
আবার এসেছে ঈদ আমার প্রিয়তম বাংলায়
করোনা কালের দু:সহ স্মৃতির আনন্দ বেদনায়
করোনায় আক্রান্ত আর মৃত্যুর মিছিলের যখন গতি বেড়ে যায়।
আবার এসেছে ঈদ আমার সোনার বাংলায়
কারখানার কলের চাকা যখন থমকে দাঁড়ায়
শ্রমজীবি মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে যায়।
আবার এসেছে ঈদ আমার প্রাণপ্রিয় বাংলায়
শিল্পের চিমনির ধোঁয়া যখন বন্ধ হয়ে যায়
কাজ হীন বেকার শ্রমিকের মিছিল দীর্ঘ হয়ে যায়।
আবার এসেছে ঈদ আমার প্রাণের বাংলায়
বানভাষি মানুষের উদ্বিগ্ন মুখ বিবর্ণ হয়ে যায়
সহায় সম্বলহীন মানুষ যখন নি:স্ব হয়ে যায়।
আবার এসেছে ঈদ আমার ডিজিটাল বাংলায়
স্কুল কলেজ মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায়
পড়ুয়া ছেলেরা নেটের নেশায় আসক্ত হয়ে যায়।
আবার এসেছে ঈদ আমার সবুজ বাংলায়
ফসলের মাঠ যখন তলিয়ে যায় দীর্ঘস্থায়ী বাংলায়
মানুষ আর পালিত পশু আশ্রয় খোঁজে বাঁচার আশায়।
আবার এসেছে ঈদ আমার দু:খিনী বাংলায়
মানুষ রূপী পশুর সন্ধান পাই ইট পাথরের ঢাকায়
লোভাতুর হিংস্র বেশে করোনা সার্টিফিকেট বিক্রি করে যায়।
আসুন সবাই এবারের ঈদে
মানুষ রূপী পশুর পশুত্বকে বলী দিয়ে যাই
আগামী দিনের সুন্দর ভোরের আলোর বর্ণচ্ছটায়।
আবার আসবে ঈদ আমার প্রিয়তম বাংলায়
উৎসবের আনন্দে মিলনের পূত পবিত্রতায়
বিপদ গ্রস্ত মানুষের করোনা বিদায় হোক ত্যাগের মহিমায়।
সমস্বরে মিলব আবার, করবো মোরা ঈদ !
ঈদ মেবারক ! ঈদ মোবারক ! ঈদ মোবারক ঈদ !
২৫টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপায়ন দা
চমৎকার এক কবিতা পাঠ করলাম
অনেক অনেক ঈদ মোবারক
নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন—–
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান।
ভাল থাকতে হয় তাই টিকে আছি
ভাল থাকতে হবে তাই মন চাঙ্গা রাখি।
ঈদ মোবারক।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ লাগলো দাদা। ঈদ আর সমসাময়িক সমস্যা গুলো দারুন ভাবে তুলে ধরেছেন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরত
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ দিদি।
অলস সময় কেটে যায় দিন
রাখতে হয় তাই মনটা রঙিন।
আপনি ও ভালো থাকুন সুস্থ থাকুন
শুভকামনা অবিরত।
ইঞ্জা
আবার এসেছে ঈদ আমার প্রাণের বাংলায়
বানভাষি মানুষের উদ্বিগ্ন মুখ বিবর্ণ হয়ে যায়
সহায় সম্বলহীন মানুষ যখন নি:স্ব হয়ে যায়।
সত্যি এবারের দুই ঈদের আনন্দ যেন ফিকে হয়ে গেছে দাদা, করোনা, আম্ফান, বন্যা সব আনন্দকে ফিকে করে দিয়ে গেলো।
হৃদয় ছোঁয়া লেখাটি পড়ে মন খারাপ হলেও অসাধারণ লিখেছেন দাদা।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান।
বানভাষি মানুষ আর নদী ভাঙনের দৃশ্য
আর কাজ হারা মানুষের কষ্ট দেখলে
মনটা বিষন্ন হয়ে যায়।
তবুও আছি বেঁচে সুদিনের আশায়।
ধন্যবাদ। শুভ কামনা।
ইঞ্জা
সুদিন আসবে তা নিশ্চিত, কিন্তু বানভাসিদের মুখে কতটুকু হাসি ফুটবে তা সৃষ্টিকর্তায় বেশি জানেন।
সুপায়ন বড়ুয়া
বানভাসি আর নদী ভাঙনের ক্ষতি অপূরণিয়।
স্রষ্টা তাদের সহায় হোন।
শুভ কামনা ভাইজান।
ফয়জুল মহী
কোমল পরশে শ্রুতিমধুর চয়ন।
সুপায়ন বড়ুয়া
অসংখ্য ধন্যবাদ ভাইজান।
ভাল থাকবেন। সুস্থ থাকবেন। শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
কবিতাটা একটু আগে পড়েছি দাদা।
