হুম। তা ঠিক।
হৈমুর অপরাধ ছিলো সে সতের। কিন্তু আজ সাইত্রিশেও সে সতেজ।এই পরিবর্তন অর্জনে অনেক সময় লেগেছে।
আরও যত অচলায়তনে আমাদের বাস তা সরাতে হবে। মানুষই পারবে তা করতে। তিনি পুরুষ কিংবা নারী হবেন না। হিন্দু-মুসলিম- বৌদ্ধ- খ্রিস্টান কোন ধর্মের বাহ্যিক অবয়বটুকুই শুধু ধারণ করবে না। তিনি মানুষ মানুষ হবেন।
তবেই মুক্তি মিলবে দ্রুত।
২২টি মন্তব্য
বন্যা লিপি
অচলায়তন ভেঙে চুরে শুদ্ধ রোদ্দুর কিরণ ছড়াক পঞ্চাশোর্ধ প্রিয়ংশুর বক্ষ উঠোন জুড়ে।
শুভ কামনা।
সাজেদুল হক
খুবই সুন্দর ভালো ভাবে কিরণ ছড়িয়েছেন।
অনেক ধন্যবাদ এবং শুভকামনা।
আলমগীর সরকার লিটন
সকাল বেলা দারুন কবিতা পাঠ করলাম মনে ভরে গেলো কবি দা
অনেক শুভেচ্ছা রইল—————-
সাজেদুল হক
অনেক শুভেচ্ছা ও শুভকামনা সুহৃদ।
ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো খুব।
আরজু মুক্তা
ওয়াও। দারুণ একটা কবিতা পড়লাম। ভালো লাগা রেখে হেলাম
সাজেদুল হক
ভালোলাগা এবং ভালোবাসায় প্রীত হলাম।
ধন্যবাদ সুহৃদ।
আরজু মুক্তা
গেলাম
সুপর্ণা ফাল্গুনী
অচলায়তন ভাঙতেই হবে তারপর রোদ্দুর এমনি ই চলে আসবে। ভালো লাগা জানিয়ে গেলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
সাজেদুল হক
হুম। তা ঠিক।
হৈমুর অপরাধ ছিলো সে সতের। কিন্তু আজ সাইত্রিশেও সে সতেজ।এই পরিবর্তন অর্জনে অনেক সময় লেগেছে।
আরও যত অচলায়তনে আমাদের বাস তা সরাতে হবে। মানুষই পারবে তা করতে। তিনি পুরুষ কিংবা নারী হবেন না। হিন্দু-মুসলিম- বৌদ্ধ- খ্রিস্টান কোন ধর্মের বাহ্যিক অবয়বটুকুই শুধু ধারণ করবে না। তিনি মানুষ মানুষ হবেন।
তবেই মুক্তি মিলবে দ্রুত।
ইঞ্জা
দারুণ লিখলেন, ভালো লাগা রইলো।
সাজেদুল হক
অনেক ধন্যবাদ সুহৃদ।
শুভকামনা জানবেন।
ইঞ্জা
শুভেচ্ছা।
শামীম চৌধুরী
কবিতাটি কুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ ও শুভ কামনা।
সাজেদুল হক
ধন্যবাদ।
শুভ কামনা আপনার জন্য।
ফয়জুল মহী
খুব ভালো লাগলো ।
সাজেদুল হক
ধন্যবাদ।
অনেক অনেক ভালোবাসা।
রোকসানা খন্দকার রুকু।
বারতায়।
প্রিয়ংবদা!এই অচলায়তন ভাঙো
নামো রাস্তায়,
নাকি
তোমারই আপত্তি আছে
পঞ্চাশের প্রিয়ংশুতে!***
নামতে রাজি হোক আমরা এমন কামনাই করি।
সাজেদুল হক
হুম।
সেটাই।
অধিকার টুকু আগে অর্জিত হোক।
অনেক শুভকামনা আপনার জন্য।
হালিম নজরুল
মরীচিকা ভেলা ভাসে মঙ্গল-বারতায়।
———চমৎকার পঙক্তি
সাজেদুল হক
চমৎকার কে আবিষ্কার করতে হলে চমৎকার মানুষ হতে হয়।
ধন্যবাদ।
রেজওয়ানা কবির
সত্যি খুব সুন্দর প্রকাশ।
সৌবর্ণ বাঁধন
সুন্দর সুললিত।