তোমার অনলে জ্বলতে জ্বলতে
আমি হয়েছি অঙ্গার।
তোমার ভালোবাসা পাবার আশা
নিত্য হাহাকার।
আমার অভিমান দুঃখ ব্যথা
সব তোমায় ঘিরে।
আমার স্বপ্নগুলো হোঁচট খেলেও
ফিরে তোমারই দ্বারে।
এবার কি তবে হবে একটু সময়
আমায় ফিরে দেখার?
আমার কিন্তু খুব সাধ ছিলো
একান্ত তোমার হবার।
৭৮০জন
৬৮৫জন
১৮টি মন্তব্য
তৌহিদ
প্রেম কত্তে গেলে অংগার হতেই হবে!! খুব সাবধান ভাই ☺
ইসিয়াক
আমি সাবধানেই থাকি ভাইয়া। তবু ফাঁদে পড়ে যাই।
শুভকামনা।
ফয়জুল মহী
নান্দনিক লেখনী ।
ইসিয়াক
ধন্যবাদ মহী ভাইয়া।
সুপর্ণা ফাল্গুনী
সাধ পূরণ হোক এই কামনা রইলো। ভালো থাকবেন সবসময়
ইসিয়াক
আপনিও ভালো থাকুন দিদিভাই।
নিরন্তর শুভকামনা।
সঞ্জয় মালাকার
সাধ পূরণ হোক অশেষ কামনা রইলো।
তোমার অনলে জ্বলতে জ্বলতে
আমি হয়েছি অঙ্গার।
ইসিয়াক
মন্তব্যে ভালো লাগা।
শুভকামনা রইলো।
শামীম চৌধুরী
ভাইজান,
তোমার অনলে জ্বলতে জ্বলতে
আমি হয়েছি অঙ্গার।
এই সাধ কয়জনের হয়। আর কয়জনই বা পারেন। দারুন লিখেছেন। ভাল লাগলো পড়ে।
ইসিয়াক
মন্তব্যে অনুপ্রাণিত শামীম ভাই।
শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
কবিদের এমন সাধ সব সময় থাকে দেখতে পাচ্ছি।
ইসিয়াক
হা হা হা হেলাল ভাই…….
# সব পাখিতে মাছ খায় মাছরাঙার দোষ হয়।
নিরন্তর শুভকামনা।
হালিম নজরুল
আমার স্বপ্নগুলো হোঁচট খেলেও
ফিরে তোমারই দ্বারে।
—————সত্যিকারের প্রেম।
ইসিয়াক
ধন্যবাদ ভাই ভালো থাকুন।
শুভসকাল
সুপায়ন বড়ুয়া
ভালবাসায় অঙ্গার হলে
হাহাকার করবেন কেমনে।
সাবধানের মার নাই।
ভাল লাগলো। শুভ কামনা।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো। শুভকামনা।
আরজু মুক্তা
পুড়ে ছাই হওয়ার কি দরকার?
ইসিয়াক
ঠিক তাই আপু, পুড়ে ছাই হবার কোন দরকার নাই।
তবু মনটা যে কি! কিছুতেই বোঝে না। হাহা হা……….
নিরন্তর শুভকামনা।