অসাধারণ কাব্যকথনে সুন্দর একটা কবিতা উপহার দিলেন।
পৃথিবী সুস্থ হয়ে উঠুক।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ।
আবার ফিরে প্রাণ
গেয়ে যাব জীবনের জয় গান।
ভাল থাকবেন। শুভ কামনা।
নিতাই বাবু
করোনা’র সাথে সমসাময়ীক সমস্যাগুলো দারুণভাবে ছন্দে ছন্দে আপনার সুলিখিত কবিতায় ফুটে উঠেছে, শ্রদ্ধেয় দাদ।
শুভকামনা থাকলো।
সুপায়ন বড়ুয়া
পর পর ২টা ঈদ কাটালাম মলে একটু স্বস্থি নেই
অজানা শংকায় কাটে দিন
কামনা করি আসবে সুদিন।
ভাল থাকবেন। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
সুন্দর করেই আমাদের বর্তমান কে উপস্থাপন করেছেন।
সব বিষাদ কাটিয়ে আবার আমাদের আনন্দের ঈদ আসবে এ অপেক্ষায় থাকি।
সুপায়ন বড়ুয়া
ঠিক ভাইজান।
আশায় থাকি। নতুন দিনের সপ্ন দেখি
আগামী ঈদের ছবি আঁকি।
শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
“আসুন সবাই এবারের ঈদে
মানুষ রূপী পশুর পশুত্বকে বলী দিয়ে যাই
আগামী দিনের সুন্দর ভোরের আলোর বর্ণচ্ছটায়।”
দাদা আপনার কবিতার প্রতিটি পঙক্ত চরম বাস্তবতার নিরিখে লেখা।
খুব ভালো লিখেছেন।
আমার জীবনে এরকম ঈদ কেউ দেখেছে বলেও শুনিনি।
শুভেচ্ছা রইল দাদা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু। বড়ই দুর্বিসহ জীবন কাটছে মানুষের
স্বজন বঞ্চিত মানুষ।
জীবিকার পথ বন্ধ।
আবার বানভাষি মানুষের হাহাকার
সত্যি বেদনাদায়ক
ভাল থাকবেন আপু। শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
পঙক্তি
তৌহিদ
এবারের ঈদ একেবারে ভীন্ন বাস্তবতায় পালন করলো সকলেই। করোনা, বন্যা সবমিলিয়ে অনেক মানুষই কোরবানি দিতে পারেননি। সামর্থবানদের নিজেদের ঈদ আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেয়া উচিত।
ঈদের শুভেচ্ছা রইলো দাদা।
সুপায়ন বড়ুয়া
ঠিক তাই ভাইজান।
ঢাকায় বসে মানুষের দুর্বিসহ জীবন আঁচ করা না গেলেও বুঝা যায় বানভাসি মানুষ গুলো অনেক কষ্টে আছে।
বড়লোকদের নিজেদের ঈদ আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেয়া উচিত।
ঈদের শুভেচ্ছা রইলো ভাইজান।
ঈদ মোবারক !
উর্বশী
বাস্তবতার উপখ্যান দাদা।খুব সুন্দর নান্দনিকভাবে ছান্দিকতায় লেখায় বন্দী করেছেন। শহুরে জীবনে সব কিছু উপভোগ করা যায়না। গ্রামের জনজীবন অনেক কষ্টময়,বিশেষ করে বানভাসি মানুষের হাহাকার অনেক ব্যাথাময়। সম্পূর্ণ বাস্তবতার ছোঁয়া । অনেক ধন্যবাদ ও শুভ কামন।
সুপায়ন বড়ুয়া
ঠিক বলছেন আপু
গ্রাম থেকে উঠে আসা শহুরে বাবুরা বানভাসি
গ্রামীন জনপদের কষ্টটা বুঝতে চায় না।
ধন্যবাদ। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
করোনা আমাদের চিরকালীন যাপিত জীবনে আমুল প্রভাব ফেলেছে। প্রবীণ-নবীন, মালিক-শ্রমিক সবাইকে সবার সামনে দ্বারস্থ করে দিয়েছে। রোগ-শোকে কাতর, বানভাসি মানুষের হাহাকার শুনেও যাদের মনের পশু এখনো জীবিত আছে, তারা মনুষ্য সমাজে থাকার উপযুক্ত নয়। এরাও ধ্বংস হবে প্রকৃতির অবধারিত নিয়মে। প্রতিটি ঈদ-উৎসব আবারো ফিরে পাবে নিজস্ব ছন্দ,গতি, এটাই প্রত্যাশা করি। অপেক্ষা করি অনাগত সোনালী দিনের।
শুভ কামনা দাদা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
সহমত আপু।
আজ মানুষ এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। মনের পশুকে বলী দিয়ে প্রতিটি ঈদ-উৎসব আবারো ফিরে পাক নিজস্ব ছন্দ এটাই কামনা করি। অপেক্ষা করি অনাগত সোনালী দিনের।
শুভ কামনা আপু