
যারা আমায় কাঁদিয়েছিল,
তারা সবাই কেঁদেছিল একদিন।
যারা আমায় ছেড়ে গিয়েছিল,
তারা সবাই ফিরে এসেছিল-
ফিরি পেতে চেয়েছিল আমায়!
কিন্তু আমি সমরেশ মজুমদারের-
সেই বয়ে আসা নদী,
ছেড়ে যাওয়া ঘাটে যাকে আর-
কেউ কখনো ফিরিয়ে নিয়ে যেতে পারেনি।
তবে তুমি!
তোমার বেলায় এর ব্যতিক্রম কেন?
কেন শত সহস্র উপেক্ষার পরেও-
বার বার তোমাতেই ফিরে আসি?
এটা জেনেও যে তুমি মনে রাখোনি।
তোমার বেলায় কেন হতে পারিনি-
অহংকারী হৃদয়হীনা পাষাণী?
জোরদার আন্দোলন করেও কেন তোমায়-
মস্তিষ্ক থেকে অপসারণ করতে পারিনি?
কী এমন ব্যতিক্রম আছে তোমার?
যে নিজেকে দেওয়া নিজের প্রতিশ্রুতি-
ভুলে গিয়ে ছুটে আসি তোমার কাছে।
এটা জেনেও যে অবজ্ঞা ছাড়া আর-
কিছুই দেবে না তুমি।
জাদু টোনায় বিশ্বাসী নই আমি,
তাবিজ কবজে তাই বশ করা যায় না আমায়।
ভালোবাসার মায়ায় বর্শীকরণ করো যদি,
তবে আগে তোমারই বশীভূত হবার কথা।
কারণ আমার চেয়ে বেশি ভালো-
তুমি কখনোই বাসোনি।
২২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এ তো দেখছি কঠিন অবস্থা তুলে ধরেছেন।
শুধু বলি, ‘তবে আগে তোমারই বশীভূত হবার কথা’ চমৎকার করে বলতে পেরেছেন।
সুরাইয়া পারভীন
এমনকি যদি হতো
কতই না ভালো হতো
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
দু একজনের বেলায় এমন ব্যাতিক্রম হয়ই,
বার বার ফিরে আসতে হয়।
চমৎকার কবিতা।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
অবুঝ মন
করে বড্ড জ্বালাতন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
ভালবাসা গভীর হলে বারেবারে ফিরে যেতে হয়।
সুন্দর একটি রোমান্টিক কবিতা ভাল লাগলো
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
নীরা সাদীয়া
যার কাছে বার বার ফিরে আসবেন, সে তুচ্ছতাচ্ছিল্যই করবে। এটাই নিয়ম।
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ফয়জুল মহী
সুললিত ও সুলিখিত
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
প্রদীপ চক্রবর্তী
চমৎকার প্রকাশ দিদি।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুরাইয়া নার্গিস
পড়তে গিয়ে বার বার নিজেকে কল্পনা করেছি কারন কিছুটা আমি এরকমি।
তবে সবাই আমাকে ছেড়ে যায়নি, সময়,ব্যস্ততা, বাসস্থান বিভিন্ন কারনে আমি তাদের ভালোবাসা ছেড়ে চলে এসেছি।
আপনার কবিতার প্রতিটা চরণ আমার হদয়ে গেঁথে গিয়েছে আপু।
অনেক ভালো লিখেছেন তা বলার অপেক্ষা রাখে না…!
শুভ কামনা রইল।
সুরাইয়া পারভীন
আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
ব্যতিক্রম একজন ই থাকে, যার সাথে নিয়ম-কানুন, রীতি-নীতি এসব মানা কঠিন। খুব ভালো লাগলো আপু। ভালো থাকুন সুস্থ থাকুন। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
সুরাইয়া পারভীন
আর এমন একজন ব্যতিক্রম ব্যক্তি থাকলে
সুখ-দুঃখ, হাসি-কান্না, রাগ-অনুরাগ, মান-অভিমান এসবের অভাব থাকে না
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
শামীম চৌধুরী
যারা আমায় কাঁদিয়েছিল,
তারা সবাই কেঁদেছিল একদিন।
যারা আমায় ছেড়ে গিয়েছিল,
তারা সবাই ফিরে এসেছিল-
ফিরি পেতে চেয়েছিল আমায়!
বাস্তবমুখী কথা আপু।
খুব ভাল লাগলো কবিতাটি
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদাভাই
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
একজনের বেলায় তো ব্যতিক্রম হতেই হয়।
সুরাইয়া পারভীন
তাই তো
ধন্যবাদ অশেষ ভাইয়া
ভালো থাকুন সবসময়
আরজু মুক্তা
আপনার লেখাই ব্যতিক্রম
সুরাইয়া পারভীন
হা হা হা আপু
ধন্যবাদ অশেষ
ভালো থাকুন সবসময়