
আমি অপেক্ষায় রই…
একটি স্বপ্ন পূরণের,
একটি পূর্ণাঙ্গ কবিতার,
মন মাতানো পঙক্তির,
পাঠক মুগ্ধতার এবং
গঠনমূলক মন্তব্যের।
অপেক্ষায় রই…
সেই কবিতাটি পাঠের,
যে কবিতা লিখতে চাই,
অথচ শূণ্য ভান্ডার,
ঠিক ঠাক যুৎসই শব্দের,
পাঠশেষের বিমুগ্ধতার।
অপেক্ষায় রই….
একটি নিবন্ধের,
গঠনমূলক আলোচনার,
আক্রমণাত্নক নয় এমন সমালোচনার,
নিবন্ধ জুড়ে শিক্ষনীয় বার্তার,
পাঠ সার্থকতার।
অপেক্ষায় রই….
একটু অবসরের,
অবসরের সাথে লাইব্রেরীর,
লাইব্রেরীর মধ্যে প্রিয় বইয়ের,
তার সাথে একটি ইজি চেয়ারের,
এবং এককাপ ধূমায়িত চায়ের।
২৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সুন্দর সুন্দর চাওয়া-পাওয়ার পক্তিমালা।
আপনার কাংখিত ইছা পুরন হোক প্রতাশ্যা করি। কবিতা পড়িলাম মনেই গেধে রাখলাম
খাদিজাতুল কুবরা
কবিতাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন ভাইয়া।
শুভেচ্ছা রইল।
মোঃ মজিবর রহমান
আপনিও ভাল থাকুন
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
খুব দারুণ অপেক্ষা — “অপেক্ষায় রই….
একটু অবসরের,
অবসরের সাথে লাইব্রেরীর,
লাইব্রেরীর মধ্যে প্রিয় বইয়ের,
তার সাথে একটি ইজি চেয়ারের,
এবং এককাপ ধূমায়িত চায়ের”।
শুভেচ্ছা রইল।
খাদিজাতুল কুবরা
কম বেশি সবাই আমরা এই অপেক্ষা করি।
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন শুভকামনা রইল।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনিও সুস্থ এবং ভালো থাকবেন। শুভেচ্ছা অফুরান।
ফয়জুল মহী
নির্মল ও স্বচ্ছ কলমের ছোঁয়া পারে সমাজ বদলে দিতে ।
খাদিজাতুল কুবরা
খুব ভালো বলেছেন।
লেখা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ চমৎকার । আপনার কাঙ্খিত সেই কবিতার সন্ধান পান খুব শীঘ্রই সেই শুভ কামনা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন
খাদিজাতুল কুবরা
দিদি আমরা সবসময়ই কিছু লিখতে চাই যা সকলের ভালো লাগবে,
শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।
নিতাই বাবু
আশা করি অপেক্ষার অবসান হবে। তবে কিছু অপূর্ণ হয়তো থেকে যাবে। সবার সব ইচ্ছে, আর সব চাওয়া-পাওয়া পূর্ণ হয় না যে, দিদি। লিখতে থাকুন, গঠনমুলক মন্তব্য অবশ্যই পাবেন।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।
খাদিজাতুল কুবরা
হ্যাঁ দাদা আপনি একদম ঠিক বলেছেন।
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।
বন্যা লিপি
খুব মনে ধরেছে আপনার অপেক্ষার ধরন দেখে। লেখা ছেড়ে দেই পাঠকের উদ্দেশ্যে, ভালো লাগলো” মনোমুগ্ধকর লেখনী,” এরকম গতানুগতিক মন্তব্যে না গিয়ে, লেখার ভেতরের বক্তব্য কে কতটুকু কেমন উপলব্ধি করলেন, তা যদি বুঝিয়ে বলতেই মন্তব্য না করতে পারি তো, গৎবাঁধা মন্তব্য লেখকের জন্য একটু হতাসাব্যাঞ্জকই মনে হয়। এটা আমার একান্ত ব্যাক্তিগত মতামত। একটা বইয়ের লাইব্রেরির আমারও ভীষণ শখ।
শুভ কামনা আপনার জন্য।
খাদিজাতুল কুবরা
আপু আপনার সাথে আমি ও একমত। একটি সুন্দর পর্যালোচনায় একটি সুপ্ত মেধা বিকশিত হতে পারে বলে আমার বিশ্বাস।
আর লেখকের পাঠের ক্ষুধা এবং লাইব্রেরীর স্বপ্ন আজন্ম লালিত।
মনোজ্ঞ মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম আপু।
আন্তরিক শুভেচ্ছা রইল।
আরজু মুক্তা
আপনি কবিতা লিখেন। আমরাও প্রস্তুত হই সমালোচক হিসেবে। পরে আবার আমাদের ছেড়ে যাবেন নাতো?
