
#ভুল
একটা মানুষ, একটা মগজ
ভুল স্মৃতিতে ঠাসা,
ভুলের ওপর মনের আবাস
ভুল ভিটেতে বাসা।
ভুল চোখেতে দৃষ্টি ভ্রম
ভুল কপালে টিপ
ভুল হৃদয়ে যাওয়া আসা
অন্তরে ঢিপঢিপ।
ভুল পথে এক পথিক করে
নিত্য চলাচল
ভুল সুরে নেচে গেয়ে
পায় না খুঁজে তল।
ভুল সাজে, ভুল কাজে
মুখের কথাও ভুল
ভুলের সাথে নিত্য ফোঁটে
মরীচিকা ফুল।
১০/০৪/২০
আমার পৃথিবী
তোমাদের যখন রাতের আকাশে
সবান্ধবে তারা দেখা,
আমার তখন তারা ঝিকমিক
আকাশ একলা একা।
তোমাদের যখন প্রেমিকার আঁচলে
হালকা আকাশী নীল
আমার তখন বিশাল আকাশ
প্রশান্তি অনাবিল।
তোমাদের চোখে বিষাদের ছায়া
প্রেমিকের বিচ্ছেদে
আমার তখন হৃদয় পোড়ে
পাখির আর্তনাদে।
তোমাদের বুকে মাথা গুঁজে
প্রেমিকারা যখন কাঁদে,
এদিকে আমার পোষা বিড়ালটা
বায়নায়, আহ্লাদে।
তোমাদের কান্না ধুয়ে নিয়ে যায়
কাজলের যত কালো
আমার কান্নাতে ফুলদলেরা
নীরবেই ঝড়ে গেল।
২৮/০৩/১৭
২৯টি মন্তব্য
রেহানা বীথি
তোমাদের যখন প্রেমিকার আঁচলে
হালকা আকাশী নীল
আমার তখন বিশাল আকাশ
প্রশান্তি অনাবিল।
চমৎকার কথায় ও ছন্দে সুন্দর দুটো কবিতা।
ভালো থাকবেন।
শুভকামনা সবসময় ।
নীরা সাদীয়া
আপনার ভালো লেগেছে জেনে আমি আনন্দিত।
অনেক শুভ কামনা রইলো। শুভ সকাল।
হালিম নজরুল
চমৎকার ছান্দসিক প্রকাশ
নীরা সাদীয়া
অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
কামাল উদ্দিন
দুটো ছবি দেখেই পাহাড়ি মনে হলো। প্রথম ছবিতে বৈসাবিতে খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে যেমন ভাবে উৎসব শুরু করে তেমনি দৃশ্য। দ্বিতীয় ছবিটাও পাহাড়ি মেয়েদের মতোই দেখায়। ……জীবনটা ভুল হলেও ছড়া ছন্দের মৎকারিত্বে মু্গ্ধ আমি।
নীরা সাদীয়া
ছবিগুলো মোবাইলের স্ক্রিনে টাচ করে এঁকেছে আমারই ব্যাচমেট সুপঙ্কর চাকমা।
ধন্যবাদ আপনাকে।
কামাল উদ্দিন
বলেন কি! মোবাইলের স্ক্রিনে টাচ করে এমন চমৎকার আঁকা? সুপঙ্কর চাকমাকে প্রশংসা করতেই হয়।
নীরা সাদীয়া
সে সত্যিই প্রশংসা পাবার যোগ্য।
সুরাইয়া পারভীন
ভুল সাজে, ভুল কাজে
মুখের কথাও ভুল
ভুলের সাথে নিত্য ফোঁটে
মরীচিকা ফুল।
ভুল সবই যেনো। ভুল মানুষ, ভুল সুখ, ভুল আভিজাত্য। সবই ভুল
দু’টো কবিতায় দারুণ লেগেছে।
নববর্ষের শুভেচ্ছা রইলো আপু
নীরা সাদীয়া
আমাদের জীবনটাই ভুলে ভরা।
কথা ও কাজে আমরা প্রায়ই ভুল করি।
