
সাগর দেখেছো কখনো নীলাচল অস্তাচলে
যেখানে সূর্য বসে পটে
আলোর দিগন্ত রেখা ছুঁয়ে
সেখানে আমিও দেখেছি তোমায়
ভাবনার অগোচরে।
কোলাহল যায় থেমে প্রশান্ত সাগরের ঢেউয়ে
যেখানে আলোর স্ফুরন হয়
বর্ণিল ঝিকিমিকি তারায়
পাখিরা ফিরে নীড়ে
দিনান্তের অবসরে।
বিদায়ের চিহ্ন রেখে যায় বিষন্ন বদনে
আলোরা যায় চলে অন্ধকার নামে ধীরে
তবুও আমি খুঁজি তোমায়
আলো আঁধারের খেলায়
অস্ফুষ্ট চিৎকারে।
যায় দিন কেটে অযত্নে অবহেলায়
সূর্য যায় ডুবে নতুন দিনের আশায়
আমি ও থাকি প্রতীক্ষায়
সোনালী সূর্যের আভায়
তুমি এসো ফিরে প্রিয় বাংলায়
শান্তির নীড়ে।
২৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
প্রত্যাশা, আশা, স্বপ্ন এসব নিয়েই প্রতিটি সময় অপেক্ষায় আছি। সুস্থ, স্বাভাবিক জীবনের অপেক্ষায় আছি। দাদা খুব ভালো লাগলো কবিতা। শুভকামনা ও কৃতজ্ঞতা রইলো
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ প্রথম হওয়ার জন্য।
প্রতীক্ষার হোক অবসান।
সুশীতল শান্ত হোক ধরনী আবার।
শুভ কামনা।
ফয়জুল মহী
ভীষণ ভালো লাগলো লেখা ।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
ভাল থাকবেন। শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
যায় দিন কেটে অযত্নে অবহেলায়
সূর্য যায় ডুবে নতুন দিনের আশায়
আমি ও থাকি প্রতীক্ষায়
সোনালী সূর্যের আভায়
তুমি এসো ফিরে প্রিয় বাংলায়
শান্তির নীড়ে।
সুদিনের অপেক্ষার প্রহর গুণি।
শুভকামনা দাদা।
সুপায়ন বড়ুয়া
সুদিন ফিরে আসবেই এই বাংলায়।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
ভাল থাকবেন। শুভ কামনা।
শান্ত চৌধুরী
বিদায়ের চিহ্ন রেখে যায় বিষন্ন বদনে
আলোরা যায় চলে অন্ধকার নামে ধীরে
তবুও আমি খুঁজি তোমায়
আলো আঁধারের খেলায়
অস্ফুষ্ট চিৎকারে।
সুদিন ফিরে আসুক
শুভ কামনা সতত …
সুপায়ন বড়ুয়া
প্রতীক্ষার হোক অবসান।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
ভাল থাকবেন। শুভ কামনা।
সঞ্জয় মালাকার
যায় দিন কেটে অযত্নে অবহেলায়
সূর্য যায় ডুবে নতুন দিনের আশায়
আমি ও থাকি প্রতীক্ষায়
সোনালী সূর্যের আভায়
তুমি এসো ফিরে প্রিয় বাংলায়
শান্তির নীড়ে।
শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
স্বপ্ন দেখি। স্বপ্নে বাঁচি
সুদিন আসুক ফিরে
সে আশায় আছি।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
ভাল থাকবেন। শুভ কামনা।
পার্থ সারথি পোদ্দার
আলোরা যায় চলে,অন্ধকার নামে ধীরে,তবুও আমি খুজি তোমায়,আলো আধারের খেলায়,অস্ফুষ্ট চিৎকারে।
বেশ সুন্দর লাগল কবিতা চরন।ভাল লিখেছেন,দাদা
সুপায়ন বড়ুয়া
সুদিন আসবে ফিরে।
আজো আছি বসে প্রতীক্ষায়
ধন্যবাদ সাথে থাকার জন্য।
ভাল থাকবেন। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
এমন করে হৃদ্য়-ডাক দিলে ফিরে ফিরে আসতে বাধ্য।
লেখায় কবির হৃদয়ে শুধুই প্রতীক্ষার সুর গুনগুনিয়ে যাচ্ছে।
সুপায়ন বড়ুয়া
তাই তো বলি ভাইজান আমার
এলো তবে অনেক জনের পরে।
আমি আশায় বসে থাকি প্রথম এলো বলে।
যেমন করে আশায় থাকি সুদিন তুমি এলে।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
ভাল থাকবেন। শুভ কামনা।
জিসান শা ইকরাম
শুসময় ফিরে আসবেই এদেশে আবার।
কবিতাটি অনেক অনেক ভালো লেগেছে দাদা।
শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
সুদিন আসবে ফিরে এই বাংলায়
আমি আজো বসে আছি তারি প্রতীক্ষায়।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
ভাল থাকবেন। শুভ কামনা।
তৌহিদ
আলো আঁধারের খেলায় প্রেমের আহবানে যে প্রেমিকা সাড়া দেয়না তার রসকষ কিচ্ছু নেই দাদা। অবসান হোক এই প্রতীক্ষার। চমৎকার কবিতা লিখেছেন।
শুভকামনা সবসময়
সুপায়ন বড়ুয়া
আমি আজো বসে আছি সুদিনের প্রতীক্ষায়
বন্ধু আমার ভেবে বসে প্রেমিকার আশায়
কোথায় যেনো একটু গোলমাল ঠেকছে।
আসলে মাঝে মাঝে এ রকম হয়
শুরু করি এক হয় আর এক।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
ভাল থাকবেন। শুভ কামনা।
হালিম নজরুল
বিদায়ের চিহ্ন রেখে যায় বিষন্ন বদনে
আলোরা যায় চলে অন্ধকার নামে ধীরে
তবুও আমি খুঁজি তোমায়
আলো আঁধারের খেলায়
অস্ফুষ্ট চিৎকারে।
————-চমৎকার কথা
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান সাথে থাকার জন্য।
ভাল থাকবেন। শুভ কামনা।
আরজু মুক্তা
আশা ছাড়া তো আমরা বাঁচতে পারিনা।
সুদিন নিশ্চয় আসবে
সুপায়ন বড়ুয়া
আশা নিয়েই বাঁচতে হবে।
ধন্যবাদ আপু সাথে থাকার জন্য।
ভাল থাকবেন। শুভ কামনা।
ইসিয়াক
আসুক ফিরে সুদিন।দুর হোক যত দুঃখ কষ্ট।
শুভকামনা।
সুপায়ন বড়ুয়া
সুদিন আসবেই তাইতো আশায় বাঁচি
মনোবল শক্ত রেখে আপনিও বাঁচেন।
শুভ কামনা।