
কত শত রঙের স্বপ্ন,
এভারেস্ট শৃঙ্গ ছোঁয়া আশার সঞ্চারিনী,
সুখ-দুঃখের কাব্যকথা ;
ডায়েরীর শ্বেত-শুভ্র ক্যানভাস অপাংক্তেয় রয়ে যায়-
কলমের স্পর্শহীনতায় ;
থমকে গেছে কলমের রক্তঝরা আকুলতা,
ডায়েরীর সাথে মিতালী হয়েছে কারাবন্দী ।
কবিতা হারায় ছন্দ, কাব্য;
গল্পেরা খুঁজে পায় না কুল-কিনারা।
সমীকরণ গুলো সমাধানের পথ হারায়;
মনের জমাটবাঁধা স্বরলিপি- সুর খুঁজে না পায়।
অভিমানী কলমটা ভালোবাসার আঁচড় কাটেনা বলে;
লাল-নীল-কালো রঙের আল্পনায় সাজে না ডায়েরীটা।
ব্যথার নীলে ভরেছে অন্তরিন্দ্রিয়ের বৃত্ত ;
ভালোবাসার মায়াডোর ছিন্ন করে বহে সমান্তরালে।
২৮টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“কত শত রঙের স্বপ্ন,
এভারেস্ট শৃঙ্গ ছোঁয়া আশার সঞ্চারিনী,
সুখ-দুঃখের কাব্যকথা ;
ডায়েরীর শ্বেত-শুভ্র ক্যানভাস অভুক্তই রয়ে যায়-
কলমের স্পর্শহীনতায় ;”
কলম চালিয়ে যান দিদি এই অন্তহীন অবষরে
সুখ – দু:খের কাব্য কথা ধরা দেবে আপনার অগোচরে।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
প্রথম হবার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ কামনা সবসময়ের জন্য।
জিসান শা ইকরাম
বোবা কান্নার কবিতা,
কলম আবার লেখুক আগের মতই।
কবিতা ভালো হয়েছে ছোটদি,
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই । কৃতজ্ঞতা রইলো। ভালো থাকবেন সবসময় শুভ কামনা
ফয়জুল মহী
সহজ সরল ও নন্দিত ভাবে উপস্থাপন ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনাকে । সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন সুস্থ থাকুন
সুরাইয়া পারভীন
ক্ষত-বিক্ষত রক্তাক্ত হৃদয়ের হাহাকার
আর কেউ না বুঝুক কলমটা বুঝেছিল বলেই তো তার লাল নীল কালো রঙে রাঙাতে পরেনি শ্বেত শুভ্র ডায়েরীটার বুক।
চমৎকার লিখেছেন দিদি
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো লাগা অবিরাম।
ছাইরাছ হেলাল
বুঝছি! কলম পাল্টাতে চান!
এই কলমে এককালে কত কিছুই না ছিল
আজ শুধুই কান্নার হাহাকার।
ডায়েরী কিন্তু পাল্টানো ঠিক হবে না।
আহা, বোবা কান্না!
সুপর্ণা ফাল্গুনী
গভীর বিশ্লেষণ ও সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সাবিনা ইয়াসমিন
ডায়েরিটা আবার সেজে উঠুক লাল-নীল-কালো রঙের আল্পনায়। কলম যদি কালি শূন্য হয়ে যায়, তাহলে তাতে নতুন করে কালি ভরে নিতে হবে।
শুভ কামনা রইলো 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
ওয়াও অসাধারণ আপু। অনুপ্রেরণা মূলক মন্তব্যে খুশি হলাম। ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সবসময়
প্রদীপ চক্রবর্তী
চমৎকার কাব্যকথন দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময় শুভ কামনা
সঞ্জয় মালাকার
কত শত রঙের স্বপ্ন,
এভারেস্ট শৃঙ্গ ছোঁয়া আশার সঞ্চারিনী,
সুখ-দুঃখের কাব্যকথা ;
ডায়েরীর শ্বেত-শুভ্র ক্যানভাস অপাংক্তেয় রয়ে যায়-
কলমের স্পর্শহীনতায় ;
থমকে গেছে কলমের রক্তঝরা আকুলতা,
ডায়েরীর সাথে মিতালী হয়েছে কারাবন্দী ।
ভালো থাকবেন দিদি শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো আপনার জন্য। শুভ সকাল
নিতাই বাবু
আপনার কবিতার লাইনের মতো বর্তমান সময়ে আমাদের জীবনটাও কারাবন্দী! আমরা সকলেই আজ ঘরবন্দী।
সময়োপযোগী কবিতা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো লাগা জানিয়ে গেলাম। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সবসময়ের জন্য
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখছেন দিদি ভাই, কবিটা দারুন ভালো লাগছে।
সুপর্ণা ফাল্গুনী
খুব খুশী হলাম আপু। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
কামাল উদ্দিন
এক সময় আমি নিয়মিত ডায়েরি লিখতাম, সেই কলম আর ডায়েরির যুগ হারিয়ে গেছে আমাদের কাছ থেকে, আমরা এখন ডিজিটাল বাংলাদেশ।
সুপর্ণা ফাল্গুনী
আমিও লিখতাম। বছরের প্রথম ডায়েরী না পেলে মন খারাপ হয়ে যেতো। এখন সবই আছে কিন্তু লেখা আর পড়ার ইচ্ছা টা নষ্ট হয়ে গেছে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
কামাল উদ্দিন
আমার ডেয়েরিগুলো কালের গর্বে হারিয়ে গেছে আপু
সুপর্ণা ফাল্গুনী
খুব খারাপ লাগলো । আমার ডায়েরীও নষ্ট করে ফেলেছি। শুধু প্রথম ডায়েরীটা আছে কিছু ঠিকানা, স্মৃতি বিজড়িত
তৌহিদ
বুচ্ছি বিষণ্ণতা ধরা দিয়েছে। গান শুনুন। প্রেমের কবিতা ডায়রিতে লেখা হবে দেখবেন। আর গল্প সেতো আপনার কাছে নস্যি।
দারুণ কবিতা পড়লাম দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
🙂🙂। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্যের জন্য। এভাবেই অনুপ্রেরণা ও শুভকামনা চাই সবসময়ের জন্য। জানি তা পাবোই । ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা। শুভ সকাল
হালিম নজরুল
চমৎকার অনুভূতি
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ একদিনেই আমার সব লেখা পড়ে মন্তব্য দিলেন। এ যে কত বড় আনন্দের, ভাষায় প্রকাশ করা যাবেনা। কৃতজ্ঞতা ও শুভকামনা রইলো। শুভ সকাল