
ঈদ এসেছে আমার গাঁয়ে
আজ অন্য রকম ঈদ
বন্ধ ঘরের দরজা খুলে
করোনা কালের ঈদ।
ঈদের নামাজ পড়তে বসে
দূরত্ব বজায় রেখে
পাশের জন ও দাঁড়িয়ে যায়
জায়গা খালি রেখে।
বন্ধু বান্ধব দেখা হলে
মুচকি করে হাসে
কোলাকুলি করতে গেলে
সালাম টুকে বসে।
ঈদের নামাজ পড়তে হবে
মসজিদের ই বাটে
খোদার কাছে দুহাত তুলে
বিপদ যেন কাটে।
ঈদ আনন্দ কাটে এবার
পরিজনদের নিয়ে
মানুষ বাঁচার স্বপ্ন দেখে
ত্যাগের মহিমা দিয়ে।
ও পাড়া সেজেছে মসজিদ আর
নতুন কবর খানা
এ পাড়ায় করে মন্দিরে প্রার্থনা
এঁকে যায় আলপনা।
খোদার কাছে দুহাত তোলে
করে যায় মোনাজাত
ঘাতক ব্যাধি করোনা তুমি
ধ্বংস হোক নিপাত যাক।
ঈদ এসেছে আমার গাঁয়ে
আজ অন্য রকম ঈদ
ঈদ মুবারক ! ঈদ মুবারক !
ঈদ মুবারক ঈদ !
১৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ইদ মুবারক,
সব জড়া-গ্লানি ধুয়ে মুছে আনন্দ বয়ে যাক সকল প্রান্ত জুড়ে।
ভাল থাকবেন ভাই।
সুপায়ন বড়ুয়া
ঈদ মুবারক !
সেই আশায় দিন গুনে যাই।
ভাল থাকবেন। নিরাপদে থাকবেন।
তৌহিদ
ঈদ মোবারক দাদা। ঈদের আনন্দে মুছে যাক সকল গ্লানি, সবার মাঝে ঈদ নিয়ে আসুক অনাবিল আনন্দ আর খুশির আমেজ।
ভালো থাকুন সবসময়।
সুপায়ন বড়ুয়া
ঈদ মুবারক ভাইজান।
সেই আশায় দিন গুনে যাই।
সময় যে আর কাটে না ভাই।
ভাল থাকবেন। নিরাপদে থাকবেন।
প্রদীপ চক্রবর্তী
ঈদ মোবারক।
ঈদের আনন্দে মুছে যাক সকল গ্লানি,
সবার মাঝে নিয়ে আসি সুখ আর শান্তি।
শুভকামনা দাদা।
সুপায়ন বড়ুয়া
ঈদ মুবারক !
অনাবিল আনন্দে ভরে উটুক দেহ তনু মন।
সেই আশায় দিন গুনে যাই।
ভাল থাকবেন। নিরাপদে থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
দাদা ঈদের শুভেচ্ছা রইলো। সব বিপদ কেটে যাক এই কামনা করি। ঈশ্বর সহায় হোন সবার
সুপায়ন বড়ুয়া
ঈদ মুবারক দিদি।
বিপদ কাটুক সুদিনের আশায়
সেই আশায় দিন গুনে যাই।
ভাল থাকবেন। নিরাপদে থাকবেন।
আতা স্বপন
ঈদ মোবারক। কল্যান এর মাঝে অকল্যানের হোক লয়।
সবার জীবন হোক করোনা মুক্ত।
হোক আনন্দময়।
দুঃখের মাঝে সুখের বাতাস!!!
ঘুচে জাক জড়া
উবে যাক সর্বনাশ।
ঈদ মোবারক
সুপায়ন বড়ুয়া
ঈদ মুবারক ভাইজান !
“কল্যান এর মাঝে অকল্যানের হোক লয়।
সবার জীবন হোক করোনা মুক্ত হোক আনন্দময়।”
আপনার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দময়।
ভাল থাকবেন। নিরাপদে থাকবেন।
ফয়জুল মহী
ভিন্ন পরিবেশে ঈদ । ঈদ মুবারক। নিজেকে বিপদ হতে মুক্ত রাখার চেষ্টা করবেন।
সুপায়ন বড়ুয়া
ঈদ মুবারক !
ভাল থাকবেন। নিরাপদে থাকবেন।
জিসান শা ইকরাম
ঈদের আনন্দ নেই মনে, আতংকে নামাজই পড়তে যাইনি আজ।
করোনা পালটে দিয়েছে সব।
করোনার অবসানে সব ধর্ম এখন এক হয়ে গিয়েছে।
সবাই প্রার্থনা করি যেন আমরা করোনা দুর্যোগ মোকাবেলা করে স্বাভাবিক জীবনে যেন ফিরতে পারি।
ঈদের শুভেচ্ছা নিন দাদা।
শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
ঠিক তাই। আমাদের বিল্ডিং এ সবাই ঈদের নামাজ বাসায় আদায় করেছে।
আগামীর ঈদ যাতে সবাই করতে পারে জাতি ধর্ম নির্বিশেষে সবাই প্রার্থনা করছে।
এই করোনা গ্রাস থেকে মুক্তির জন্য।
ঈদ মুবারক ভাইজান।
সপরিবারে ভাল থাকবেন নিরাপদ থাকবেন।
সঞ্জয় মালাকার
খোদার কাছে দুহাত তুলে
বিপদ যেন কাটে।
ঈদ এসেছে আমার গাঁয়ে
আজ অন্য রকম ঈদ
ঈদ মুবারক ! ঈদ মুবারক !
ঈদ মুবারক ঈদ !
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
ভাল থাকবেন। নিরাপদে থাকবেন।
শামীম চৌধুরী
ও পাড়া সেজেছে মসজিদ আর
নতুন কবর খানা
এ পাড়ায় করে মন্দিরে প্রার্থনা
এঁকে যায় আলপনা।
তাতেই প্রমান করে প্রতিটি ধর্মের সহবস্থানের দেশ বাংলাদেশ।
দারুন।
সুপায়ন বড়ুয়া
ঠিক বলেছেন ভাইজান।
সবাই সহাবস্থানে থেকে করোনা থেকে মুক্ত হবার জন্য প্রার্থনা করছে।
যাতে দেশ জাতি সারাবিশ্ব ঘাতক করোনা থেকে রেহাই পায়।
ভাল থাকবেন। নিরাপদে থাকবেন।
ঈদ মুবারক।