
“এ জীবন একবার চলে গেলে আর ফিরে পাবো না-তাই কেউ কাউকে কষ্ট না দেই, অপমান না করি। অহংকার, লোভ, হিংসা ত্যাগ করি।”
উপরের কথাগুলো যার প্রোফাইলে ঝকঝক করছে তিনি হচ্ছেন সোনেলার অন্যতম ব্লগার সুপর্ণা ফাল্গুনী। যিনি সবসময় নিজের সুনিপুণ শব্দশৈলী দিয়ে সোনেলার পাঠকের মন জয় করে নিয়েছেন। নিত্যনৈমিত্তিক যাপিত জীবনের কথাগুলোকে যিনি পাঠকদের জন্য মন উজার করে লিখতে পারদর্শী।
মাত্র ৬ মাস ২০ দিন আগে সোনেলার উঠোনে পা দিয়েছিলেন তিনি এবং শেষ-প্রহরের ভূষণ লেখাটির মাধ্যমে তিনি সোনেলায় তার শততম পোষ্টের মাইলফলক স্পর্শ করলেন।
আপনাকে অভিনন্দন সুপর্ণা ফাল্গুনী দিদিভাই।
সোনেলায় এত অল্প সময়ে নিজের লেখা দিয়ে শততম পোস্টের মাইলফলক স্পর্শ করার অর্থ হচ্ছে সুপর্ণা ফাল্গুনী সাহিত্য ভালোবাসেন এবং সোনেলার একজন নিবেদিত প্রাণ লেখক তিনি। অন্যদের পোষ্টে তার করা মন্তব্য সংখ্যা এবং প্রাপ্য মন্তব্যের সংখ্যা দেখলেই তা সহজেই অনুমেয়। তিনি এ পর্যন্ত মন্তব্য করেছেন ৩২৯৭টি এবং মন্তব্য পেয়েছেন- ২৫৬৭টি।
সোনেলায় প্রথম স্বপ্নের দ্বার লেখাটি দিয়ে তার আগমন হয়েছিলো যেখানে লেখার শুরুতেই তিনি বলেছিলেন – “আজকের সকাল টা অপূর্ব। বুকের ভেতরে বিরাজ করছে আত্মবিশ্বাস। আমি পারবো। আমি পারি। পূর্ব দিগন্তে জেগে ওঠা ভোরের সূর্যের মতো আমারও ভেতরটা জেগে উঠতে শুরু করেছে অপার বিস্ময়ে।”
প্রিয় সুপর্ণা ফাল্গুনী দিদিভাই, এই আত্মবিশ্বাসকে পাথেয় করে আপনি এগিয়ে চলুন সামনে। সোনেলায় আপনার বিচরণ দীর্ঘতর হোক এটাই কাম্য।
ভালো থাকুন সবসময়।
৬২টি মন্তব্য
প্রদীপ চক্রবর্তী
শুভেচ্ছা ও অভিনন্দন দিদি।
দিদি অনেক ভালো ভালো কবিতা লিখেন।
আরও চাই এমন কবিতা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণা ও ভালোলাগাই আমাকে এতদূর এনেছে। আমার জন্য আশীর্বাদ করবেন। ভালো থাকুন সুস্থ থাকুন
তৌহিদ
ধন্যবাদ দাদা, আপনিও ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভাইয়া খুব খুব ভালো লাগলো মনে রেখে পোষ্ট দিলেন। আপনার লেখনীতে যে ভালো লাগা , ভালোবাসা পেলাম তা খুবই আনন্দের। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন। শুভ কামনা রইলো
তৌহিদ
আপনি এগিয়ে চলুন সফলতার সাথে এটাই প্রার্থনা। ভালো থাকুন দিদিভাই।
কামাল উদ্দিন
সুপর্ণা আপুকে শত গোলাপের শুভেচ্ছা
………….এমন প্রতিজ্ঞ হোক আমাদের সকলের,
কামাল উদ্দিন
প্রতিজ্ঞ= প্রতিজ্ঞাসুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ কামাল ভাই। আপনাদের ভালোবাসা ও আন্তরিকতায় মুগ্ধ। সোনেলাতে আমার চলার পথ আরো মসৃণ হোক এই আশীর্বাদ চাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা
তৌহিদ
ধন্যবাদ ভাই, ভালো থাকুন সবসময়।
ছাইরাছ হেলাল
কী করে কেউ এই অল্প সময়ে শততম লেখা লিখে ফেলে ভাবতেই পারছি না।
তিনি নিজেকে প্রমানের আর কিছুই বাকী রাখেন নি। সোনেলায় তাঁর এই পথ-চলায় সাথে থাকতে পেরে
আনন্দিত হচ্ছি।
অবশ্যই আপনাকেও ধন্যবাদ, সঠিক সময়ে সঠিক ভাবে আমাদের মনে করিয়ে দেয়ার জন্য,
যদিও তা আপনি সব স্ময়-ই নিজ গুণে করে থাকেন, ভালোবেসে।
সুপর্ণা ফাল্গুনী
সবই আপনাদের আশীর্বাদ, অনুপ্রেরণা আর ভালোবাসায় সম্ভব হয়েছে ভাইয়া। কি যা-তা লিখেছি তবুও সবাই আমাকে অফুরন্ত উ্ৎসাহ, উদ্দীপনা দিয়েছেন অবিরত। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা সবার প্রতি রইল। আপনাকেও ধন্যবাদ হেলাল ভাই মজার মজার মন্তব্য দিয়ে পাশে থেকেছেন, আমাকে ঋণী করেছেন। ভালো থাকুন সুস্থ থাকুন
তৌহিদ
সুপর্ণা দিদির সোনেলার প্রতি ভালোবাসা চোখে পড়ার মতই। তাঁর সাফল্য কামনা করি সর্বদা। ভালো থাকুন ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
শুভেচ্ছা ও অভিনন্দন দিদি
