
মানুষ পড়েছে বিপদে আজ করোনায় বাংলাদেশ
মানুষের পাশে থাকে না কেউ আজব করোনার বেশ ?
অসহায় মানুষ করোনার ভয়ে ফেলে যায় দীর্ঘশ্বাস
আপন জনকে রাস্তায় রেখে বানায় বেওয়ারিশ লাশ।
বেওয়ারিশ কুকুর অনাহারে থাকে ক্ষুধার জ্বালায় ঘুরে
কেউ যদি দেয় শস্য দানা কাতর চোখে হাসে।
দয়ার পরশে কেউ যদি দেয় একটু খাবার
তারা ও আজ ভাগ করে খায় সঙ্গী রেখে পাশে।
যারা দিয়েছিল নকল পিপিই ফাঁকা কাটনের মাস্ক
তারাই ফেলেছে বিপদে সবার ডেকেছে সর্বনাশ।
যারা পেতে যায় সেবার নামে নিত্য নতুন ফাঁদ
টেষ্টের নামে সার্টিফিকেট দেয় দিনকে বানায় রাত।
মুখোশের আড়ালে হানা দিয়ে যায় ঐ শকুনের জাত
মুখোশ তাদের খুলতেই হবে ভাঙব কালো হাত।
আবার মেলেছে শকুনের ডানা
হানা দেয় বার বার।
জাগো মানুষ জাগাও বিবেক
জাগুক বাংলা আবার।
সোনালী দিনের স্বপ্ন দেখি
সোনার মানুষ পাবার।
মানুষ গড়বে মানুষের আবাস
দানব পালাবে এবার।
ছবি নেট থেকে।
২৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
দানব পালিয়ে যাক আমরা তা চাই, কিন্তু সে তো আমাদের কাঁধে চেপে বসে আছে !!
জানি না কবে আমরা এদের থেকে রক্ষা পাব।
সুপায়ন বড়ুয়া
দানবের কবর রচনা হবে
এই বাংলায়।
ততদিন বসে আছি
সেই আশায়।
ধন্যবাদ ভাইজান। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
আমরা করোনা আর এইসব শকুন থেকে মুক্তি চাই। বরাবরের মতই খুব ভালো লাগলো দাদা। আপনার মূল্যবান লেখা আরো চাই। শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
করোনার হোক অবসান
শকুনের কবর হবে দেখব পরিনাম।
ভাল থাকবেন দিদি। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
এই পোড়ার দেশে দানবের দল
আরো আরো বেশি বসাবে ভয়াল থাবা
বিবেক বিকিয়েছে স্বার্থের কাছে
কী করে আসবে বলুন সোনালী দিন?
চমৎকার লিখেছেন
সুপায়ন বড়ুয়া
তবু আমি স্বপ্ন বুনি
শুভ দিনের ক্ষনটা গুনি
দেশটা আমার রক্তে কেনা
ঐ শালাদের কবর দিয়ে
শোধ করবো পাওনা দেনা।
ভাল থাকবেন আপু। শুভ কামনা।
নিতাই বাবু
এই মানুষরূপী দানব দানবী তো এবার খেয়েছে ধরা,
ওঁরা পালাতে পারেনি, ওঁদের জাতে পড়েছে হাতকড়া।
তো বলতে চাই, ওঁদের ক্রসফায়ারে দেওয়া হোক।
ওঁদের বাঁচিয়ে রাখলে ওঁদের থেকে আরও অমানুষের বীজ এই বাংলায় বপন হতে পারে।
সুপায়ন বড়ুয়া
ওদের ডাল পালা অনেক গজিয়েছে
সব ছাটাই করতে হবে
নাহলে শান্তি নাই।
ওদের কোমরে পড়েছে দড়ি
তাই তো ভরষা পাই।
ভাল থাকবেন দাদা। শুভ কামনা।
ফয়জুল মহী
দারুণ লেখা । ভালো থাকুন।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান।
ভাল থাকবেন। শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
দানব পাহারা দেয় ঘুপ্টি মারা কালো হাত
যারা আছে লুকিয়ে সরকারের সাথেয় বাস
হইবে কিভাবে দানব মুক্তত
রক্ষাকর্তা৷ সরকারের ভিতরেই অবস্থান।
জনতার ব্রেন ওয়াশ আর হবেনা ভাই
জনতাও বোঝে এই দুইজন নয় আর হাজার ভাই।
তাই পাইনা শাস্তি কোন অপরাধি তাই।
নির্দিধায় করছে অপরাধ হাজারো পাপি তাই।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান।
অপরাধী যতই বড় হোক শাস্তির আওতায় আসবেই।
হাতে নাতে প্রমান না থাকলে যেমন অভিযান চালানো যায় না। তেমনি প্রমানিত হওয়ার আগ পর্যন্ত অপরাধী বলা যায় না।
কারো আশকারায় ওরা অপরাধ করে তার ছেয়ে ও বড় কারো নির্দেশে অভিযান চলে।
ধন্যবাদ। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
