
সব কিছুর এক নিয়ম আছে নিয়ম মানতে হয়
মতলববাজরা নিয়ম ভাঙে হেরে যাবার ভয়।
কিছু নিয়ম চিরন্তন হয় থাকে শাশ্বত
কিছু নিয়ম মানুষ করে মানে অবিরত।
সূর্য উঠে পূর্বদিকে পশ্চিমে যায় অস্ত
সূর্যটাই স্থির থাকে পৃথিবী ঘুরে ব্যস্ত।
ফুটবল খেলা বাইশ জনে একটি বলে হয়
সময় গুণে খেলে তারা গোলে পায় জয়।
ক্রিকেট খেলা বাইশ গজে ব্যাটে বলে হয়
বাউন্ডারি মারতে পারলে চার ছক্কা হয়।
বিচারপতি শপথ নিতে কোরান থাকে হাতে
সত্য মিথ্যা সাক্ষ্য দিতে হয় শপথ নিতে।
ভোটে তুমি জিতে গেলেই মন্ত্রী এমপি নয়
মন্ত্রী এমপি হতে হলে শপথ নিতে হয়।
লোনা জলে সাঁতার কাটলে শরীর হালকা লাগে
অনূকুলে সাতার কাটলে পৌঁছে যাবেন আগে।
ট্রেন চলে সিগনাল দেখে গাড়ি চলে বামে
উল্টো পথে চলতে গেলে দুর্ঘটনায় থামে।
নিয়ম যদি মেনে চলি বিপদ কেটে যাবে
স্বাস্থ্য বিধি মেনে চললে করোনা মুক্ত হবে।
২৭টি মন্তব্য
ফয়জুল মহী
দারুণ লেখা ,বেশ । ভালো থাকুন।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য ও
মন্তব্যে প্রথম হওয়ার জন্য।
ভাল থাকবেন। শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
কিছু নিয়ম চিরন্তন হয় থাকে শাশ্বত এটাই প্রতিয়মান দাদা।
বেশ ভালো কাব্যকথন।
সুপায়ন বড়ুয়া
নিয়ম মেনে চললে সব সমস্যার সমাধান হয়
মতলববাজ মানতে চায় না রাজনৈতিক সুবিধা
নেয়ার জন্য।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ নিয়ম নিয়ে দারুণ লিখলেন। দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
কি আর করা সমস্ত অনিয়মের গ্যারাকলের পরে
ত্রাহি অবস্থা প্রিয় মাতৃভূমি।
ভাল থাকবেন দিদি। শুভ কামনা।
তৌহিদ
অতি চমৎকার ভাবে নিদারুন কিছু সত্যকে তুলে এনেছেন লেখায়। সবকিছুরই একটা নিয়ম আছে। আমরা যেন নিয়ম ভাঙার জন্যই নিয়ম গড়ি। কোরান হাতে মিথ্যে বলি, জনগনের ভোটে নির্বাচিত হয়ে জনগনকেই ধোঁকা দেই।
আমাদের বিবেক জাগ্রত হোক। চমৎকৃত হলাম কবিতা পড়ে। ভালো থাকবেন দাদা।
সুপায়ন বড়ুয়া
কি আর করা সমস্ত অনিয়মের গ্যারাকলের পরে
ত্রাহি অবস্থা প্রিয় মাতৃভূমি।
নিয়ম মেনে চললে সব সমস্যার সমাধান হয়
মতলববাজ মানতে চায় না রাজনৈতিক সুবিধা
নেয়ার জন্য।
ভাল থাকবেন ভাই। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
ছড়ায় ছড়ায় জ্ঞানের কথা
পড়তে মন্দ নয়,
সবাই যদি মেনে চলে
না করে হেলাফেলা,
সবাই আমরা এগিয়ে যাব
বলে রাখছি মনেপ্রাণে, এ কথা।
সুপায়ন বড়ুয়া
ওয়াও !
