
আজব এক খেলা এলো কবিদের ঘরে
ফেসবুকে আজ তাই লেখা থরে থরে।
আমি কাঁচা খেলোয়াড় খেলি না তো ভালো
বিজলীর নীচে যেন হারিকেনের আলো।
ফুটবল পায়ে পায়ে খেলে দলবল
আমি শুধু খুঁজে ফিরি কেটে পড়া ছল।
উতসবে মাতে সবে “গোল-গোল-গোল”
আমি শুধু সুর মিলে বলি “হরিবোল”।
ব্যাটহাতে টিকে থাকি, কাটে না তো ঘোর,
রানের খাতায় ওঠে এক দুই জোর।
বলখানা হাতে নিলে
ছক্কা ও চার মিলে
ব্যাটসম্যান পেয়ে যায় শতরান ‘মোর’
এমন পিটুনি খাই আমি যেন চোর !
সব্বাই জিতে যায়,আমি কুপোকাত,
তবু চোখে স্বপ্নরা আসে দিনরাত।
এই চলি এই থামি
অংকে-হিসাবে নামি
স্বপ্নরা বাসা বাঁধে মনে দিনরাত
“একদিন জিতবই” পড়ি ধারাপাত।
——————-0 0——————-
***(ছবি: সোনেলা থেকে ধার করা)***
২৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
উতসবে মাতে সবে “গোল-গোল-গোল”
আমি শুধু সুর মিলে বলি “হরিবোল”, এমন পিটুনি খাই আমি যেন চোর। – আপনি শুধু বলেন হরিবোল হাহাহা । আপনি হলেন সব কাজের কাজি। খুব ভালো লাগলো। শুভ কামনা রইলো
হালিম নজরুল
সব কাজের কাজী বলেই আমার কোন কাজই সফল হয় না দিদি।
ছাইরাছ হেলাল
বিজলীর নীচে যেন প্রদীপ-চ্ছটা।
গোলে গোলে হরিব্বল।
স্বপ্নেরা স্বপ্নে নয় এই ধরাধামেই জিতে গেছে দেখছি।
আহা আহা।
হালিম নজরুল
আপনার মন্তব্য আমাকে প্রেরণা দেয়। ধন্যবাদ ভাই।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বাহ , খুব চমৎকার লেখা — স্বপ্নরা বাসা বাঁধে মনে দিনরাত
“একদিন জিতবই” পড়ি ধারাপাত।
ভালো থাকবেন । শুভ কামনা রইলো।
হালিম নজরুল
স্বপ্ন দেখি। দোয়া চাই শ্রদ্ধেয় ভাই।
সাবিনা ইয়াসমিন
লক্ষ্য থাকুক অটুট
শিরে আসুক জয়ের মুকুট..
আপনার স্বপ্ন পুরণ হোক, শুভ কামনায় আমরা 🌹🌹
হালিম নজরুল
আমীন।
ফয়জুল মহী
অত্যন্ত মনোমুগ্ধকর লেখা ।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
প্রদীপ চক্রবর্তী
বাহ্! বাহ্!
দারুণ লাগলো কবি দাদা।
হালিম নজরুল
শুভকামনা দাদা।
বন্যা লিপি
গোল গোল গোল বল ঘুরিয়ে যে ধারাপাত আপনি পড়ে আমাদের পড়িয়ে দিলেন! তাতে চিন্তিত হচ্ছি…..ছন্দের জাদুতে চার ছক্কা হাঁকালো আসলে কে সে?
আরো জেতার শুভ কামনা রইলো নিরন্তর।
হালিম নজরুল
দোয়া চাই আপা।
সুপায়ন বড়ুয়া
“স্বপ্নরা বাসা বাঁধে মনে দিনরাত
“একদিন জিতবই” পড়ি ধারাপাত।”
কবিভাই জিতবেন করি আশীর্বাদ।
শুভ কামনা।
হালিম নজরুল
শ্রদ্ধা দাদা।
তৌহিদ
ব্যাটবল হাতে নিয়ে ফেসবুকে খেলতে নেমে সবাই কবি। সবাই খেলে কিন্তু গোলের কিংবা রানের লক্ষ্য পূরণ হয়না সকলের।
দারুণ দারুণ! শুভকামনা রইলো ভাই।
হালিম নজরুল
হা হা হা ঠিক ভাই। ভালবাসা রইল।
আরজু মুক্তা
দারুণ ছড়াকার।
ব্যাট বল নিয়ে তাও যাই ফেসবুকে।
হালিম নজরুল
সাথে থাকার জন্য ধন্যবাদ আপু।
উর্বশী
স্বপ্নরা বাসা বাঁধে মনে দিনরাত,
‘একদিন জিতবোই ” পড়ি ধারাপাত।
আপনি যে জিতে গিয়েছেন,স্বপ্নরা কড়া নেড়ে জানিয়ে গেল তো,শুনতে পাননি বুঝি ? শুধুই সময় ও অপেক্ষার পালা।একদিন আপনার স্বপ্ন পূরণ হবেই।আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা। দীর্ঘ জীবি হন।
হালিম নজরুল
অন্তবিহীন শুভকামনা
খাদিজাতুল কুবরা
এই কবিতাটি কিন্তু ছক্কা!
খুব সুন্দর কবিতা লিখেছেন।
শব্দে ছন্দে অতুলনীয়।
শুভেচ্ছা রইল।
হালিম নজরুল
ধন্যবাদ আপু। শুভেচ্ছা ও শুভকামনা রইল।