গৃহস্থের বাড়িতে যখন আগুন লাগে, তখন অনেক লোক ছুটে যায় আগুন নেভাতে। আগুন নেভানোর পর দেখা যায়, যেসব জিনিস পুড়েছে তার চেয়েও বেশি চুরি হয়ে গেছে। কারণ চোরের কোনো ভয়-ভক্তি থাকে না। তারা থাকে সুযোগের অপেক্ষায়। করোনা পরিস্থিতি সার্বিক সাধারণ মানুষের জন্যে মহামারী-বিপর্যয় হয়ে এলেও কিছু মানুষর (পড়ুন চোর) জন্য বিরাট-বিপুল সুযোগ নিয়ে এসেছে। ত্রান চোর, ওষুধ চোর, নকল মাস্ক, ভুয়া সার্টিফিকেট দাতা, ভর্তুকি খাওয়া ডাক্তার, কেউ সুযোগের সদ্ব্যাবহার করতে ছাড়ছে না। আমরা আক্ষেপ করে মরছি, কিন্তু আইন/প্রশাসন তাদের দুই-চারজনকে ছাড়া কাউকেই খুঁজে পায় না।
তবুও আশা করতে যেহেতু দোষ নেই, নিষেধও নেই, তাই আশাবাদী হচ্ছি হয়তো একদিন আমাদের দেশ/দেশের মানুষ সমস্ত অরাজকতা থেকে মুক্ত হবে।
ভালো থাকুন দাদা,
শুভ কামনা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
সহমত আপু।
মুখোশ ধারী চোর ধরতে বড়ই সমস্যা। প্রমান করতে আর ও বেশী। যেমন আত্নস্বীকৃত খুনীদের বিচার করতে লেগেছে ২১ বছর। মুনীর খুকুর বিচার করতে কতদিন লেগেছিল ?
অকাট্য প্রমান ছাড়া কাউকে ধরা যায় না সব সাধু।
তবে আশা করি কাউকে ছাড় দেয়া হবে না।
ভাল থাকবেন। শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
মানুষ আর মানুষ নেই ————
সুপায়ন বড়ুয়া
ঠিক বলেছেন। মানুষের ভীরে অমানুষদের বের করে
মানুষের আবাস গড়তে হবে।
ভাল থাকবেন। শুভ কামনা।
পর্তুলিকা
আসল দানবের চাইতে মানবরুপী দানবের বিরুদ্ধে লড়াই করা কঠিন।
সুপায়ন বড়ুয়া
সহমত আপু।
দানবের বিরুদ্ধে লড়াই করে জিততে হবে।
শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
“সোনালী দিনের স্বপ্ন দেখি
সোনার মানুষ পাবার।
মানুষ গড়বে মানুষের আবাস
দানব পালাবে এবার”
দারুন লিখছেন শ্রদ্ধেয় দাদা ভাই, সত্যি আমরা আর কোন মনুষরুপী দানব দেখতে চাই না।
আঁধার শেষে আলো আসবে ইনশাল্লাহ্ আমরা সোনালী দিনের স্বপ্ন পূরন হবেই, আমাদের জয় নিশ্চিত।
ভালো থাকুন,
শুভ কামনা রইল।
সুপায়ন বড়ুয়া
সহমত আপু
মানুষ রূপী দানব উৎখাত না করলে
আমাদের সমুহ বিপদ।
আমরা করোনা যুদ্ধে ও জিতব।
ওদের যুদ্ধাপরাধীর কাঠগড়ায় তুলবো।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
দারুন বলছেন দাদা ভাইয়া।
শুভ কামনা রইল।
তৌহিদ
এ এক আজব দেশে বাস করছি আমরা যেখানে মানুষ করোনা নিয়েও ধান্দাবাজী করছে! লজ্জায় মাথা নত হয়ে আসে। মনে হচ্ছে এদেশকে কিছুই দিতে পারিনি এই বাটপারদের জন্য।
ধীক্কার জানাই।
সুপায়ন বড়ুয়া
ধীক্কার জানানোর ভাষা জানা নাই
এই জন্য এদের করোনা যুদ্ধের যুদ্ধাপরাধী হিসেবে
ট্রাইবুনালে বিচার করলে সকল বাটপার ধান্ধাবাজ প্রতারক সোজা হয়ে যাবে।
ভাল থাকবেন ভাইজান। শুভ কামনা।
আরজু মুক্তা
এদের রাস্তায় দাঁড় করিয়ে থুতু ছিটানোর ব্যবস্থা করলে ভালো হতো।
সুপায়ন বড়ুয়া
ঠিক বলেছেন আপু
আপনার প্রস্তাব গ্রহন করা হলো।
ভাল থাকবেন। শুভ কামনা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সেই প্রত্যাশায় রইলো দাদা — আবার মেলেছে শকুনের ডানা
হানা দেয় বার বার।
জাগো মানুষ জাগাও বিবেক
জাগুক বাংলা আবার।
— ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান।
ভাল থাকবেন। শুভ কামনা।
দালান জাহান
এমন কতযে আছে ধরা ছোঁয়ার বাইরে
সুপায়ন বড়ুয়া
ঠিক বলেছেন ভাইজান।
দলীয় পরিচয়ে লুখালেও কাউকে তো ছাড় দেয়া হচ্ছে না। সাবধান হলে ভাল।
না হলে পার পাবে না।
শুভ কামনা।