
একটু ছোঁয়া পেয়েই লজ্জাবতীর পাতাগুলো লজ্জায় গুটিয়ে বসলো,
যতই আবদার করছি,
আদর-সোহাগ করছি সেতো আর হাসে না পেখম মেলে –
গোলাপের সুবাসিত পাপড়ি গুলো পাশ থেকে কানে কানে বলছে ,
‘এই লজ্জা চোখ খুলে দেখ- বাইরে কি সুন্দর আলো ঝলমল করছে,
তোকে ভালোবেসে কাছে ডাকছে।’
নাহ! লজ্জাবতী পণ করেছে আজ আর সে দ্বার খুলবে না।
আমিও জিদ ধরে বসে আছি -নাছোড়বান্দা।
হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হলো-
ভাবলাম এবার নিশ্চয়ই সে বৃষ্টিতে ভিজবে,
আর আমি তাকে খপ করে ধরে ফেলবো;
দুজনে হাত ধরাধরি করে ভিজবো, গান গাইবো, নাচবো, খেলবো মনের সুখে।
এখনো লজ্জাবতী চোখ খুলছেনা-
আমার ও জিদ-গ্রাফটা তালগাছের মাথায় তরতর করে উপরে উঠছে।
এদিকে বৃষ্টিতে ভিজে জবুথুবু অবস্থা।
লজ্জাবতীর মাথার মিষ্টি-গোলাপি ঝুটি গুলো-
আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর দুলছে।
মনে হচ্ছে আমাকে বলছে, ‘কেমন জব্দ হলে? আর ছোঁবে লজ্জাকে?’
আমার খুউব অভিমান হলো, রাগ হলো;
কান্না ঝরছিলো দু’চোখের আকাশ ভেঙে।
কান্নার লোনাজল বিশুদ্ধ, মিষ্টি জলে বারবার ধুয়ে যাচ্ছিলো।
কোনটা কান্না আর কোনটা বৃষ্টির জলধারা অস্পষ্টই রয়ে গেলো আজো।
২৪টি মন্তব্য
ফয়জুল মহী
সহজ সরল ও নন্দিত ভাবে উপস্থাপন
সুপর্ণা ফাল্গুনী
প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
ছাইরাছ হেলাল
‘কোনটা কান্না আর কোনটা বৃষ্টির জলধারা অস্পষ্টই রয়ে গেলো আজো’
আমি-তুমির বাইরে এসে লেখাটির প্রতি ভালোলাগা স্পষ্ট হয়েই গেল।
রাগের গ্রাফ যতই তরতরিয়ে উঠুক, লজ্জাবতীর ডাকে নাইস নেমে আসতে বাধ্য সে।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনার ভালোলাগা স্পষ্ট হয়ে গেল বলে। শুভ সকাল
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার প্রকাশ — কান্নার লোনাজল বিশুদ্ধ, মিষ্টি জলে বারবার ধুয়ে যাচ্ছিলো।
কোনটা কান্না আর কোনটা বৃষ্টির জলধারা অস্পষ্টই রয়ে গেলো আজো।
শুভ কামনা ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
তৌহিদ
লজ্জাবতীকে হার মানানো চাট্টিখানি কথা নয়। বড্ড ত্যাড়া স্বভাবের সে! আদর সোহাগ কোন কিছুতেই মন পাওয়া যায়না তার।
শুভকামনা রইলো দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক বলেছেন ভাইয়া। যেন তেন ত্যাড়া না সে-ইরাম ত্যাড়া। আপনার জন্য ও শুভকামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
লজ্জাবতীকে নিয়েই এত সুন্দর একটা কবিতা উপহার দিলেন দিদি।
মুগ্ধতা একরাশ।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
অতি আদর পেলে মাথায় উঠে
দিদি আমার মাথা কুটে।
সুন্দর হলো কবিতাটা। শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন
দালান জাহান
বুঝতে বুঝতে জীবন শেষ হয়ে যায়। খুব সুন্দর লিখেছেন কবি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ঠিক ধরেছেন। ভালো লাগলো আপনার মন্তব্য। শুভ কামনা রইলো
ইসিয়াক
সুন্দর কবিতা।
সুপর্ণা ফাল্গুনী
অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে খুব ভাল লাগলো। ভালো আছেন তো? ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
ইসিয়াক
আমি ভালো আছি দিদিভাই। মোবাইলে ব্লগের সব পোস্টই পড়ি। লগ ইন করা হয়না সময়ের অভাবে।
শুভকামনা।
ইঞ্জা
আমার খুউব অভিমান হলো, রাগ হলো;
কান্না ঝরছিলো দু’চোখের আকাশ ভেঙে।
কান্নার লোনাজল বিশুদ্ধ, মিষ্টি জলে বারবার ধুয়ে যাচ্ছিলো।
কোনটা কান্না আর কোনটা বৃষ্টির জলধারা অস্পষ্টই রয়ে গেলো আজো।
মন ছোঁয়া কাব্যে বিমুগ্ধতা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ কামনা অবিরাম
ইঞ্জা
শুভেচ্ছা আপু।
হালিম নজরুল
চমৎকার উপমা ও চিত্রকল্প। ভাললাগা জানালাম।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা
মোহাম্মদ আলী
এই লজ্জা চোখ খুলে দেখ- বাইরে কি সুন্দর আলো ঝলমল করছে,
ভাল ছিলো
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সুস্থ থাকুন