সুপর্ণা ফাল্গুনী
ছবিগুলো চোখে লেগে গেলো। লেখাটাও অসাধারণ । ভালো লাগলো। শুভ কামনা রইলো
নীরা সাদীয়া
ফিচার ছবিটা আমার করা প্রথম মডেলিং।
আর বাকিগুলো এক বন্ধুর আঁকা ছবি।
লেখাটা এবং ছবি ভালো লেগেছে জেনে আমি আনন্দিত। অসংখ্য ধন্যবাদ।
ফয়জুল মহী
অতি সহজ সরল ও নন্দিত ভাবে উপস্থাপন ।
নীরা সাদীয়া
অনেক ধন্যবাদ আপনাকে।
সাবিনা ইয়াসমিন
ভুলে ভরা ভুল গুলো নিয়ে নির্ভুল একটা লেখা পড়লাম। এই ভুল গুলো একসময় ফুলের মালা হয়ে যায়। মরীচিকা ফুল, যাকে ফুল ভেবে ভুল করতেই থাকি।
কেউ প্রেমিকার মাঝে পৃথিবী খোঁজে, কেউ পৃথিবীর মাঝে প্রেম। সৃষ্টির সব কিছুই দৃশ্যমান। প্রেমিকা, আকাশ, তারা, হাওয়া সবই ভালবাসায় আবদ্ধ। যে যেটার আরাধনা করে সুখ পায়।
জোড়া কবিতায় একরাশ ভালো লাগা রইলো।
ভালো থেকো নীরা।
শুভ কামনা 🌹🌹
নীরা সাদীয়া
সত্যিই আমাদের জীবনটা ভুলে ভরা। আমরা ভুল থেকেই শিখি।
আবার আমরা একেকজন একেকটাতে আনন্দ খুঁজে পাই। এটাই মানবজীবন।
শুভ সকাল।
শুভ কামনা জানবেন।
সুপায়ন বড়ুয়া
কোনটা রেখে কোনটা বলি
দুইটাই হল ভাল।
শক্ত হাতে কলম ধর
জোড় কদমে চল।
শুভ কামনা।
নীরা সাদীয়া
দুটোই পড়েছেন এবং ভালো লেগেছে জেনে আমি আনন্দিত। অনেক শুভ কামনা রইলো।
শুভ সকাল।
নৃ মাসুদ রানা
বাহ! বেশ সুন্দর
নীরা সাদীয়া
ধন্যবাদ।
শুভ সকাল।
নাজমুল হুদা
ছন্দে ছন্দে পড়লাম ভালো লেগেছে। ছবিগুলো যেন আরেকটা কবিতা অনেক কিছু বলতে চায়।
শুভকামনা রইল ❤️
নীরা সাদীয়া
আপনাকে অনেক ধন্যবাদ।
কথা ও ছবি মিলিয়ে কিছু একটা সমন্বয় করার চেষ্টা করেছি।
ভালো থাকবেন। শুভ কামনা।
ইঞ্জা
একটা মানুষ, একটা মগজ
ভুল স্মৃতিতে ঠাসা,
ভুলের ওপর মনের আবাস
ভুল ভিটেতে বাসা।
এই কথা কটি মনকে নাড়া দিয়ে গেলো আপু।
নীরা সাদীয়া
আপনার মন কাড়তে পেরেছে বলে আমি আনন্দিত। অনেক ভালো থাকবেন। শুভ কামনা রইলো।
ইঞ্জা
শুভেচ্ছা অবিরত আপু।
জিসান শা ইকরাম
জড়া কবিতা অনেক ভালো লেগেছে।
নীরা সাদীয়া
অনেক ধন্যবাদ।
শুভ কামনা জানবেন।
তৌহিদ
ভুল থেকে তবুও আমরা শিক্ষা নেইনা। একই ভুল বারবার করে যেই।
আমার কাছে কিন্তু প্রেম বলে কিছুই নেই মনে হয়। সব চাওয়াপাওয়ার খেলা।
কবিতা এবং ছবি দুটোই সুন্দর।
নীরা সাদীয়া
আমার কাছেও প্রেম বলে কিছু নাই।
সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভ কামনা।