকি
  20. তোমারই আপত্তি আছে
  21. পঞ্চাশের প্রিয়ংশুতে!
৫৩১জন ৪১১জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