
তোমার কি মনে হয়না, সবকিছু সীমার মধ্যে রাখাই ভালো?
তোমার আর আকাশের দূরত্বটা বোধ হয় ঠিকই আছে।
আকাশ যদি তোমার নাকের ডগায় ভর করত!
তবে মাথা উঠাতে কিভাবে?
চাঁদটার ক্ষেত্রেও তাই
একদম ঠিক জায়গায়।
হাতের মুঠোয় পেলে
বলের মতো ছোড়াছুড়ি শুরু করতে!
কিছু জিনিস কাছে পেলেই গুরুত্ব হারায়,
তবে দূরে গেলে বাড়ে।
কই!এতো সুন্দর ফুল হাতে নিয়ে গন্ধ শুঁকে
একসময় তো ছুঁড়েই ফেলে দাও!
দিনের পর দিন,
রাতের পর রাত,
আগলে রাখো কেবল দু একটা শুকনো গোলাপ!
তবু তাও রাখো ডায়রির ভাঁজে,
কখনো ছুঁয়ে দেখো
কখনো ভুলে যাও।
দূর দিগন্ত দূর থেকেই সুন্দর।
একদম সরলরেখা।
কাছে গেলে রেখার কোনো নাম গন্ধ নেই
কেবলই বক্রতা!
মানুষগুলো দূর থেকেই সুন্দর
কাছে পেলেই জাগে ভুল ধারণা
মিথ্যে মায়ার জটিলতা।
অনুভূতিগুলো সীমার মাঝে রাখাই ভালো।
না বেশি দূরে,
না কাছে।
একদম নির্দিষ্ট দূরত্বে,
নির্দিষ্ট ভালোবাসার চাদরে,
হৃদয়ের ঐ নির্দিষ্ট জায়গাটাতে
ঠিক যেমন রেখেছি তোমায়
নির্দিষ্ট দূরত্বে,
কিন্তু সমস্ত কল্পনাতে।
১৬টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
কাছের এবং দূরের, পাওয়া না পাওয়ার দ্বিধা দ্বন্ধের অপূর্ব প্রকাশ। ভালো লেগেছে — ” কিছু জিনিস কাছে পেলেই গুরুত্ব হারায়,
তবে দূরে গেলে বাড়ে”।
শুভ কামনা রইল কবি।
আতকিয়া ফাইরুজ রিসা
জি৷ নির্দিষ্ট দূরত্বই ভালো।
কৃতজ্ঞতাজ্ঞাপন করছি খুব সুন্দর একটি মন্তব্যের জন্য।
সুপর্ণা ফাল্গুনী
একদম ঠিক বলেছেন। সব সম্পর্কই নির্দিষ্ট দূরত্ব বজায় রাখাই শ্রেয়, তাতে করে সম্পর্কের গভীরতা, বন্ধন, সম্মান সব ঠিক থাকে। ভালো থাকবেন
আতকিয়া ফাইরুজ রিসা
ভালো থাকার জন্য কত কি যে করতে হয়!
তাই আজ দূরত্বও শ্রেয়।
মন্তব্যের জন্য অপার ভালোবাসা ম্যাম।
ফয়জুল মহী
দারুণ লেখা । ভালো থাকুন।
আতকিয়া ফাইরুজ রিসা
আপনার ভালো লেগেছে জেনে পুলকিত।
আল্লাহ আপনাকেও ভালো রাখুন, সুস্থ রাখুন।
প্রদীপ চক্রবর্তী
কল্পনাতে থাকুক ভালোবাসার বন্ধন।
দারুণ লাগলো কাব্যকথন।
আতকিয়া ফাইরুজ রিসা
কল্পনাই যে আবেগের আস্তানা।
বাকিসব কেমন কঠিন কঠিন বেদনা।
ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
কল্পনার জগৎ খুবই নিরাপদ স্থান , হারানোর ঝুঁকি নেই-ই।
আতকিয়া ফাইরুজ রিসা
হারানোর ঝুঁকি আছে বলেই কি বাস্তবের এতো গুরুত্ব?
মূল্যবান মন্তব্য প্রকাশ করে আমাকে ধন্য করেছেন।
সাবিনা ইয়াসমিন
আবরণ না থাকলে দেহের কি সৌন্দর্য! দূরে থাকে বলেই চাঁদ এত মায়াময়। সম্পর্ক গুলোর বন্ধন দুরত্বেই শক্তিশালী হয়ে উঠে। কিছু জিনিস দূরে থাকলেই ভালো। অপেক্ষা-আক্ষেপ থাকা ভালো। সব পাওয়া, পাওয়া হয়ে গেলে পাওয়ার আনন্দ থাকে না।
অনেক ভালো লেখেন আপনি 🙂
শুভ কামনা 🌹🌹
আতকিয়া ফাইরুজ রিসা
না পাওয়া, বিষাদ এসব আছে বলেই হয়তো পাওয়ার গুরুত্ব এতো, সু্খ অনিন্দ্য অনুভবের।
অনেক ধন্যবাদ এতো সুন্দর সাবলীল ভাষায় প্রকৃত সত্যটা তুলে ধরার জন্য।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
আরজু মুক্তা
একদম, নির্দিষ্ট দূরত্ব ভালো। মায়া বাড়ায়।
ভালো লাগলো
আতকিয়া ফাইরুজ রিসা
জি। ভালো লাগাতে পেরে ভালো লাগছে৷ ভালো থাকবেন। ধন্যবাদ।
হালিম নজরুল
পৃথিবীর সবকিছুই আপেক্ষিক। সুতরাং প্রয়োজন অনুযায়ী দুরত্ব বজায় রেখে সম্পর্ক চলমান রাখা বুদ্ধিমানের কাজ।
আতকিয়া ফাইরুজ রিসা
হ্যাঁ। এটাই আসলে। নির্দিষ্ট দূরত্বই সুন্দর।
ধন্যবাদ।