
আমাদের কতশত ইচ্ছে ছিলো!
তোমার একটা লম্বা ছুটি আর-
বাচ্চাদের স্কুল ছুটি হলে,
তার পর আমরা সাধ্যকে উপযোগ করে ইচ্ছেদের কাটাছেঁড়া করবো।
সমুদ্র বা পাহাড় দেখিনি কখনো…
যে কোনো একটা বেছে নেবো।
সময়ের তালে দৌড়ে দৌড়ে তুমি যখন ক্লান্ত
আমিও বলিনি আমি কি চাই।
সমুদ্রের তীরে যেয়ে উসুল করে নেবো ইচ্ছের আদর,
আমার অপূর্ণতাকে ভাসিয়ে দেবো নোনাজলে
পূর্ণ প্রেম নিয়ে ফিরবো বাকিটা জীবনের জন্য।
যদি আর না হয় ফেরা!
যদি ইচ্ছেদের নিয়ে যাই কফিনের ভেতর!
যদি তারা হই আকাশের পানে-
তবে তুমি যেনো কেঁদনা!
একজীবনে সব ইচ্ছেরা ডানা মেলে উড়তে পারেনা।
আমি একটা সমু্দ্র না পেলেও পুরো একটা পৃথিবী পেয়েছি এইতো বড় পাওয়া!
৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ লাগলো আপু। কি সুন্দর মনের ভাবটা প্রকাশ করলেন। ঈশ্বর সহায় হলে অবশ্যই সব দেখে আসবেন। শুভ কামনা রইলো
শিরিন হক
শুভ কামনা আপু।
তৌহিদ
এই করোনায় সকল ইচ্ছে যেন বাক্সবন্দি হয়ে আছে। আশাকরি একদিন সব কালো মেঘ কেটে যাবে, মানুষের মুখে আবার হাসি ফুটবে।
ভালো থাকুন আপু।
শিরিন হক
ভালো থাকুন নিরাপদে থাকুন
ফয়জুল মহী
অসাধারণ । 👌
সাবিনা ইয়াসমিন
এক জীবনের সকল ইচ্ছে গুলো আসলেই পূরণ করা হয় না। যেগুলো পাওয়া হয় তাই নিয়ে যদি আত্মতুষ্টি পাওয়া হয় সেটাই বেঁচে থাকার প্রাপ্তি। সুন্দর কবিতা।
আরও লিখুন,
শুভ কামনা রইলো 🌹🌹
রুমন আশরাফ
“সমুদ্রের তীরে যেয়ে উসুল করে নেবো ইচ্ছের আদর,
আমার অপূর্ণতাকে ভাসিয়ে দেবো নোনাজলে
পূর্ণ প্রেম নিয়ে ফিরবো বাকিটা জীবনের জন্য।”
মন ছুঁয়ে গেলো। শুভ কামনা রইলো।
আরজু মুক্তা
যতোটুকু পাই, ততটুকুই বেশি। অনেকে তো কিছুই পায়না।
ভালো লাগলো
জিসান শা ইকরাম
সব ইচ্ছে কি আর পুরন হয়!
যতটুকু পুরন হয় তা নিয়েই আমাদের সন্তস্ট থাকা উচিৎ।
খুব ভালো হয়েছে কবিতাটি।
শুভ কামনা।