
(১)
অচেনা টেলিফোন অচেনা স্বর
কে যেন ডেকে যায় সকাল দুপুর।
অচেনা মিসডকল, মায়াবী রাত
চুপচাপ টুপটাপ একাকী চাঁদ।
সুরেলা আবহ, রঙিন মন
মেঘেতে ছেয়ে রয় একলা ভীষণ
কখনো হাতে নিয়ে একঝুড়ি ফুল
কে যেন থেমে যায়, ভেবে সব ভুল।
(২)
কখনো পাখি,কখনো আকাশ
ক্লান্ত বিকেলে কাটে অবকাশ
এক ঝাঁক পাতিহাঁস সাঁতরে বেড়ায়
যাতনা ছিলো যতো,হেসেই উড়ায়।
বুনো হাঁস, বনপাখি আর গেছো বিড়াল
নেচে গেয়ে ধরে রাখে সুর, লয়, তাল।
দুঃখ লুকিয়ে তারা হেসে খেলে বাঁচে
জীবন ফুরিয়ে যায় চেনা সেই ধাঁচে।
২৬/৭/১৯
২৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
দারুন লেগেছে আপু। তারিখের সালটা কি ঠিক আছে? শুভ কামনা রইলো। নিরাপদে থাকুন সুস্থ থাকুন
নীরা সাদীয়া
হুম আপু, গত বছর এই দিনে এটুকু লিখেছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
সুপর্ণা ফাল্গুনী
আচ্ছা। আমি ভেবেছিলাম হয়তো ভুল হতে পারে। ধন্যবাদ আপু
নীরা সাদীয়া
শুভ কামনা আপু।
ফয়জুল মহী
সুখময় এবং সুখ্যাতি হোক সাহিত্যে বিচরণ ।
নীরা সাদীয়া
সুখ পাঠ্য হলেই আমি সুখী।
শুভ কামনা রইল।
সিকদার সাদ রহমান
সুখ পাঠ্য ছিলো।দুই পর্বে ছন্দময় লিখেছেন। এগিয়ে চলুন শুভ কামনা রইলো।
নীরা সাদীয়া
আপনাদের কাছে ভালো লাগলেই আমি খুশি।
অনেক ধন্যবাদ । শুভ কামনা জানবেন ।
আলমগীর সরকার লিটন
বেশ রোমান্টিক মনে হলো অনেক শুভেচ্ছা রইল কবি আপু———
নীরা সাদীয়া
এটাই বোধহয় প্রথম রোমান্টিক কিছু লিখলাম । দোয়া রাখবেন।
সুপায়ন বড়ুয়া
বছর আগের শিরোনাম হীন
আবেদন কিন্তু কমেনি আজও
যাক না কেটে অনেক দিন।
ভাল লাগলো। শুভ কামনা।
নীরা সাদীয়া
তাই নাকি?
আপনাদের পাঠকের গুণে এমনটা হয়েছে। অনেক ধন্যবাদ ।
নিতাই বাবু
চমৎকার উপস্থাপন! শুভকামনা থাকলো।
নীরা সাদীয়া
অসংখ্য ধন্যবাদ।
অনেক শুভ কামনা রইলো।
তৌহিদ
শুনেছি প্রেমে পরলে মানুষ মেঘলা দিনে এমন কবিতা আওড়ায়? সে প্রেম প্রকৃতি প্রেমও হতে পারে কিন্তু!
ভালো লিখেছলেন কবিতা। শুভকামনা রইলো।
নীরা সাদীয়া
এটাতো এক বছর আগের। আমার ততটা মনে নেই কারও বা কোনকিছুর প্রেমে পড়েছিলাম কিনা। এসব খুব সহজেই ভুলে যাই।
শুভ কামনা রইলো।
মনির হোসেন মমি
কখনো পাখি,কখনো আকাশ
ক্লান্ত বিকেলে কাটে অবকাশ
এক ঝাঁক পাতিহাঁস সাঁতরে বেড়ায়
যাতনা ছিলো যতো,হেসেই উড়ায়।
অনবদ্য । শত
নীরা সাদীয়া
আমার লিখা কারও মনে এতটুকু দাগ কেটেছে জানতে পারলেও আমার ভালো লাগে।
অনেক ধন্যবাদ আপনাকে।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
রোমান্সে ভরা সুন্দর কাব্যগাথা — “সুরেলা আবহ, রঙিন মন
মেঘেতে ছেয়ে রয় একলা ভীষণ
কখনো হাতে নিয়ে একঝুড়ি ফুল
কে যেন থেমে যায়, ভেবে সব ভুল”।
ভালো থাকবেন। শুভ কামনা অফুরান।
নীরা সাদীয়া
কোথা থেকে যে এক টুকরো রোমান্স ভর করেছিল সেদিন কে জানে?
আমার লিখা কারও মনে এতটুকু দাগ কেটেছে জানতে পারলেও আমার ভালো লাগে।
অনেক ধন্যবাদ আপনাকে।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
নিজের লেখা অন্যের ভালো লাগলে খুব ভালো লাগারই কথা। হয়তবা সেদিন বেশ আবেগী ছিলেন তাই খুব সুন্দর লেখায় তা প্রকাশ পেয়েছে। শুভ কামনা অফুরান।
নীরা সাদীয়া
তাই হবে হয়ত। অনেক খুশি বয়ে আনুক এবারের ঈদ।
আরজু মুক্তা
প্রকৃতি থেকেই তো লেখার জন্ম।
ভালো লাগলো
নীরা সাদীয়া
আপনাদের ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু।
ভালো লাগলো।
নীরা সাদীয়া
আমার লিখা কারও মনে এতটুকু দাগ কেটেছে জানতে পারলেও আমার ভালো লাগে।
অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ভালো থাকবেন।