সোনা-রঙের এ-দু’চোখ
শূন্যতায় ভেসে যায় কুল-উপকুলে,
রং-তুলি হীন শূন্য ক্যানভাসে খুঁজে ফেরে
একটি নক্ষত্র-চিহ্ন হৃদয়ের বন্দরে বন্দরে;

লুটেরারা দখলে নিচ্ছে অগাধ-অজস্র ধন-সম্পদ দেহ-মন,
গড়ছে অজস্র হেরেম, তুমুল প্রাসাদ, বিত্তের বৈভব,
বেন্টলি হ্যারিয়ার বিএমডব্লিউ মার্সিডিজ
আরও আরও চাই এর দুনিয়ায়।

মজলুমের নিঃশ্বাসে কেঁপে উঠে দিকচক্রবাল
সারি সারি বৃত্ত নুইয়ে যাচ্ছে প্রবল ঝড়ে,
নোঙর ছেড়া সাম্পান আজ দিক-শূন্য
ঘোলা জল-স্রোতের ঘূর্ণিপাকে,
হায়েনাদের কদর্য আস্ফালনের ভয়াবহ জাগরণ;

ভাবনারা পুড়ে খাক, বিমূঢ় চাহনির বিষাদ মঞ্জিলে
স্বপ্নপুরণ, কখন কোথায় হারিয়েছে কে জানে!!

ছবি নেটের।

৭৯৪জন ৬৬২জন

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