
তুমি ও গেলে চলে বড় অসময়ে অভিমানের ছলে।
তুমি কিংবদন্তী প্লে ব্যাক সম্রাট নানা অভিধায় ভূষিত হলে।
তুমি ছিলে সারা জীবন জুড়ে মানুষের হৃদয় মন্দিরে
সুরের ভুবনে অবিনশ্বর খ্যাতিমান শিল্পীর ভীরে।
তুমি জ্বল জ্বলে তারায় দেদীপ্যমান মুকুটহীন সম্রাট
সুরের মায়ায় হারিয়ে যাই, কেটে যায় নিদ্রাহীন রাত।
তোমার সুরে ছিল মায়াবী আবেশ প্রেমের বন্দনা
তুমি নেই তাই আজও বেজে যায় জীবনের আরাধনা।
তুমি বলেছিলে কন্ঠে ধারন করে
“ডাক দিয়াছেন দয়াল আমারে,
রইবো না আর বেশী দিন তোদের মাঝারে”
আমার গান গুলো রেখো সাবলীল অবিকৃত করে।
তুমি নেই তাই আর গাইবে না কেউ তোমার মতন করে
“হায়রে মানুষ রঙিন ফানুশ দম ফুরাইলে ঠুশ!
তবুতো ভাই কারোরেই নাই একটুখানি হুঁশ! “
জীবনের মাঝে গাও জয় গান তবে হও তুমি মানুষ ।
তুমি নেই আজ বেঁচে থাক রাজ তোমার গানের মাঝে
তুমি শিল্পী, মুকুটহীন সম্রাট , শুধু তোমায় সাজে।
থাক পরপারে স্বর্গ বাসী হও সুরের ভুবন জুড়ে
তোমার সুরের মাঝে বেঁচে থাক তুমি ফিরে এসো বারে বারে।
২৬টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার সঙ্গে কন্ঠ মিলিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাই — তুমি নেই আজ বেঁচে থাক রাজ তোমার গানের মাঝে
তুমি শিল্পী, মুকুটহীন সম্রাট , শুধু তোমায় সাজে।
থাক পরপারে স্বর্গ বাসী হও সুরের ভুবন জুড়ে
তোমার সুরের মাঝে বেঁচে থাক তুমি ফিরে এসো বারে বারে।
শুভ কামনা রইলো দাদা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ।
গুনী শিল্পীগুলি আগেই যাচ্ছে চলে
সংগীতাঙনে শুন্যতা সৃষ্ঠি করে।
শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
বিনম্র শ্রদ্ধা।
অপারে ভালো থেকো মুকুটহীন সম্রাট। গানের শিল্পী।
প্রস্তানে থাকো তুমি হৃদয়ে।
.
ভালো লিখলেন দাদা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
এই শুন্যতা পূরণ হবার নয়।
ভাল থাকবেন। শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
অনেক বিনম্র শ্রদ্ধা জানাই
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা আপনাকে ধন্যবাদ তাকে নিয়ে লেখার জন্য। তার মতো শিল্পী বাংলাদেশ আর পাবে না। পুরো চলচ্চিত্র শিল্পের একাই ছিলেন পুরুষ কন্ঠ গত পঞ্চাশ দশক ধরে , যার গান থাকতো না এমন সিনেমা খুঁজে পাওয়া যায় যাবেনা। কতটা অপরিহার্য ছিলেন আমাদের সঙ্গীত অঙ্গনে। অথচ এতো কম বয়সে চলে গেলেন। আর কোনো নতুন গান পাবো না তার কন্ঠে, আর কোন নায়কের ঠোঁটে তাঁর গান শুনতে পাবো না ভাবতেই কষ্ট লাগে। তার গান ছিল আমার কাছে সবসময়ের জন্য প্রিয়। ওপারে ভালো থাকুন, শান্তিতে থাকুন প্রিয় শিল্পী। আপনার জন্য ও শুভকামনা রইলো
সুপর্ণা ফাল্গুনী
দাদা ভুল করে পঞ্চাশ দশক বলেছি , চল্লিশ দশক হবে।
সুপায়ন বড়ুয়া
সহমত দিদি তাঁর গানের সুরে মুগ্ধ হয়ে
শিল্পীর পরিচিতি পেলাম।
ওপারে ভালো থাকুন, শান্তিতে থাকুন প্রিয় শিল্পী।
আপনার জন্য ও শুভকামনা রইলো
নিতাই বাবু
খুবই দুঃখজনক। স্বনামধন্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে শোকাহত। তিনি ছিলেন ভারত-সহ বাংলাদেশের গানের জগতে এই অমূল্যধন মানিক রতন। আমি মনে করি তাঁর মৃত্যুতে বাংলাদেশের গানের জগতের এক অমূল্য রন্ত হারালো। আমি তাঁর বিদেহি আত্মার শান্তি কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ দাদা।
