
শুভ্রনীল!
ভেবেছিলাম তোমার জন্য কত্তো কিছু করবো।
তোমার জন্য একটা আকাশ বানাবো,
সেই আকাশের গায়ে মেঘ ভাসাবো,
মেঘে মেঘে সংঘর্ষে বৃষ্টি ঝরবে,
বৃষ্টির শীতল স্পর্শে শিহরণ জাগবে!
জানো শুভ্রনীল! আমি আরও ভেবেছিলাম
তোমার জন্য একটা সমুদ্র বানাবো,
সেই সমুদ্রের বুকে ঢেউ তুলবো,
ঢেউয়ে ঢেউয়ে সংঘর্ষে জলোচ্ছ্বাস হবে,
জলোচ্ছ্বাসের স্রোতে ভাসবে!
অথচ এই এক জীবনে এসবের কিছুই হলো না।
তোমার জন্য কিছু করা হলো/হবে না আমার,
এ কথা ভাবতেই চৈত্রের তপ্ত রোদে মাঠ ঘাট কাঠ-
ফাটার মতো ফেটে চৌচির হয়ে যায় আমার হৃদয় ভূমি!
সাইক্লোন জলোচ্ছ্বাস কিংবা কালবৈশাখীর-
ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী তাণ্ডবের মতো,
আমার উঠানে চলে ব্যর্থতার নিত্য তাণ্ডব।
ছবি-আমার
৩০টি মন্তব্য
রেজওয়ানা কবির
ভালো লাগল।
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ
ভালো থাকুন সবসময়
বন্যা লিপি
শাল পাতা দেখেছো কখনো?
দেখেছো কখনো কি করে/ কেমন করে গড়িয়ে যায় কচু পাতার ওপরে বজ্রমেঘের বৃষ্টিফোঁটা!
একটা জীবন গড়িয়ে পড়া জল ছাড়া আর কিই বা?
আকাশটা নিজেরই থাক। ইচ্ছে হলে নিজেই উড়িস মেঘ হয়ে….
সুরাইয়া পারভীন
সেই ভালো
আকাশটা বরং আমারই থাক
ইচ্ছে হলে আমিই না হয় উড়বো মেঘ হয়ে
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ আপু
লাভ ইউ সো মাচ ❤❤❤
বন্যা লিপি
লাভ ইউ মাচ্ মোর ❤❤❤
ফয়জুল মহী
অনিন্দ্য সুন্দর উপস্থাপন । ভালো লাগা অবিরাম ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
সুপায়ন বড়ুয়া
শুভ্রনীল তুমি ফিরে এসো বারে বারে।
আপু আমার ব্যর্থতার তান্ডবে ঘুরে।
ভাল লাগলো আপু। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রোকসানা খন্দকার রুকু।
“সাইক্লোন জলোচ্ছ্বাস কিংবা কালবৈশাখীর-
ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী তাণ্ডবের মতো,
আমার উঠানে চলে ব্যর্থতার নিত্য তাণ্ডব।”
ভালো লাগলো।
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ আপু
ভালো থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
ব্যর্থতাকে পিছনে ফেলে শুধুই ভালোবেসে সামনে এগিয়ে যান। খুব সুন্দর হয়েছে কবিতা। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অবিরাম
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ দিদিভাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
প্রদীপ চক্রবর্তী
কী দারুণ অনুভূতির বহিঃপ্রকাশ।
ভালো লাগলো, দিদি।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সাদিয়া শারমীন
খুব ভালো লেগেছে কবিতা।শুভ্রনীলের জন্য ব্যার্থতা ঝেড়ে ফেলে আবারো আপনার উঠোন ভালোবাসায় ভরে যাক।
সুরাইয়া পারভীন
চমৎকার বলেছেন আপু
কৃতজ্ঞতা অশেষ
আলমগীর সরকার লিটন
সুন্দর অনুভুতির ছোঁয়া দিয়ে লেখেছেন কবিতা আপু
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ছাইরাছ হেলাল
আপনি যাই করেন উঠোনের দিকে খেয়াল রাখবেন!!
সুরাইয়া পারভীন
হ্যাঁ ভাইয়া খেয়াল থাকবে অবশ্যই
মাঝে মাঝে নিজের প্রতি প্রচণ্ড অভিমান হয়
তখন আর কিছুই করতে ইচ্ছে করে না। তাই মাঝেমধ্যেই গায়েব হয়ে যাই
আমি আছি থাকবো
সোনেলা ভালোবেসে
সোনেলার বুকেই বিচরণ করবো
ইঞ্জা
অথচ এই এক জীবনে এসবের কিছুই হলো।
তোমার জন্য কিছু করা হলো/হবে না আমার,
এ কথা ভাবতেই চৈত্রের তপ্ত রোদে মাঠ ঘাট কাঠ-
ফাটার মতো ফেটে চৌচির হয়ে যায় আমার হৃদয় ভূমি!
চমৎকার প্রকাশ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ইঞ্জা
আপনিও ভালো থাকবেন আপু, শুভকামনা।
তৌহিদ
হা হুতাশ করলে দুঃখ আরো বাড়বে, তার চেয়ে আশাবাদী হওয়াই উত্তম। ভবিষ্যতে সুখের দুয়ার খুলতেও পারে।
ভালো থাকুন আপু।
সুরাইয়া পারভীন
তা বটে
ভালো বলেছেন ভাইয়া
কৃতজ্ঞতা অশেষ
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সাবিনা ইয়াসমিন
কবিতা অথবা চিঠি দুই-ই মানানসই এই লেখায়। প্রতিদিন লিখলে কি হয়? শুভ্রনীলের সাথে সাথে আমরাও নাহয় শুভ্র সুন্দর মেঘে ভাসতাম 🙂
শেষ প্যারাটায় আরেকবার চোখ রাখুন প্লিজ। কিছু একটা মিসিং লাগছে।
ভালো থাকুন, শুভ কামনা নিরন্তর 🌹🌹
সুরাইয়া পারভীন
না মিসিং ছিলো আপু
কৃতজ্ঞতা অশেষ
আসলে মাঝে মাঝে সবকিছু কেমন অসহ্য লাগে
কেনো জানি প্রচণ্ড রাগ অভিমান জেদ চেপে বসে মনের কোণে। তখন আর কিছুই করতে ইচ্ছে করে না। লিখবো আপু, অবশ্যই লিখবো
আন্তরিক ধন্যযোগ ভালোবাসা রইলো আপু💓💓
আরজু মুক্তা
শুভ্রনীল নীল আকাশ হও। আমি রোজ ভাসি
সুরাইয়া পারভীন
হোক তবে
কৃতজ্ঞতা অশেষ আপু