
ছেলেবেলায় আমার কোনো বিশেষ নাম ছিলো না। ছিলো না মনে বিশেষ নামের দরকার পড়েনি। বাবা মা আকীকা করে নাম দিয়েছেন সুরাইয়া পারভীন। এই নামটাকে যে যার মতো করে ডাকতে শুরু করলো। বিশেষ বিশেষ জন বিশেষ ভাবে ডাকেন। তাদের ডাকা বিশেষ নাম গুলো
১। ছেরিয়া
২। সুরিয়া
৩।সুনিয়া
৪। সুরা
৫। সুরাতুন
৬। ছুরি
এবং সবশেষে যোগ হলো বস্তীর রাণী ছুরিয়া
ভাবুন অবস্থা। তাদের বিশেষ নাম ধরে ডাক শুনে হাত পা ছড়িয়ে কান্না শুরু করতাম। বাবা মাকে বলতাম কেনো রেখেছেন এই নাম?
যারা আমাকে এই নাম গুলো ধরে ডাকতেন তারা হলেন
ছেরিয়া বলে ডাকতেন আমার জেঠু, সুরিয়া বলে ডাকেন নানী
সুনিয়া বলে ডাকতেন এক বুবু
সুরা বলে ডাকতেন সমবয়সীরা
সুরাতন বলে ডাকতে যে বুবুর কাছে কুরআন পড়া শিখেছি, মাঝে মাঝে স্কুলে ধর্ম স্যারও ডাকতেন
ছুরি বলে ডাকতো পাড়ার একটু বড় ভাইয়েরা। বিশেষ করে যাদের সাথে আমার দা কুড়াল সম্পর্ক ছিল একটা সময়।
আর সব শেষে পপির সিনেমা দেখার পর সবাই একযোগে বলতো বস্তীর রাণী ছুরিয়া।
সেদিনও অনলাইন লুডু খেলতে এক গেইম পাটনারও বললো বস্তীর রাণী ছুরিয়া Don’t kill
শুধু মা বাবা ভাইও গুটি কয়েক জন আমাকে আমার শুদ্ধ নাম ধরে ডাকতেন।
বিঃদ্রঃ এই পোস্ট পড়ার পরে আমাকে ভুলেও ঐ বিশেষ নাম গুলো ধরে ডাকবেন না । আর যদি কেউ ডাকেন তাদের সাথে দিয়ে দেবো আড়ি কইলাম😏
২৫টি মন্তব্য
ইঞ্জা
আহারে বেচারি, ধুর কেন বেচারি বলবো, আমাদের চট্টগ্রামেই তো সবাই সবার নামকে বিচিত্র সব নামে ডাকে, যেমন আমাকে নবীর জায়গায় নইব্বা, নইব্বে সহ কতো নামেই না ডাকতো। 😆
আওউ আপনি কি লুডু অনলাইনে খেলেন, নাকি লুডুর ঘর নিয়ে খেলেন, যদি অনলাইনে খেলেন তাহলে কোনটা খেলেন জানাবেন। 😁
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা হা
অনলাইনে লুডু খেলি ভাইয়া
এবার খেললে আপনাকে ইনভাইট পাঠাবো।
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ইঞ্জা
আপু আমি লুডু ওয়ার্ল্ড সুপার স্টার খেলি, পারলে এড করে নিয়েন।
সুরাইয়া পারভীন
ভাইয়া
লিখতে বলে এখন খুব হাসি হচ্ছে তাই না।
আগামী কাল লিখবো রোজা আর ঈদের কিছু স্মৃতি বিস্মৃতি নিয়ে।
ইঞ্জা
অপেক্ষায় রইলাম আপু।
ছাইরাছ হেলাল
সবাই ত কোন না কোন নামে ডেকেই ফেলেছে!
শুধু আমরা বললেই দুষ!
সুরাইয়া পারভীন
নাহ্
একদম নাহ্
আড়ি আড়ি আড়ি
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
আপু চমৎকার লিখেছেন কিন্তু। যদিও নামগুলো একটু বেশী মজার তবে বস্তির রানী ছুরিয়া এটা শুনলে রাগ হবার ই কথা।তো আমরা সোনেলার সবাই কি নামে ডাকবো, যদি নিজেই বলে দিতেন। হা হাহা। রাগ কইরেন কিন্তু।ধন্যবাদ আপনাকে
সুরাইয়া পারভীন
দিদি🙈🙈🙈
সুরাইয়া বলেই ডাকুন না
এই নামে কেউ ডাকলে খুব আপন মনে হয় আমার
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ফয়জুল মহী
সুরা সুনিয়া মুনিয়া শিরা এইসব উপনাম থাকবে চির কাল
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
প্রদীপ চক্রবর্তী
হা হা হা
দিদির যত নাম
১। ছেরিয়া
২। সুরিয়া
৩।সুনিয়া
৪। সুরা
৫। সুরাতুন
৬। ছুরি
আমরা জেনে গেছি☺
চমৎকার লেখনী দিদি।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রেহানা বীথি
নামগুলো তো বেশ আকর্ষণী!🤪
তবে….
ডাকবো না…. ডাকবো না
অমন করে ওসব নামে ডাকবো না! 😆
কে আর চায় বোনের সাথে আঁড়ি নিতে?
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
এই তো আমার লক্ষী আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় 💜
তৌহিদ
আপনাকে ক্ষ্যাপানোর জন্য হলেও ডাকবো একবার। সুরিয়া আপু।
স্মৃতিচারণা ভালো লেগেছে।
সুরাইয়া পারভীন
নাহ্😫😫😫
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
আচ্ছা ডাকবোনা ☺
সুপায়ন বড়ুয়া
ছয় নামে এক নাম
শুনতে ভালো লাগে
তিনি মোদের প্রিয় আপু
সুরাইয়া পারভীন ডাকে
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
ওয়াও দারুণ লিখেছেন দাদা
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কামাল উদ্দিন
বস্তীর রাণী ছুরিয়া, এই নামে কিন্তু আপনাকে আমি ডাকিনি 😀
সুরাইয়া পারভীন
জানি তো ঐ নামে ডাকেন নি
এমনিই লিখেছেন 😕😕
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কামাল উদ্দিন
হে হে হে এই তো বুঝতে পেরেছেন আপু😅
হালিম নজরুল
আমাকে ছোটবেলায় অনেকে অনেক বিকৃত নামে ডেকেছে।
সুরাইয়া পারভীন
সবারই একই অবস্থা
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া।
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়