
শ্রাবনে প্লাবনে রক্তিম নভে
হৃদয় মিনারে ধ্বনীত আজান
মহাসমর মহাসমর|
শতাব্দীর বুভুক্ষ আদম
ঘোষিল কোঁচকাওয়াজ
মহাসমর মহাসমর|
মেরাথন নীদ টুটে, টর্পেডো নাচ
কুরুক্ষেত্র লিলা, সুপ্ত রক্ত কনিকায়
আর্তনাদে ফুসলে উঠে
আকুলি-বিকুলি হৃদয়
মহাসমর মহাসমর|
পুঞ্জিভুত পাপের বোটকা গন্ধ
তনুমনে জ্বালাময় বিষমিশ্রন
মৃত্যুর দুয়ারে বিদ্রোহ ঝংকার
মহাসমর মহাসমর|
শয়তান ইবিলিস দুরাচারী
রুধিতেনারে কালের কেতন
নিষ্পেষিত অন্ধকার ভয়ংকরে
হুংকার উঠে থেকে থেকে
মহাসমর মহাসমর|
ধর্ষিত সভ্যতা, অপবিত্র জরায়ু
বয়ে ফিরে আজম্ম পাপ
জমজমের পানিতে ধুয়ে নেয় অসুচি
কালের অগ্নিসাক্ষী, বীরদর্পে হাঁকে আওয়াজ
মহাসমর মহাসমর|
১৮টি মন্তব্য
ফয়জুল মহী
ভীষণ ভালো লাগলো লেখা সুখময় হোক সাহিত্যে বিচরণ ।
আতা স্বপন
ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
হয়তো আসলেই আমরা মহা সমরের দ্বার প্রান্তে পৌঁছে গেছি।
কিছু বানান আর স্পেসগুলো চেক করে নিলে ভালো হয় স্বপন ভাই।
অগ্নিসাক্ষী
বীরদর্প
নিষ্পেষিত
বয়েফিরে= বয়ে ফিরে ( মাঝ খানে স্পেস )
শুভ কামনা অবিরত 🌹🌹
আতা স্বপন
আমি একটা ভুলে ডুবা ডবন্ত মানুষ
যখন কেউ আমার ভুলগুলো শুধরে দেয়
আমি আমি প্রান ফিরে পাই।
এমন কুসুম কোমল বন্ধুদের তরে
আমার হাজার সালাম।
ছাইরাছ হেলাল
প্রান?
তাই বলে ভাববেন না, আমাদের ভুল হয় না।
আতা স্বপন
ভুল ঠিক করতে গিয়ে আবার ভুল। প্রাণ হবে। ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
সময়ের প্রান্তিকতায় আমরা সবাই ভুল করি, ভুলে ডুবি
প্রাণের সাথে প্রাণ বাধি আঁকড়ে ধরা খড়কুটো-তেও..
ভালো থাকুন সব সময় 😇😇
আতা স্বপন
শুভকামনা সবসময়। ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
বিষয়টি ভালো লেগেছে। তবে বানানের জন্য লেখাটি খাপছাড়া লাগছে ভাইয়া। অনেক বানান ভুল আসছে, সাবিনা আপু যা দিয়েছে তার বাইরেও আরো আছে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
আতা স্বপন
আসালে আমি যখন লিখি ভাবের দিকে নজর থাকে সবসময়। বানানের বিষয়টি খেয়াল থাকে না। আর আমার বানান নিয়ে একটু কনফিউশন সেই ছোট বেলা থেকেই। কোথায় ইকার দির্ঘ ইকার হবে বা ন বা ণ হবে বা স, শ বা ষ হবে এসব নিয়ে একটা ভজঘট অবস্থা। লিখতে গিয়ে বানান নিয়ে ভাবতে গিয়ে ভাবটাই নষ্ট হয়ে যায়। তাই একটু উদাসীন সবসময়। কিন্তু এ যাবৎ আমার শুভাকাঙ্খিরা আমাকে এভাবে হরহামেসা ভুলগুলো শুদ্ধ করে আসছে। তাদের জন্য আমার অপার ভালবাসা। কথা হলে এরপরও আমি এই ভুলগুলোই আবার করি। ইচ্ছে করে নয় অভ্যাস বসত। তবে আপনাদের চেষ্টা সাধনা এভাবে চলতে থাকলে ইনশাআল্লা শুধরে যাবো।
সুপর্ণা ফাল্গুনী
ভাব ঠিক রাখতে গিয়ে বানান অবজ্ঞা করা উচিত নয় ভাইয়া। তাহলে তো অর্থই পাল্টে যায় ভাবের। আপনি যা বোঝাতে চান তা যদি উল্টো বুঝে কেউ তখন আপনার কেমন লাগে? নিশ্চয়ই ভালো লাগে না? সবাইতো সমান পারদর্শী নয় বোঝার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে। আপনার ভুলটাই শিখবে , জানবে । সবারই ভুল হয় বা হয়ে যায় সেটা বিষয়না। আপনি আপনার ভাব, অনুভূতি গুলো যদি অন্যদের বোঝাতে চান তাহলে ভাবের সাথে সাথে বানানটাও যথাসম্ভব ঠিক রাখতে হবে , কেউ যদি শব্দার্থ খুঁজে তখন সেতো আপনার লেখার সাথে ভাবার্থ খুঁজে পাবে না। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ কামনা রইলো। আমার ভুল হলে ছোট বোনের মতো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিও এখানে সবার লেখা পড়ি, যা আগে কখনো পড়িনি তা-ও পড়ি শুধু মাত্র নিজের লেখার ভুলত্রুটি শুধরে নিতে, জানার পরিধি বাড়াতে।
আতা স্বপন
আপনার কথা গুলো সত্য। বানানের হেরফেরে অর্থ পরিবর্তন হয়ে যায়। বানানতো এবা্র ঠিক ঠাকই লিখতে হবে। ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব ভালো লাগলো আপনার কথায়। ভালো থাকুন সুস্থ থাকুন
আতা স্বপন
ধন্যবাদ !!!
বন্যা লিপি
লেখায় ফুটে এসেছে বিশ্বের তাবৎ জরাজীর্ণ পঙ্কিলতার ইতিহাস। সেই সময় অতিবাহিত করছি আমরা, যখন মহা সমরের ডঙ্কা স্পষ্ট!
ভালো থাকবেন।
আতা স্বপন
ধন্যবাদ
ছাইরাছ হেলাল
কবিতার মর্মবাণী সাধারণ।
তবে বানানে আপনাকে সতর্ক হতেই হবে, আর চেষ্টা নিলে সেটি সম্ভব।
কবিতা লিখবেন কিন্তু বানান উপেক্ষায় নিবেন তা কিন্তু হতেই পারে না।
আতা স্বপন
অবশই! বানানের প্রতি সতর্ক হতেই হবে। তবে ভুল যদি হয় এভাবে ঠিক করে দিবেন। ধন্যবাদ ।