
কী করছেন আপনি?
-হাহাহা। কাজ ছাড়া আর কী?
সারাজীবন তো সেটাই করলেন, এবার একটু প্রেম টেমও করুন🙈🙈
-আচ্ছা এসো তবে মিলি
মন থেকে ডাকছেন না নিশ্চয়ই
-প্রাণ থেকে
তবে চলুন সব বাঁধা উপেক্ষা করি
-এসো
কেউ কেউ আমৃত্যু একা,এই নিঃসঙ্গ দাড়কাকের মতো
আমিও ঠিক তেমনি গো!
-না। আমি কি নেই হয়ে গেছি?
সকাল সকাল বাজে বকা। আপনি থাকুন, দীর্ঘজীবী হন। খুদা লেগেছে
-কী খাবে?
আগে লেবু চা পরে অন্য কিছু
-আলিঙ্গন খাবে, সঘন আলিঙ্গন!
খাওয়া যায়? ওটা একবার পেলে শান্ত নদীর বুকে উঠবে
জলোচ্ছ্বাস! অশান্ত নদীর জলে হবে আমার সর্বনাশ
-সর্বনাশ করবো নাশ! নদীর জলে আজলা ভরে নেব না হয়
-সর্বনাশের খেলায় উঠলে মেতে বেয়ারা বেপোরোয়া আমি এমনই হয়ে যাবো লাশ!
-বলো না সে কথা
তব আজলাতে হবে কী ঠাঁই?
-আজলা ভরে জড়িয়ে সুখ, নেবো বুকে টেনে
সুখের আঘাত হেনে!
সুখে যে আমার বড্ড অসুখ গো, তাই সুখবোধে নয় অসুখবোধেই তুমি থেকো।
ছবি-আমার
৩৫টি মন্তব্য
বন্যা লিপি
সুখে যে আমার বড্ড অসুখ গো!
এটাই চিরন্তন সত্য। যেমনই থাকা…. সুখের অসুখে টিকে থাকা।
তবু থাকিস ভালবেসে ভালবাসার অভাবে,নইলে যে ফুরাবে দিনের আগেই দিনের চাওয়া।
সুরাইয়া পারভীন
আহ্ দারুণ মন্তব্য
ভালোবেসে ভালোবাসার অভাবে
থাকো মিশে থাকো সুখে অসুখে
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যযোগ ভালোবাসা রইলো আপু 💓💓💓
লাভ ইউ সো মাচ
বন্যা লিপি
লাভ ইউ লটস❤❤❤❤❤❤
শামীম চৌধুরী
খুব ভাল লাগলো বোন। শুভ কামনা রইলো। তবে শেষ মেষ দাঁড় কাকাও ঠাঁই পেলে কবিতায়। যতই কুৎসিত হোক না কেন ঠিকই জায়গা দখল করে নিয়েছে আপনার কবিতায়। প্রেমটা জমবে ভাল।
সুরাইয়া পারভীন
শুনেছিলাম যারা লেখালেখি করে তারা অকুৎসিত
বিশ্রীকেও সুশ্রী করে তুলতে পারে কলমের আচঁড়ে
আজ আপনার কমেন্টে সেটা আবার মনে পড়ে গেলো।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন দাদাভাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
দারুন কথোপকথন। সুখের অসুখে সবাই ভোগে। সুখ সহ্য করাটাই যেন একটা অসুখ, ঘোরের মধ্যে বসত। কেউ কেউ আমৃত্যু দাঁড়কাকের মতোই একা , নিঃসঙ্গতায় সুখ খুঁজে পায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় 💜💜
মনির হোসেন মমি
বড় ভাল লাগল।গভীর ভাবনার কথোপকথন।ভাল থাকবেন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যযোগ কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ইঞ্জা
ভালো লাগলো আপু, খুব সুন্দর লিখলেন।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ইঞ্জা
শুভেচ্ছা ও শুভকামনা
প্রদীপ চক্রবর্তী
বেশ ভালো কথোপকথন দিদি।
দারুণ লাগলো।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
নিতাই বাবু
লেখার মাঝে কথপোকথন কিন্তু ভালোই জমেছে। তবে ভাবছি, দুইজনের কথপোকথন দাঁড়কাকগুলো শুনেছে কিনা! শুনলে ওরা আবার ক্ষেপে যাবে নাতো?
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।
সুরাইয়া পারভীন
নিঃসঙ্গ একলা একা দাড়কাক
যদি বসে বসে শোনে কথোপকথন
আশা করছি রাগ করবে না! কারণ সে তো আজন্ম একা
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রোকসানা খন্দকার রুকু।
“আলিঙ্গন খাবে, সঘন আলিঙ্গন!
খাওয়া যায়? ওটা একবার পেলে শান্ত নদীর বুকে উঠবে
জলোচ্ছ্বাস! অশান্ত নদীর জলে হবে আমার সর্বনাশ”।
কিছু কিছু আলিঙ্গন সর্বনাশ ডেকে আনলেও তার বড় দরকার।
সুন্দর। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
তা বেশ বলেছেন বটে
কৃতজ্ঞতা অশেষ আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
সুখ-সুখ সুখের অসুখ-বন্দনা কথোপকথনের ছলে।
সুরাইয়া পারভীন
ইহা একদম সঠিক কথা বলিয়াছেন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবান জানবেন ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপায়ন বড়ুয়া
কথোপতনে বের হয়ে আসে
সুখ দু;খের কত আলাপন।
আপু আমার তুলে আনেন
অনিন্দ সুন্দর করে চয়ন।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আহ্! দারুণ দারুণ
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
আপনি ও ভাল থাকবেন। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
আহারে, এমন স্বঘনো আলিঙ্গনের আমন্ত্রণ কেউ প্রত্যাখান করে? দাড়কাকটা এত্তো বেরসিক কেন?
সুখের ভিতরে অসুখ খুঁজে বেড়ানো! এই জন্যেই কি সে নিঃসঙ্গ দাড়কাক!!
সুরাইয়া পারভীন
সত্যিই তো বড্ড বেরসিক এই দাড়কাক
তা না হলে এমন আমন্ত্রণ প্রত্যাখান করবে কেনো?
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ❤️❤️
মোঃ মজিবর রহমান
কিনা সুখেরি আশায় কইলু কথা
সুখেরি মাঝে লুকায়িত সখা
সুখ নাহি দুখিই রহি হেথা
মাখিবনা তবুও ব্যাথা অবেলা।
আপনার লেখায় আরো সুন্দর মন্তব্য ইচ্ছে কিন্তু মনে জাগছেনা পংতি।
আপ্লুত পড়ে।
সুরাইয়া পারভীন
বাহ্ দারুণ
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
দাঁড়কাক আর নিঃসঙ্গতা অঙ্গাঅঙ্গি জড়িত। আপনার লেখায় তা ভালোভাবেই ফুটে ঊঠেছে।
ভালো থাকুন আপু।
সুরাইয়া পারভীন
আমি সবসময় কাকটা একা থাকতেই দেখি
তাই তাকে নিয়েই এই লেখা
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রেজওয়ানা কবির
সুখে যে আমার বড্ড অসুখ গো,তাই সুখবোধে নয় অসুখবোধে তুমিই থেক,খুব সুন্দর।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আরজু মুক্তা
ভালো লাগলো
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
মোঃ রাশিদুল ইসলাম
অসাধারণ লিখা
খুব ভালো লাগলো
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়