আমার ভাইজান লিখতে পারে
সহজ সরল ভাষায়।
তাই তো মোরা বসে আছি
নতুন লেখার আশায়।
ভাল থাকবেন। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
আসলেই! মহারাজের কমেন্ট পড়ে আমিও অভিভূত হয়ে গেছি 😇😇
সুপায়ন বড়ুয়া
ঠিক তাই আপু।
মহারাজ চাইলে পারে।
সহজ সরল পথটি ধরে।
আমাদেরকে মুগ্ধ করে।
ছাইরাছ হেলাল
ইট্টু দুয়া দিলে সব-ই হয়ে যাবে!
ছাইরাছ হেলাল
@সাবিনয়া জ্বি!
ল্যাক্তে পারি-না দেখে
এমুন কইরা কয়া কথা
ক্যামনে যে হজম হবে
কে জানে!
সুপর্ণা ফাল্গুনী
যে কঠিন পারে সে অবশ্যই সোজাটাও পারে,এটা শুধু সময়ের অপেক্ষা।
ছাইরাছ হেলাল
ঠিক ঠিক, সে সব কিছু উল্টিয়ে দিতে পারবে!
আহা সময়! পালিয়ে কি রক্ষা পাবে সে!
সুরাইয়া পারভীন
নিয়ম ঘেরা জীবন মোদের
নিয়ম ঘেরা এদিক ওদিক
নিয়ম ভেঙে কেনো তবে
মরণ ঘাতক আনবো ডেকে
নিয়ম মেনে চললে সবে
বেঁচে যাবো প্রাণেপনে
চমৎকার লিখেছেন দাদা।
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপায়ন বড়ুয়া
ওয়াও আপু।
আপনিইতো লিখলেন ভালো।
নিয়ম মেনে চললে অনেক সমস্যার সমাধান হয়।
ভাল থাকবেন। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
কিছু নিয়ম নির্ভুল। শ্বাশত চিরায়ত নিয়মের মাঝেই তার বসবাস। নিয়মের মাঝেই শান্তি বসত করে। অশান্তি প্রিয়রা ক্রমাগত নিয়ম ভঙ্গ করে। আর তাদের ভুলের মাসুল দিতে হয় বাকিদেরও।
কবিতায় ভালো লাগা রইলো দাদা,
শুভ কামনা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
সহমত আপু।
অতি মানবিক বাঙালী ক্ষমার চোখে দেখে বেশী
সব মানুষ নিয়মের অধীন
নিয়ম লঙন করলেই সংঘাত অবধারিত।
নিয়মের মাঝে থাকলে সব সমস্যার সমাধান নিহিত
ভাল থাকবেন। শুভ কামনা।
জিসান শা ইকরাম
নিয়ম মেনে আমাদের চলতেই হয়,
নতুবা সর্বনাশ।
হঠাৎ করে কোনো গাড়ি রাস্তার ডান দিক দিয়ে উল্টো চললে দুর্ঘটনা হবেই।
নিয়ম মানেনি যারা তারাই করোনায় আক্রান্ত হয়েছে।
কবিতা ভালো লেগেছে দাদা।
শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান।
সবাই এতো স্বাধীনতা ভোগ করছে যে
কেঊ নিয়ম নীতি তোয়াক্কা করে না
তাই নিজে বিপদে পড়ে ও অন্যকেও ফেলে।
ভাল থাকবেন। শুভ কামনা।
কামাল উদ্দিন
সমকালীন চমৎকার কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম দাদা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুভ কামনা। ভাল থাকবেন।
কামাল উদ্দিন
আপনিও ভালো থাকুন সব সময় দাদা।
হালিম নজরুল
লোনা জলে সাঁতার কাটলে শরীর হালকা লাগে
অনূকুলে সাতার কাটলে পৌঁছে যাবেন আগে।
ট্রেন চলে সিগনাল দেখে গাড়ি চলে বামে
উল্টো পথে চলতে গেলে দুর্ঘটনায় থামে।
————চমৎকার
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ।
ভাল থাকবেন। শুভ কামনা।