পরিণতির চতুর্থ পৃষ্ঠা

হালিম নজরুল ১৫ মে ২০২০, শুক্রবার, ০৪:৩৪:৩৮অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

 

বোকা নারী ধোকা দিল ওপাড়ার মোকাকে
ছেলেধরা যেমনিতে বশ করে খোকাকে।

তার ছিল রূপ আর যৌবন ভারী যে
রঙে রূপে মনকাড়া দুর্বার নারী সে।
একে ওকে কাছে ডাকে কত রূপ ছলনায়
তার প্রেমে হাবুডুবু কতজনে খাবি খায়।

ছলনায় ভুলে মোকা হয়ে যায় হন্য
বোঝেনা সে নারীরূপী হিংস্র বন্য।
টলমলে সুরোতের গন্ধেতে মাতে সে
মন -মন্দিরে নানা স্বপ্নও পাতে সে।

ভেবেছিল ভালবেসে হবে কত পূণ্য
কাঁদে মোকা হয়ে আজ নি:স্ব ও শূন্য।

——————-0 0——————–

৬১৪জন ৫১৭জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