প্রতীক্ষা

সুরাইয়া পারভীন ১৫ এপ্রিল ২০২০, বুধবার, ০৯:০৮:৫৮অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

একদিন আমিও শব্দের যথার্থ ব্যবহার শিখবো।
শব্দের পিঠে শব্দ বসিয়ে ভাবনারা করবো প্রকাশিত।
অজস্র শব্দের সংযোগে স্বপ্নেরা করবো বাস্তবিত।
শব্দের সমাহারে আঁকা কল্পকথা করবো জীবন্ত প্রাণবন্ত।

সেইদিন ঠিকই করবো অনবদ্য কিছু সৃষ্টি!
কথার পিঠে কথা বসিয়ে গান গল্প লিখবো।
সহস্র শব্দ থেকে যোগ্য শব্দ এনে কবিতা লিখবো।
শব্দে ছন্দে অলংকারে কবিতা সাজাবো।

একদিন আমিও অবিশ্বাস্য কিছু করবো সৃষ্টি!
শুধু সেই আশাতেই যুগ যুগ ধরে বেঁচে থাকবো।

৭৫৫জন ৫১৭জন

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