
বন্ধু তুমি ও গেলে চলে অবশেষে
করোনা যুদ্ধের সম্মুখ সমরে প্রথম শহীদ হলে।
মানবিক বিপর্যয়ে যখন হিমসিম খায় সারা বিশ্ব
অদৃশ্য জীবাণু শক্তি করোনার আক্রমনে
তুমি ই এগিয়ে এলে প্রথম গরীবের বন্ধু বলে।
বিপন্ন মানুষ যখন হতাশায় মুষরে পড়ে
ঘুরে হাসপাতালের দ্বারে
একটু চিকিৎসা পাবার আশায়
একটু ভরসা পাবার প্রতীক্ষায়
তখন আমরা পিছু হটলাম নিরাপত্তার অজুহাতে
তুমিই এগিয়ে এলে বন্ধু হাসি মুখে
তোমার নিজস্ব নিরাপত্তার বলয়ে
দাঁড়িয়ে অভয় দিয়ে গেলে মুমুস্ষু জনতার পাশে।
তুমি শুধু চিকিৎসক নও
তুমি গরীবের বন্ধু ছিলে
সম্মুখ সমরে নেতৃত্বে থাকা বীর যোদ্ধা ছিলে
তোমাকে সালাম বন্ধু লাল সালাম।
তুমি যখন হাসপাতালের চিকিৎসা সামগ্রীর কথা বলতে
আমরা তখন চেয়েছি ডক্টরস ক্লাবের বিনোদন সামগ্রী।
তুমি যখন হাসপাতালের বেডের কথা বলতে
আমরা চেয়েছি আমাদের আবাসিক সুবিধা।
তুমি যখন চিকিৎসার জন্য আই সি ইউর কথা বলতে
আমরা চেয়েছি এ্যান্বুলেন্স, কমিশন বানিজ্যে রোগী প্রাইভেট হাসপাতালে পাঠানোর জন্য।
তুমি যখন পরীক্ষাগারের কথা বলতে
আমরা তখন নির্বাচিত ল্যাবে পাঠাতাম কমিশনের জন্য।
তোমার জীবন দিয়ে প্রমাণ করলে আমাদের এসবের বড় প্রয়োজন ছিল।
আমাদের বাঁচার জন্য, আগামী প্রজন্মের জন্য।
বন্ধু তোমার জন্য আই সি ইউ অ্যাম্বুলেন্সের কথা বললাম
তুমি বললে কতজন রোগীর জন্য তোমরা আনবে ?
আমি আই সি ইউ এ্যাম্বুলেন্স চাই না
আমি উন্নত ল্যাব চাই পরীক্ষার জন্য
আমি আই সি ইউ চাই চিকিৎসার জন্য।
বন্ধু তোমার দুই মাসুম বাচ্চাকে যখন দেখি
মনে পড়ে যায় আমার হাসোজ্জ্বল দুই সন্তানের কথা।
তোমার সদ্য বিধবা প্রিয়তমা স্ত্রীকে দেখি
তখন মনে পড়ে যায় আমার লাজ নম্র বধূটার কথা।
বন্ধু তুমি বীর ,মানবিকতার উজ্জ্বল নক্ষত্র
করোনা যুদ্ধের প্রথম শহীদ।
তোমাকে সালাম, লাল সালাম
তুমি শান্তিতে ঘুমাও
আমরা জেগে আছি, তোমার কাঙ্খিত মানব সেবায়।
শুধিব আমরা তোমার ঋণ
করোনা শহীদ ডাক্তার মঈন
ছবি : নেট থেকে।
২৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ঋণ কীভাবে শুধবো জানি না।
তবে তার জন্য আমরা একটি এম্বুলেন্স দিতে পারিনি।
সুপায়ন বড়ুয়া
এটাই আমাদের ব্যর্থতা।
লেখাটা পুরোটাই ডিস্প্লে হচ্ছে। আবার বিস্তারিত নেই
জানি না কি সমস্যা।
ধন্যবাদ শুভ কামনা।
ছাইরাছ হেলাল
হ্যাঁ, একটু সমস্যা আছে, ব্লগটিম চেষ্টা নিচ্ছে, সময় লাগবে।
ভাল থাকবেন।
নিতাই বাবু
ডা. শহীদ ডাক্তার মঈন-এর বিদেহি আত্মার শান্তি কামনা করে বলতে চাই, এদেশে ভালো মানুষের মূল্য নাই! বর্তমানে সবাই সবারটা আগে চিন্তা করে, কিন্তু এই সময়ে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস থেকে আমাদের রক্ষা করার চিকিৎসকদের কথা কেউ একটু ভেবেও দেখে না। এটা একরকম বৈষম্যই বলা চলে।
লেখা পড়ে কান্না আসতে লাগলো, দাদা।
আপনার জন্য শুভকামনা থাকলো।
সুপায়ন বড়ুয়া
আমরা একজন মানবিক গুন সম্পন্ন একজন চিকিৎসকে হারালাম। যখন সবাই ভয়ে গা ঢাকা দেয় ওনি এগিয়ে আসেন মানব সেবায়।
ভাল থাকবেন। শুভ কামনা।
জিসান শা ইকরাম
দাদা , আপনি কি কোহিনুর বাংলা কি বোর্ড ইউজ করেন?
