
এক মুঠো ভাত দেবেগো মা ?পেটে বড্ড ক্ষুধা ।
পয়সা হলেও অসুবিধা নেই, দাও না গো দাদা।
দুদিন ধরে খেয়েছি কেবল, পানি আর একমুঠো মুড়ি।
অনেক তো আছে কমবেনা দিলে,বাসি ভাত তরকারী।
রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি, নেই তাতে কোন দুখ।
ক্ষুধা জ্বালা বড় জ্বালা, অসহ্য মারাত্মক অসুখ।
দালান চাই না ,চাইনা গো ভাই, তোমাদের দামি পোষাক।
দু”মুঠো দাও, তাতেই খুশি, সুখ তোমাদেরই থাক।
#সামনে ইদ আমরা কি ভাবছি এসব ছিন্নমুল মানুষের কথা।
১৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো ভাইয়া। সামনে ঈদ হোক আর যাইহোক এদের জন্য সামর্থ্য বানদের কিছু করা উচিত। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ইসিয়াক
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো দিদি ভাই।
শুভকামনা্
সুপায়ন বড়ুয়া
এটা এখন নিত্য দিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে।
যারা হারাল কাজ
তাদের কপালেও ভাঁজ
ভাল লাগলো। শুভ কামনা
ইসিয়াক
সামনে আমাদের দেশের অনেক মানুষই বিপদে পড়ে যাবে।
মন্তব্যে ভালো লাগা । শুভকামনা।
ছাইরাছ হেলাল
আমাদের ইদে অসহায়দেরকে সাহায্য করা আমাদের নিজ ধর্মের অংশ,
আমরা নিজে নিজে সে দায়িত্বটুকু যথাযথ পালন করলেই ওদের মুখে হাসি ফুটবে।
ইসিয়াক
আপনার মন্তব্যটুকু আমার হৃদয় ভরিয়ে দিলো।আহা! সবাই যদি এভাবে ভাবতো তাহলে পৃথিবীটা কত সুন্দর হতো।
শুভকামনা রইলো ভাইয়া।
হালিম নজরুল
দালান চাই না ,চাইনা গো ভাই, তোমাদের দামি পোষাক।
দু”মুঠো দাও, তাতেই খুশি, সুখ তোমাদেরই থাক।
————- আহ! কি হৃদয়বিদারক আকুতি!
ইসিয়াক
মানুষ আরো মানবিক হোক এই প্রত্যাশা রইলো।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
ফয়জুল মহী
সৃজনশীল লেখা। নন্দিত উপস্থাপন ।
ইসিয়াক
সবসময় পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য অশেষ কৃতজ্ঞতা রইলো্
আরজু মুক্তা
ওদের পাশে। পারলে একজন একজনের পাশে দাঁড়াই।
ইসিয়াক
আপু আপনি ঠিক বলেছেন। আমাদের সবারই উচিত এইসব ছিন্নমূল শিশুদের পাশে দাঁড়ানো।
শুভকামনা।
রেহানা বীথি
সবার নিজের সামর্থ অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত এসব ছিন্নমূল মানুষদের জন্য।
ইসিয়াক
আসুন আমরা আজ থেকে সেই শপথ নেই।
মানবিক মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।
শামীম চৌধুরী
কয়জনে বুঝে এদের এমন হৃদয় নিঙরানো আহাজারী ও আর্তনাদ। ঈদে এরাও আনন্দে থাকুক।
ইসিয়াক
পাঠে মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।