আপনার পদচারনায় মুখরিত সোনেলার উঠান
মন্তব্যের অনুপ্রেরণয়ায় ধন্য লেখক
আপনার পথচলা হোক মসৃন
এগিয়ে যাওয়ার সোনালী প্রত্যয়।
ধন্যবাদ তৌহিদ ভাইকে এই সুযোগ দেয়ার জন্য
শুভ কামনা। দুইজনকে।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। আপনাদের অনুপ্রেরণা ও ভালোবাসা প্রতিনিয়ত সিক্ত করেছে আমাকে। তাইতো সোনেলাতে সর্বদাই অখাদ্য , কুখাদ্য লিখেও আপনাদের আন্তরিকতায় ধন্য হই। ভালো থাকুন সুস্থ থাকুন । আমার জন্য আশীর্বাদ করবেন
তৌহিদ
আপনিও ভালো থাকুন দাদা। শুভকামনা রইলো।
জিসান শা ইকরাম
একশত পোস্ট হয়ে গিয়েছে!
মনে হচ্ছে এইত সেদিন এলেন এখানে সূপর্ণা ফাল্গুনী।
অতি অল্প সময়েই তিনি সোনেলা এবং এর অন্যান্য সদস্যেকে আপন করে নিয়েছেন।
নিজে লেখেন তিনি। অন্যের লেখায় মন্তব্য করে লেখককে উৎসাহ দেন।
সেঞ্চুরি পোস্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
সুপর্ণা ফাল্গুনী
দাদা ভাই আপন করতে আপনারাই সাহায্য করেছেন অবিরাম। যা-ই লিখেছি তাতেই অনুপ্রেরণা ও শুভকামনা দিয়েছেন। লেখার জন্য আবেদন করেছেন। আমি যেন এভাবেই আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ এ সিক্ত হই এই আশীর্বাদ চাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা
তৌহিদ
হ্যা ভাই, অতি অল সময়ে দিদির ১০০ তম পোস্ট সত্যিই অবাক করেছে আমাকে। সোনেলাকে এবং সাহিত্যকে তিনি সত্যিই ভালোবাসেন। তাঁর সাফল্য কামনা করি সবসময়।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
জিসান শা ইকরাম
তৌহিদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ, সহ-ব্লগারদের জন্য এমন আন্তরিকতা দেখিয়ে পোস্ট করার জন্য।
সুপর্ণা ফাল্গুনী
হুম তৌহিদ ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন সবাই
তৌহিদ
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই, সর্বদা পাশে থেকে উৎসাহ দেবার জন্য।
ইঞ্জা
সূপর্না আপুকে শততম পোস্টের জন্য অভিনন্দন, আপু খুব অল্প সময়ের মধ্যেই শততম পোস্ট দিলেন যা উল্লেখযোগ্য, কমেন্টেও উনি অনেক বগারের থেকেও এগিয়ে আছেন।
আপুর জন্য শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। আপনাদের অফুরন্ত ভালোবাসা ও আন্তরিকতায় আজ এতদূর আসতে পেরেছি। আমার জন্য আপনাদের আশীর্বাদ ও অনুপ্রেরণা আমাকে অনুপ্রাণিত করেছে প্রতিনিয়ত। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো অবিরাম
ইঞ্জা
শুভেচ্ছা আপু, আপনি আরও এগিয়ে যান সেই ফোয়া রাখি।।
তৌহিদ
ধন্যবাদ দাদা, আপনার সুন্দর মন্তব্যে আমরা সবাই অনুপ্রাণিত হই সবসময়।
ভালো থাকুন।
ইঞ্জা
ভালোবাসা জানবেন ভাই।
সুরাইয়া পারভীন
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো দিদি।
আরো অনেক অনেক লিখুন। সোনেলার উঠোন মুখরিত হোক আপনার পদচারণায়।
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। আপনাদের অনুপ্রেরণা ও আশীর্বাদে অবশ্যই লিখবো। পাশে থেকে অবিরাম শুভ কামনা জানিয়েছেন। তাই আমি ধন্য ও মুগ্ধ। ভালো থাকবেন সুস্থ থাকবেন
তৌহিদ
আপনার জন্যেও অনেক শুভকামনা রইলো আপু। ভালো থাকুন।
শবনম মোস্তারী
শততম পোষ্টের জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা দিদি।
আমরা আরো সুন্দর সুন্দর লেখা পড়তে পাবো।
শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। আপনাদের ভালোবাসা ও আন্তরিকতায় ধন্য ও মুগ্ধ। ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর শুভকামনা
তৌহিদ
অনেক ধন্যবাদ প্রিয়, ভালো থাকুন সবসময়।
নীরা সাদীয়া