পাঠক নানা মতের, তারা ভাবে তাদের মনের মতো লিখবো আমরা। কিন্তু আমরা তো আমাদের মনমতো লিখবো।
আপনি যাই লিখুন না কেনো, আপনার সন্তুষ্টি আসল। আর কবিতা অনেক কঠিন জিনিস। আপনি বোঝাবেন একটা, আমি পাঠক আর একটা বুঝবো। তাহলে, আপনার মন মানসিকতার মতো পাঠক হতে হবে। আর এটা আস্তে আস্তে তৈরি হবে। হাল না ছেড়ে নিজের সর্বোত্তম টা দেয়াই ভালো।
ভালো থাকবেন। শুভকামনা
খাদিজাতুল কুবরা
আপু আপনার মন্তব্য শতভাগ ঠিক।
লেখকেেের মধ্যে পাঠকের পরিতৃপ্তির একটা আকাঙ্ক্ষা থাকে আবার নিজের মনের আনন্দের জন্যই লেখক লিখেন।
আমার প্রিয় আপু আপনি আমার লেখার জীবনে এক অনন্য অনুপ্রেরণা।
আপনাকে পাশে পেয়ে আমি খুব আনন্দিত।
শুরু হতে এখন অব্দি আপনাকে সবসময় বড় আপুর মতো পেয়েছি।
আমার অফুরন্ত ভালোবাসা রইলো আপু।
ছাইরাছ হেলাল
একটি লাইব্রেরী আর এমটি মনের মত বইয়ের জন্য
আমরাও আপনার সাথে অপেক্ষায় থাকেত চাই।
খাদিজাতুল কুবরা
মনে হয় সব লেখকই এই অপেক্ষায় থাকেন।
আমার কবিতাটি পড়ে একাত্মতা প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন ভাইয়া।
আলমগীর সরকার লিটন
কবি আপু অসাধারণ লেখেছেন—————-
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ দাদা।
ভালো থাকবেন শুভকামনা নিরন্তর।
সাবিনা ইয়াসমিন
আমাদের অপেক্ষা গুলো কেমন করে মিলে গেলো!
একজন লেখকের মাঝে যেসব অপেক্ষা অনুভব সবই আপনি বলে দিয়েছেন। ভালো লাগে এমন অপেক্ষায় থাকতে 🙂
শুভ কামনা 🌹🌹
খাদিজাতুল কুবরা
হ্যাঁ আপু এটা আমাদের প্রিয় অপেক্ষা।
আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্যে।
শুভেচ্ছা অবিরাম।
তৌহিদ
কবিতা লেখা খুব কঠিন কিন্তু! সবসময় মাথায় শব্দগুলি ঘুরপাক খায়, লেখা হয়ে ওঠেনা কিছুতেই। আবার লিখতে বসলে দেখবেন টুক করে লেখা হয়ে গিয়েছে। লিখুন আপু, আমরাও পড়তে চাই।
শুভকামনা সবসময়।
খাদিজাতুল কুবরা
আসলে ভাইয়া আমি কবি হবো, আমার নাম হবে এই ভেবে লিখিনা।
একটা সময় খুব ফ্রাস্ট্রেশন ক্রাইসিসে ছিলাম। আগে থেকেই পড়তে ভালোবাসি। ভাবলাম আনন্দ -বেদনা যা-ই হোক লিখে ফেলি। দেখলাম আমার কষ্টগুলো হাওয়ায় উড়ে যাচ্ছে।
সেই থেকে দু’চার লাইন লিখি।
যদি ভুল ত্রুটি চোখে পড়ে অবশ্যই বলবেন।
আর সবসময় বোনকে পরামর্শ দেবেন কিভাবে মানসম্মত লেখা যায়।
আপনার লেখা খুব ভালো লাগে।
অনেক শুভকামনা রইলো।
তৌহিদ
ওসব পরামর্শ আমাকে দিয়ে হবেনা বুঝলেন! নিজেই কি সব ছাইপাঁশ লিখি! তবে আপনার লেখা পড়তে পাশে আছি আপু।
খাদিজাতুল কুবরা
আপনার জন্য অনেক শুভকামনা ভালো থাকুন।