অ সুন্দর পক্তিমালা

মোঃ মজিবর রহমান ২১ আগস্ট ২০২০, শুক্রবার, ১০:২৬:৫৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

জ্বালা যন্ত্রনা জান
চৈত্রতাপে পুড়ে শক্তমান মানুষ
মনুষত্য জাগুক হৃদয়ান্তরে।

গাছ বন জংগল
দেয় আয়ু মন জল মংগল
বায়ু বয় বয় জিবন।

ফল ফুটন্ত ফুল
বর্ষায় জাগে জাগে আবেগ
মনময়ুরী উচাটন নাচে।

চাংগা প্রফুল্ল বদন
গাও গান গান অন্তর চিত্তপ্রসাদ
হৃদয় নাচে স্বেতকাশবনে।

শুভ্র সাদা মন
সাদা ধবধবে উড়ছে কাশফুল
সাদা মন মানুষ সদা।

মনের ইচ্ছেই লিখেছি। আমি গতদিন ফেবু ত্যাগ করেছি। চোখের সমস্যা বেশি। জ্বালায়।

৮০৯জন ৬৩৫জন
0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