
সেদিন আকাশ ভারী ছিল, ছিল ঘন মেঘে ঢাকা
তুমি এসেছিলে এতিম নির্ভয়া শান্তির ছবি আঁকা।
ঝড়ো দমকা হাওয়ায় বিলীন হয়ে যায়
পিতা হারা কালিমা লিপ্ত বাংলার ধূলি মাখা।
লাখো জনতার পদভারে মুখরিত ছিল ঢাকার রাজপথ
পিতা হারা বেদনায় বুক ছিল ভারী বাংলার জনপথ।
পিতার খুনীরা দর্প করে ছাড়ে হুঙ্কার এই বাংলায়
রাজাকারের কনভয় ঢাকে বাংলার রক্তাক্ত পতাকায়।
ঢাকার রাস্তায় খুনীদের সাজোয়া কনভয় দেয় হুঙ্কার হানা
অলি গলি ছিল সাপ নেউলে টিকটিকির বিষাক্ত ফণা।
মানুষ নেমেছিল নির্ভয়ে ষরযন্ত্রের বাঁধ উপড়ে ফেলে
জয় বাংলায় উত্তাল রাজপথ খুনীর মসনদ ভাঙবে বলে।
আকাশে সেদিন ডানা মেলেছিল পরাজিত শকুনের দল
জনতার হুঙ্কারে ভেঙে পড়ে সেদিন শিরহীন চামচিকার বল।
পিতা হারা বেদনায় অশ্রুসিক্ত তুমি ছিলে
লাখো মানুষের আনন্দাশ্রুতে নতুন শক্তি পেলে।
স্রস্টার কাছে প্রার্থনা করেছো সেদিন দুহাত তুলে
দু:খী মানুষের মুখে হাসি ফুটাবার শপথ নিয়েছিলে।
খুনীরা সেদিন বন্দী রেখেছিল পিতার রক্ত মাখা স্মৃতি
ঐ বাড়িটি বিজয় পতাকা জয় বাংলার দ্যুতি।
মিলাদ তোমাকে পড়তে দেয়নি ধর্ম গিয়েছে ভুলে
রাজপথে তাই মিলাদ পড়েছো জায়নামাজটি তুলে।
তুমি শুধু আজ মুজিব কন্যা নও নেত্রী হাসিনা
তুমিই আজ বিশ্ব নেত্রী মানুষের মুক্তির ঠিকানা।
করোনা কালের দু:সহ দিনে মানুষ আজ দিশেহারা
সবার পাশে দাঁড়িয়েছো তুমি অভয় পেয়েছে তারা।
মানুষের মাঝে বেঁচে আছ তুমি বাংলার ঠিকানা
তুমি হও মৃত্যুঞ্জয়ী শান্তির দুত বাংলার প্রার্থনা।
১৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো দাদা। স্বদেশ প্রত্যাবর্তন দিবস যেন বিফলে না যায় সেই অপেক্ষায় আছি, থাকবো। নেত্রীর দীর্ঘায়ু কামনা করছি। আপনি ও ভালো থাকুন সুস্থ থাকুন
সুপায়ন বড়ুয়া
প্রথম মন্তব্য দিদি বলে কথা।
আপা মোদের বুঝে মনের কথা।
সাথেই থাকেন তিনি যতই থাকুক
দু:খ যত মনের কষ্ট ব্যথা।
আপনি ও ভালো থাকুন সুস্থ থাকুন
মাহবুবুল আলম
দারুণ লিখেছেন দাদা।
শুভেচ্ছা জানবেন।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান।
আপনার অনুপ্রেরনায় হই ধন্য।
আপনি ভালো থাকুন সুস্থ থাকুন
ফয়জুল মহী
সৃজনশীল লেখা। নন্দিত উপস্থাপন ।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
আপনি ভালো থাকুন সুস্থ থাকুন
প্রদীপ চক্রবর্তী
অসাধারণ লাগলো দাদা।
শুভকামনা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ দাদা।
মনে হচ্ছে বড় অসময়ে লিখলাম
আবার ভাবছি প্রজন্মের জানা দরকার।
আজ যদি আপু না আসতেন কোথায় যেত দেশটা?
আর করোনা কালে কে বা ধরতো হাল।
শুভ কামনায় বাংলাদেশ।
ছাইরাছ হেলাল
আমরা তাঁর সুস্থ সুন্দর দীর্ঘায়ূ জীবন কামনা করি।
বেশ গোছান লেখাটি পড়তে ভালই লাগল।
সুপায়ন বড়ুয়া
মহারাজ মোদের প্রশংষা করে
আমার লেখাটি পড়ে।
লেখাটা আমার সার্থক হলো
আনন্দই না ধরে।
ধন্যবাদ। ভাল থাকবেন। শুভ কামনা।
হালিম নজরুল
আমরা নেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান সাথে থাকার জন্য।
ও নেত্রীর দীর্ঘায়ু কামনার জন্য।
আপনি ও ভাল থাকবেন। শুভ কামনা।
জিসান শা ইকরাম
একটি ঐতিহাসিক দিনকে কবিতার মাঝে সুন্দর ভাবে তুলে এনেছেন।
আবেগময় কবিতাটি অত্যন্ত ভালো লেগেছে দাদা।
শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান,
করোনা কালে কেউ যখন লিখলো না।
শত ব্যস্ততার মাঝেও তুলে আনার চেষ্টা করলাম আর কি আগামী প্রজন্মের জন্য।
ফেইশ বুকের বন্ধুরাতো লাইক ডিসলাইক দিতে ও
খুনীর বংশধর দের ভয় পায়।
ভাল থাকবেন। শুভ কামনা।
তৌহিদ
সুন্দর একটি কবিতায় তাৎপর্যপূর্ণ বিষয়টিকে কবিতায় লেখা আপনার পক্ষেই সম্ভব দাদা। নেত্রীর দীর্ঘায়ু কামনা করি।
আপনার জন্যেও শুভকামনা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান।
মনে হচ্ছে বড় অসময়ে লিখলাম
আবার ভাবছি প্রজন্মের জানা দরকার।
আজ যদি আপু না আসতেন কোথায় যেত দেশটা?
আর করোনা কালে কে বা ধরতো হাল।
শুভ কামনায় বাংলাদেশ।
ভাল থাকবেন। শুভ কামনা।
আরজু মুক্তা
আপনার কবিতা খুব ভালো হয়।
নেত্রীর সুস্বাস্থ্য কামনা করছি
সুপায়ন বড়ুয়া
যাক বাবা একজন গুনমুগ্ধ আপুকে পেলাম
যিনি পড়েন কবিতা, ভালবাসেন কবিতা
আমি কি বলছি আপু ভুল কি সবি-তা।
ভাল থাকবেন। শুভ কামনা।