
বর্ষার প্রথম প্রহরে;
একগুচ্ছ শুভ্র হলুদ কদম ফুল নিয়ে
সামনে এসে দাঁড়ায় নি কেউ, বলেনি কখনো
তুমি আমার ভালোবাসার প্রথম কদম ফুল।
কদম ফুলের তোড়া হাতে দিয়ে
আমায় কেউ বলেনি কখনো
এই নাও বর্ষার প্রথম প্রহরে-
আমার ভালোবাসার প্রথম উপহার,
কদম ফুল তোমাকে দিলাম প্রিয়।
তুমি তা ভালোবেসে আগলে রেখো,
আদরে আদরে সযত্নে তুলে রেখো-
বুকের ফুলদানিতে খেয়াল রেখো ফুল গুলো যেনো-
শুকিয়ে না যায় অযত্ন আর অবহেলায়।
কদম ফুলের সুমিষ্ট শুভেচ্ছা সবাইকে। যদিও দেরীতে তবে মন থেকে জানালাম কিন্তু।
১৬টি মন্তব্য
নীরা সাদীয়া
আমাকেও কখনও বলেনি কেউ…
এই ছোট্ট ছোট্ট না পাওয়াগুলো মনকে কেমন ভীষণভাবে কাঁদায়, তাই না?
সুরাইয়া পারভীন
কাঁদায় ভীষণ ভাবে কাঁদায়
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
খুব সুন্দর। কদম ফুলের শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
এস.জেড বাবু
অভিযোগ
কি জানি !
অভিযোগ ই হবে হয়ত।
আপু
রান্না করার পাশাপাশি লিখতে পারছেন- গুণবতী
দোয়া রইলো
ভালো থাকবেন সবসময়
সুরাইয়া পারভীন
মান অভিমান অভিযোগ অনুযোগ করে লাভ কি
যদি না এ গুলো কারো দৃষ্টিগোচর না হয়।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
প্রদীপ চক্রবর্তী
কদম ফুলের শুভেচ্ছা দিদি।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ফয়জুল মহী
মুগ্ধতা নিয়ে পড়লাম, ভালো লাগলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
যা ব্যস্ত আপনি তাতে দেরি হলেও যে জানান দিচ্ছেন সেই তো অনেক!
কদম খুব-ই ক্ষণস্থায়ী ঘ্রাণ-সৌন্দর্য-ফুল!
সুরাইয়া পারভীন
হোক ক্ষণস্থায়ী
তবুও তো কেউ একবার বলুক
ভালোবাসার প্রথম কদম ফুল
ভালোবেসে কেউ করেনি তো ভুল
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
মোহাম্মদ দিদার
কদম ফুলের তোড়া হাতে দিয়ে
আমায় কেউ বলেনি কখনো
এই নাও বর্ষার প্রথম প্রহরে-
আমার ভালোবাসার প্রথম উপহার,
কদম ফুল তোমাকে দিলাম প্রিয়।
কেউ কইলো না!
বেশ ভালো লেগেছে.
কামাল উদ্দিন
কদম ফুল দেখতে অত্যন্ত চমৎকার। কিন্তু আদৌ কেউ কখনো কাউকে কদম ফুল দিয়ে প্রেম নিবেদন করছে বলে শুনিনি। ওটার জন্য গোলাপই রাজা। তবে কদম ফুলকে সবাই ভালোবাসে বুঝা যায়, আর কবি হলে তো কথাই নাই। বর্ষা কদম ফুল এসব তো কবিতার অন্যতম একটি উপাদান হয়ে কবিদের মনে দোলা দেয়। ক-তে কদম, ক-তে কবিতা, দুটোতেই ভালোলাগা জানিয়ে গেলাম আপু।
আরজু মুক্তা
বৃষ্টিস্নাত শুভেচ্ছা
জিসান শা ইকরাম
বর্ষা আর কদম ফুল একে অন্যের।
কবিতা ভালো লেগেছে।
কদম ফুলের শুভেচ্ছা জানবেন।
শুভ কামনা।