
বিশাখানক্ষত্রযুক্তা পূর্ণিমায় তটিনীর লহরীতে দুধেল শুভ্রতা;
সারি সারি লহরী আছড়ে পড়ছে বিদীর্ণ , বিস্তীর্ণ তটের আবক্ষে।
তেপান্তরের মাঠে মোহন বাঁশির সুরে বিমূর্ত যামিনী আকন্ঠ নিমজ্জিত;
অভিলাষের জোয়ারে ভেসে যায় কামার্ত তনুমন।
আলস্য-নিমগ্নতায় ছুঁয়ে যায় প্রকৃতির বিরান ভূমি;
শ্রান্ত-অবিশ্রান্ত কায়াখানি নিস্তেজ, নিগূঢ় পড়ে রয় মেটো শয্যায়।
তলদেশে জলজ জনেরা নৃত্য-গীত করে-
আর টপাটপ মনুষ্য-ফাঁদের বলয়ে অবরুদ্ধ হয়।
খেয়াপাড়ে দিনান্তে বাঁধা রয় সারি সারি তরণী দল।
উদোম নীলাম্বর অপলক চেয়ে রয় অবারিত সবুজের পানে;
যেথায় সমীরণ দোদুল্যমান শষ্য-ভূমে।
নব-আগমনের বীজ বপিত হয় রজঃস্বলার ভ্রূণে।
আঙ্গিনায় ফলবতী আম-জাম-লিচুর ঠোকাঠুকি;
বাতাসে ছড়ায় মধুমাসের আগমনী বার্তা।
২৭টি মন্তব্য
প্রদীপ চক্রবর্তী
কাব্যকথনের প্রতিটি শব্দচয়ন ভাবার্থ!
অনবদ্য কাব্যকথন দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
আতা স্বপন
প্রকৃতির জলকেলি খেলা
সুবাসে মৌ মৌ চারধার
নির্মল আলোকে অবনীর সজ্জা
পতন হোক করনার
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। করোনার পতন হোক নতুন বছর এ এই শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
বৈশাখের যামিনীতো লাগলো ভালো
প্রতিটি লাইনে স্পেস কেন হলো ?
যেটা আমি ভুগি নিয়ত।
শুভ নববর্ষ দিদি।
সুপর্ণা ফাল্গুনী
হা হা হা দাদা লাইনের স্পেস নিয়েও ছড়া কাটলেন। খুব ভালো লাগলো। এখন তো মনে হয় ঠিক আছে! আমি ও বুঝতে পারছি না। অটোমেটিক আপডেট নেয়। ধন্যবাদ দাদা ভালো থাকুন সবসময়
সুপায়ন বড়ুয়া
এখন ঠিক আছে। কে ঠিক করলো।
যেটা নিয়ে আমার নিয়ত যুদ্ধ।
সুপর্ণা ফাল্গুনী
অটোমেটিক ঠিক হয়ে যায়
কামাল উদ্দিন
আপু, দাঁতে ব্যথা হচ্ছে 😀
সুপর্ণা ফাল্গুনী
তাই! তাহলে একটা ব্যথা নাশক ঔষধ খেয়ে নিন । সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
এত আগে আগে মধুমাসের আগমনি সংবাদ কেমনে পেয়ে গেলেন!
ভাবতে ভালই লাগে মধুমাসের ঘ্রাণ বাতাসে ভেসে বেড়াচ্ছে।
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
পাশেই আম গাছে আম পাকছে পাকছে ভাব, বাজারে তরমুজ দেখলাম। তাই মধুমাসের আগমনী বার্তা পেয়ে গেলাম। ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
ঘরে আবদ্ধ রেখে
মধুমাসের মিষ্টি ঘ্রাণ মিশ্রিত
বাতাসের স্পর্শ নিতে দিচ্ছে না
মরার করোনা মোরে
চমৎকার লিখেছেন দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। হ্যাঁ মহামারী করোনা সব আনন্দ নস্যাৎ করে দিলো। আপনি ও সুস্থ থাকবেন
হালিম নজরুল
“অভিলাষের জোয়ারে ভেসে যায় কামার্ত তনুমন।
আলস্য-নিমগ্নতায় ছুঁয়ে যায় প্রকৃতির বিরান ভূমি;
শ্রান্ত-অবিশ্রান্ত কায়াখানি নিস্তেজ, নিগূঢ় পড়ে রয় মেটো শয্যায়।”
——————সাবাস
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ কামনা রইলো
রেহানা বীথি
ইশ্ মধুমাস, তুমি কত দূর?
অপূর্ব লিখলেন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ মিষ্টি আপু। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
তৌহিদ
বুচ্ছি আপনিও হেলাল ভাইয়ের পথে হাঁটা শুরু করলেন। এমন কঠিন সব শব্দ বুঝতে মিনিট লেগে যায়।
মধুমাস আসছে। তবে এই সময়ে কতটা উপভোগ্য হবে সেটাই ভাবনার বিষয়।
সুন্দর কবিতা লিখেছেন দিদিভাই।
তৌহিদ
নববর্ষের শুভেচ্ছা দিদি
সুপর্ণা ফাল্গুনী
ইস্। আপনার বুঝতে বুঝি এক মিনিট লাগে ! ওরে বাপরে হেলাল ভাইয়ের পথে হাঁটতে গেলে আরো একবার জন্ম নিতে হবে। ওতো সাহস , জ্ঞান কোনোটাই নেই, সেটা পারেন আপনি। এই সময়ে কোনো উপভোগ্য হবেনা তবুও প্রকৃতি তো থেমে থাকবেনা। তার ডালা যে ভরপুর হয়ে গেছে এগুলো বিলাবে বলে। ভালো থাকবেন। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ফয়জুল মহী
নববর্ষে জাতীর জন্য সুখবর কামনা করি। শুভেচ্ছা আপনাকে ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। আমরা সবাই সেই অপেক্ষাতেই আছি। ভালো থাকুন সবসময়। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
সঞ্জয় মালাকার
অভিলাষের জোয়ারে ভেসে যায় কামার্ত তনুমন।
আলস্য-নিমগ্নতায় ছুঁয়ে যায় প্রকৃতির বিরান ভূমি;
শ্রান্ত-অবিশ্রান্ত কায়াখানি নিস্তেজ, নিগূঢ় পড়ে রয় মেটো শয্যায়।
শুভ নববর্ষ
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকুন সবসময়। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
জিসান শা ইকরাম
চমৎকার শব্দের বুনন,
অনেক অনেক ভালো হয়েছে কবিতা।
শুভ কামনা ছোটদি।
সুপর্ণা ফাল্গুনী
সবই আপনাদের আশীর্বাদ দাদা ভাই। খুব খুশী হলাম। ভালো থাকুন। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো