
কবিতা কোনো গোপন ব্যাধির ঔষধ না
যে দিব্যি করে লিখে দিবো মোড়কে
শিশুদের নাগালের বাহিরে রাখুন
বাতাসের আর্দ্রতায় ফুরিয়ে যাবে
কবিতা কোনো সংরক্ষিত এলাকাও নয়
যে দায়িত্ববোধে ঝুলিয়ে দিবো প্রজন্মে
কুকুরের কামড় হতে, সাবধান!
অতঃপর..
কবিতা আমার, আর উন্মুক্ত শয্যাগৃহ-
আপনার বয়সভেদে চাহিদায় জড়িয়ে ধরুন।
১৭টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
হ্যাঁ ঠিক তাই। কবিতা, গল্প এটা লেখকের স্বাধীনতা। সে যেভাবেই ভাবে, চায় সেভাবেই প্রকাশ করবে । কেউ নিতে পারবে , কেউ পারবে না। সবার মন রক্ষা করে তো সাহিত্য চর্চা হতে পারে না। তবে সাহিত্য তো জীবন থেকেই নেয়া, তবে কল্পনাবিলাসীতাও লেখার খাতিরে , ভাবনার খাতিরে আসবেই। ধন্যবাদ ভাইয়া
নাজমুল হুদা
অনেক সুন্দর মন্তব্য আপু। ভালো থাকবেন সবসময়।
বন্যা লিপি
প্রজ্ঞাপন ভালো লাগলো ছোটোভাই।
খুব ভালো থেকো।
নাজমুল হুদা
বড় আপু ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
মাহবুবুল আলম
কবিতা ভাল লেগেছে!
শুভেচ্ছা রইল!
নাজমুল হুদা
ভালোবাসা জানবেন ভাইয়া 😍
জিসান শা ইকরাম
কবিতা সম্পর্কে জানলাম 🙂
ভালো লেগেছে খুব।
শুভ কামনা।
নাজমুল হুদা
ভাইয়া ভালোবাসা জানবেন। ভালো থাকবেন সবসময়।
তৌহিদ
কবিতাকে জড়িয়ে ধরলে নিঃশ্বাস বন্ধ হবার সম্ভাবনা প্রবল!
নাজমুল হুদা
বয়সভেদে জড়িয়ে ধরলে কোনো প্বার্শ প্রতিক্রিয়া নাই। 😆
সুরাইয়া পারভীন
চমৎকার লিখেছেন ভাই
কবিতান্ত্রিক প্রজ্ঞাপন দারুণ হয়েছে
উদাহরণ গুলো হেব্বি
নাজমুল হুদা
আপু ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
আরজু মুক্তা
নতুন কাব্যের প্রেমে পরলাম।
স্বাধীন চর্চা থাকাই ভালো
নাজমুল হুদা
প্রেমে পড়ুন বেশি বেশি কবিতা লিখুন।
স্বাধীনতার বৃদ্ধি ঘটুক।
ছাইরাছ হেলাল
আপনি যখন এমন করে বলছেন! বয়সভেদেই কবিতাকে জড়িয়ে নিতে চাই।
তবে যদি দায়-দায়িত্ব আপনার হয়।
নীরা সাদীয়া
বুক ফেটে চৌচির হলে বের হয় কবিতা।
হালিম নজরুল
কবিতা আমার, আর উন্মুক্ত শয্যাগৃহ-
আপনার বয়সভেদে চাহিদায় জড়িয়ে ধরুন।
——সুন্দর কথা।