তাঁর মৃত্যুতে বাংলাদেশের গানের জগতের এক অমূল্য সম্পদ হারালাম। আমি তাঁর বিদেহি আত্মার সদগতি ও শান্তি কামনা করি।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
তাঁর মৃত্যুতে বাংলাদেশের গানের জগতের এক অমূল্য সম্পদ হারালাম। আমি তাঁর বিদেহি আত্মার সদগতি ও শান্তি কামনা করি।
ভাল থাকবেন। শুভ কামনা।
ফয়জুল মহী
বিনম্র শ্রদ্ধা জানাই
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আমাদের আর একটি এন্ড্রু কিশোর নেই, যদিও তিনি আমাদের হৃদয়ে চির আসীন থাকবেন।
কিছু হৃদয় ছোয়া গান আমাদের প্রাণের মাঝে থেকেই যাবে।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান।
তিনি আমাদের হৃদয়ে চির আসীন থাকবেন।
কিছু হৃদয় ছোয়া গান জীবন্ত হয়ে থাকবে।
ভাল থাকবেন। শুভ কামনা।
মাহবুবুল আলম
দারুণ হয়েছে কবিতা।
এন্ডু কিশোরের চলে যাওয়া বাংা সগীত জগকের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
তার আত্মা চির শান্তিতে থাকুক।
সুপায়ন বড়ুয়া
ভাইজান আপনার প্রশংষায় ধন্য
মনটা খারাপ এন্ড্রু কিশোরের জন্য।
সত্যি সংগীত জগতের অপূরণীয় ক্ষতি।
ভাল থাকবেন। শুভ কামনা।
তৌহিদ
এন্ড্রু কিশোর একজন গুনি মানুষ ছিলেন। অমায়িক ভদ্রলোক তিনি। এমন গুনী মানুষের মৃত্যুতে দেশের সংগীত জগতে এক শুন্যতা নেমে আসবে।
তাঁকে নিয়ে চমৎকার এই লেখাটির জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
সুপায়ন বড়ুয়া
একজন শিল্পীর পরিচয় তাঁর শিল্পের মাঝে।
যৌবনে তাঁর গানে ছিলাম মুগ্ধ
আজ ও আছি তাঁর ভক্ত।
অকাল প্রয়ান বেদনার।
আপনার প্রশংষায় ধন্য।
ভাল থাকবেন। শুভ কামনা।
জিসান শা ইকরাম
অত্যন্ত প্রিয় গায়ক ছিলেন তিনি আমার। তার কন্ঠে গাওয়া গান যেন এখনো কানে বাজে।
তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।
প্রিয় শিল্পীকে নিয়ে এমন পোস্ট দেয়ায় ধন্যবাদ আপনাকে দাদা।
সুপায়ন বড়ুয়া
ঠিক বলেছেন ভাইজান।
ভালবাসার মানুষ নিয়ে কিছু লিখা হয়ে যায়
প্রিয় শিল্পীর জন্য আমার এই শ্রদ্ধাঞ্জলী ও তাই
ভাল থাকবেন। শুভ কামনা।
আরজু মুক্তা
ভালো থাকুন ওপারে।
তবে তার মতো ভরাট কন্ঠের আবদার থেকে গেলো।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু সাথে থাকার জন্য।
আমরা ওনাকে মিস করবো।
ভাল থাকবেন। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
সবাইকেই একদিন চলে যেতে হয়। এটাই প্রকৃতির নিয়ম। তবে তাদের জন্ম-মৃত্যু সার্থক যারা মানুষের হৃদয়ে অমরত্ব লাভ করেন। এন্ড্রু কিশোর, তার সুললিত কণ্ঠে গাওয়া গান গুলো অমর হয়ে থাকবে সঙ্গীত প্রিয় মানুষের মনে।
বিনম্র শ্রদ্ধা তার বিদেহী আত্মার প্রতি। ভালো থাকুন তিনি ওপাড়ে।
আপনার জন্য শুভ কামনা রইলো দাদা,
ভালো থাকুন সব সময় 🌹🌹
সুপায়ন বড়ুয়া
আমার আপু এলেন
তবে অনেক পরে।
শিল্পীর জন্য শ্রদ্ধা রেখে
শুভ কামনা করে। ( আমার জন্য)
সহমত। তার সুললিত কণ্ঠে গাওয়া গান গুলো অমর হয়ে থাকবে সঙ্গীত প্রিয় মানুষের মনে।
আপনার জন্য ও শুভ কামনা রইলো আপু
ভালো থাকুন সব সময়।