সুপায়ন বড়ুয়া
না তো আই ফোনে বাংলা রিদ্মিকে লিখি।
যেটা সব সময় লিখি।
সুরাইয়া নার্গিস
খুবই হৃদয়বিধারন একটা করুন মৃত্যু যেটা আমাদের কারো কাম্য নয়।
হে মনবতার সেবক তোমার ঋণ শোধ করা সম্ভব নয়, তুমি বেঁচে থাকবে আমাদেন সবার হৃদয়ে।
হে আল্লাহ্ আপনি রক্ষাকারী, এই মহামারী করোনা থেকে সারা পৃথিবীর মানুষকে রক্ষা করুন।
এত মৃত্যুর মিছিল দেখতে আর দেখতে পারছি না, এই কষ্ট সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলছি।
হে আল্লাহ্ আপনি আমাদের ক্ষমা করুন।
সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকুন।
শুভ কামনা রইল সবার জন্য।
সুপায়ন বড়ুয়া
এই মৃত্যুর মিছিল কবে থামবে জানি না। তবে
এইভাবে লকডাউন চলতে থাকলে ক্ষুধা, রোগে ও শোকে নতুন মৃত্যুর মিছিল শুরু হবে
সেটা থামানো আর ও কঠিন হবে মনে হয়।
ভাল থাকবেন আপু । শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
আপনার সাথে সহমত ভাইয়া।
আমি একটা গ্রুপে করোনা অসহায় মানুষকে ত্রান সহায়তা এর সাথে জড়িত প্রতিদিন ১০-১৫ জন কল দেয়।
তাদের ঘরে খাবার লকডাউনে তারা বাইরে বেরুতে পাচ্ছে না।
জানিনা কতদিন ওদের মুখে খাবার তুলে দিতে পারব।
আল্লাহ্ সহায় হোন এই দোয়া চাই!
সুপায়ন বড়ুয়া
আপনার মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
এটা কতদিন পারা যাবে। সবার সীমাবদ্ধতা আছে। কৃষক যদি লকডাউনে থাকে সবাই না খেয়ে মরতে হবে।
ফয়জুল মহী
দোয়া রইলো আপনিও করবেন
সুপায়ন বড়ুয়া
দোয়া করি।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
করোনায় বাংলাদেশের প্রথম শহীদকে লাল সালাম। ঈশ্বর তার পরিবারকে ভালো রাখুন, এ কষ্ট সহ্য করবার শক্তি দিক। দাদা আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ দিদি।
তার পরিবার সুখে শান্তিতে থাকার শক্তি দান করুক
ভাল থাকবেন। শুভ কামনা।
মাহবুবুল আলম
পড়ে ভাল লাগলো। দেশসেবকের আত্মা চিরশান্তিতে থাকুক । ভাল থাকবেন। সাবধানে থাকবেন ।
সুপায়ন বড়ুয়া
সত্যিকারের একজন ভাল মানুষ হারালাম।
তাঁর আত্নার সদগতি কামনা করি।
ধন্যবাদ ভাইজান সাথে থাকার জন্য।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
অন্তরের অন্তঃস্থল থেকে জানাই গভীর শ্রদ্ধা। আমরা তা হারিয়েছি তা আর কখনো পাবো না ফিরে। মহান রাব্বুল আলামীন আপনাকে বেহেস্তের সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করুন। আমীন😰😰
সুপায়ন বড়ুয়া
আমিন ! ওনার আত্নার সদগতি কামনা করি।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আপনিও ভালো থাকবেন দাদা
আরজু মুক্তা
আমাদের বীর। ওনার আত্মার শান্তি কামনা করি
সুপায়ন বড়ুয়া
সহমত আপু।
ওনার আত্নার সদ্গতি কামনা করি।
ভাল থাকবেন। শুভ কামনা।
জিসান শা ইকরাম
শহীদ ডা: মঈন এর বিদেহী আত্মার শান্তি কামনা করি।
আর কি লিখব এই লেখায়, বুঝতে পারছি না, মন ভাড়াক্রান্ত হয়ে গেলো।
শুভ কামনা দাদা।
সুপায়ন বড়ুয়া
মন তো খারাপ হওয়ার কথা
যিনি গরীবের আপন জন ছিলেন।
চিকিৎসা সেবা দিতে এগিয়ে ছিলেন যেখানে অন্যরা
পিছু টান দেন।
ভাল থাকবেন। শুভ কামনা।
তৌহিদ
ডাঃ মঈনের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই। তাদের মত ডাক্তাররা আছেন বলেই করোনা চিকিৎসা পাচ্ছে মানুষ।
সুন্দর পোস্ট দাদা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান সাথে থাকার জন্য
আমরা একজন সত্যিকারের মানুষ ও গরীবের
ডাক্তারকে হারালাম।
ভাল থাকবেন। শুভ কামনা।