অভিনন্দন আপনাকে। আপনার লেখা এবং মন্তব্য দুটোই আকর্ষণীয় । এভাবেই আমাদের পাশে থাকুন, এই প্রত্যাশা।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ও ভালো লাগা রইলো। আপনাদের উৎসাহ উদ্দীপনা আমার সোনেলাতে পদচারণা অনেক সুন্দর ও মসৃণ হয়েছে। আশীর্বাদ করবেন আমার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন
তৌহিদ
আপনার জন্যেও শুভকামনা রইলো আপু।
আরজু মুক্তা
অভিনন্দন দিদিকে।
বরাবরি তৌহিদ ভাই এগিয়ে
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। আমার জন্য আশীর্বাদ করবেন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর। শুভ সকাল
তৌহিদ
ধন্যবাদ আপু, ভালো থাকুন সবসময়।
পার্থ সারথি পোদ্দার
অভিনন্দন,দিদি।আপনার পথচলা আরো সুন্দর ও মসৃন হোক আগামী দিনগুলোতে।আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। আপনাদের সবার অনুপ্রেরণা, ভালোবাসা ও আন্তরিকতায় আমার পথচলা দীর্ঘ হোক সেই কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সকাল
তৌহিদ
আপনার জন্যেও শুভকামনা সবসময় দাদা। ভালো থাকুন।
পার্থ সারথি পোদ্দার
ধন্যবাদ,প্রিয় তৌহিদ ভাই।
নিতাই বাবু
সোনেলায় শততম পোস্টের জন্য সম্মানিত ব্লগার/ লেখক ও কবি সুপর্ণা ফাল্গুনী দিদিকে শুভেচ্ছা অভিনন্দন। সাথে শুভকামনাও!
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা রইলো দাদা। ভালো থাকুন।
নিতাই বাবু
আপনিও ভালো থাকবেন, শ্রদ্ধেয় দাদা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। আপনাদের অনুপ্রেরণা ও আশীর্বাদে এ পর্যন্ত এসেছি। আগামীতেও আপনাদেরকে পাশে চাই এমন করে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
নিতাই বাবু
এই সময়ে সপরিবারে ভালো থাকার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।
ইসিয়াক
সোনেলায় শততম পোস্টের জন্য ব্লগার সুপর্ণা ফাল্গুনী [দিদি ভাই]কে অভিনন্দন সহ শুভেচ্ছা।
সুন্দর ভবিষ্যত কামনা করছি। ভালো থাকুন দিদিভাই।
#তৌহিদ ভাইকেও অজস্র ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনাদের অনুপ্রেরণা ও আশীর্বাদে ধন্য আমি। ভালো থাকুন সুস্থ থাকুন
তৌহিদ
আপনাকেও অনেক শুভেচ্ছা রইলো ভাই।
মাহবুবুল আলম
শততম পোস্টের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা
আপনাকে!
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা এভাবে উৎসাহ, উদ্দীপনা দিলে আর কিছুই লাগেনা। ভালো থাকবেন নিরাপদে থাকবেন
তৌহিদ
ধন্যবাদ ভাই।ভালো থাকুন।
শান্ত চৌধুরী
অভিনন্দন
আপুর জন্য শুভ কামনা ….
তৌহিদ
আপনাকেও অনেক শুভেচ্ছা ভাই।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ শান্ত ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরন্তর শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
শততম পোস্টের জন্যে সোনেলার অন্যতম ব্লগার এবং সকলের অত্যন্ত প্রিয়মুখ সুপর্ণা ফাল্গুনীকে অভিনন্দন। উজ্জ্বল হোক তার আগামীর পথচলা।
আপনার জন্যেও শুভেচ্ছা রইলো তৌহিদ ভাই।
সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা 🌹🌹
তৌহিদ
ধন্যবাদ আপু, আপনিও ভালো থাকুন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
আপনি সবসময় আমাকে যেভাবে ভালোবাসা জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাতেই আমি ধন্য। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন
সুরাইয়া নার্গিস
অভিনন্দন শততম পোষ্টের জন্য ও ভালোবাসা অভিরাম দিদি ভাই।
সব সময় এভাবেই ভালোবেসে, হাসি খুশি থাকুন আমাদের সবার মাঝে এক সুন্দর সেতু বন্ধনে।
ভালো থাকুন
শুভ কামনা রইল দিদি ভাই
তৌহিদ
আপনিও ভালো থাকুন আপু। মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা জানবেন।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি ও ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো অফুরন্ত