
ফেসবুকের যুগে আমরা এখন
হয়েছি এতো স্মার্ট,
পুর্ণ শব্দ লেখেনা কেউ
লেখে শুধু শর্টকাট।
ফসল দেখতে যায় না এখন
কেউ কোন মাঠ ঘাট,
সেলফি তুলতে যায় সবাই
বাকাঁ মুখে সেই অদ্ভুত পার্ট।
ছেলেরা দেয় নানান ছবি
পরা তাদের নানান টি-শার্ট,
মেয়েরা দেয় হাত আর পার ছবি
বাকাঁ মুখ , পরা মিনিস্কার্ট।
লাড্ডু মিয়া নাম দেয় তার
লাডিনো ক্লোভার লাট,
মেরিনা তার নাম পালটিয়ে
হয়ে যায় মওলিয়া ভাট।
ছেলে হয়ে মেয়ে সেজে
সবার সাথে করে চ্যাট,
এডিট করে নিজের ছবি
বানায় তারা, সিক্স প্যাক্ট।
রং মেখে সং সেজে মেয়েরা
ধরেন কত না ঠাঁট,
একাধিক জনের সাথে সম্পর্ক
যেন ওদের মন, খেলার মাঠ।
২৯টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বাহ চমৎকার লেখেচেন কবি দা
নিরব সাগর
চেষ্টা করেছি মাত্র প্রিয় দাদা ভাই
সুপর্ণা ফাল্গুনী
একদম বাস্তব কথা। ভালো লেগেছে ভাইয়া। শুভ কামনা রইলো অহর্নিশি
নিরব সাগর
শুভ কামনা আপনার জন্য প্রিয়
ফয়জুল মহী
এইটি চলমান বাস্তবতা । যে এর অপব্যবহার করে তাকে খেসারত দিতে হয়।
নিরব সাগর
ভালবাসা নিবেন প্রিয়।
ছাইরাছ হেলাল
হায়রে ফেসবুক , তুমি মোদের করেছো মহান।
না লিখে না পড়ে শুধু লাইক কেয়ার লাভ হা হা আর স্যাড ও ওয়াও দিয়ে দিন গুজরান।
সবার দোয়ায় আল্লাহ আমাকে ভাল রেখেছেন।
সুরাইয়া পারভীন
আমি আপনাকে নিয়ে আইবো এই জগতে 🙈🙈
ছাইরাছ হেলাল
নবীনদের ভায় দেখানো ঠিক না।
নিরব সাগর
আলহামদুলিল্লাহ, আপনি ফিরে এসেছেন।
রেজওয়ানা কবির
মনে পড়ে গেল সেই গানের কথা, sweet heart, i am sitting alone,sweet heart o me there is none.
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
নিরব সাগর
আপনাকে কিছু মনে করে দিতে পেরে ভাল লাগছে
সুরাইয়া পারভীন
দারুণ সত্য বর্তমান বাস্তবতা উঠে এসেছে লেখায়।
চমৎকার লিখেছেন
নিরব সাগর
ধন্যবাদ লেখিকা
কামাল উদ্দিন
হে হে হে কম খারাপ বলেন নাই ভাইজান, ফেজবুক দেশটা বড়ই আজব একটা দেশ…..শুভ কামনা সব সময়।
নিরব সাগর
খারাপ বলতে চাইনি,বাস্তবতা বলার চেষ্টা করেছি মাত্র।
নিতাই বাবু
নিজে নিজেকেই প্রশ্ন করি, “ইশ! এই ফেসবুক না থাকলে ফেসবুকাররা কী যে করতো!” আবার নিজের মন থেকে জাবাব আসে, ‘নাহ্, কিছুই হতো না। কেই বুক থুবড়িয়ে মরতো না। যেমনটা মরেনি গুগল প্লাস বন্ধ হওয়াতেও।’ আবার প্রশ্ন করি, “যিনি ফেসবুক নিয়ে এতোকিছু লিখেন, তিনি-ই-বা ফেসবুক অন্যদের থেকে কীভাবে ব্যবহার করেন?” জবাব আসে, ‘তিনিও অন্যদের মতনই শর্টকাট মন্তব্য বেন, সেলফি তুলে ইচ্ছেমতো আপলোড করেন। ফেসবুক নীতি বিরোধী ইচ্ছেমতো নিজের বলু মার্কা একটা ছবি আরও ৫০ জনকে ট্যাগ করেন।’ এই হলো হালের ফেসবুক।
নিরব সাগর
খুব ভাল লেখেছেন,ভালো লেগেছে। অনেক গুলো গুরত্বপূর্ণ কথাও বলেছেন অনায়াসে। সত্যিকার অর্থে আমরা সবাই এক।
সঞ্জয় মালাকার
অসাধার, একদম সত্যিকথা লিখলেন।
ধন্যবাদ ও শুভ কামনা রইলো।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
রোকসানা খন্দকার রুকু।
হা হা হা ঠিক বলেছেন ভাইয়া।
শুভ কামনা।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়, শুভ কামনা রইলো
আরজু মুক্তা
আগে হাসি। হা হা হা!
সুন্দর করে বাস্তব কথা বলেছেন। কি করবেন? আজকালকার পোলাপান। আপনি আপনার অবস্থান ঠিক রাখেন। বাকীগুলো কই যায় যাক।
নিরব সাগর
একটু হাসলাম আপনার হাসি দেখে।ভাল লাগলো আপনার সাথে হাসতে পেরে।
চেষ্টা তো করি লাইনে থাকার
এখন বাকিটা নির্ভর করছে রাস্তা বাঁকার
অরুণিমা মন্ডল দাস
যা বলেছেন তবে উন্নত জিনিস যেরকম কাজে লাগাবেন লাগবে দোষটা আপনার যন্ত্রের না
নিরব সাগর
আমি কোথাও তার দোষ দেয়নি। বাস্তবতা বলার চেষ্টা করেছি মাত্র প্রিয়।
সাবিনা ইয়াসমিন
ফেসবুকের ভালোমন্দ একই মুদ্রার দুই পিঠ। যে যেভাবে দেখতে চাইবে সেটাই দেখবে 🙂
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
নিরব সাগর
সব কিছুর দুইটা দিক আছে প্রিয়। ভালোমন্দ তো থাকবেই।