
কি কল্যান ঈশ্বরের!
লোভনীয় সুরত পেয়েছে রমনী।
লোলুপ দৃষ্টি পড়ে ছাদ থেকে, চাঁদ থেকে।
কামনা হয় আকাশের, পাতালের।
সকলেই স্পর্শ করে দেহ; মন নয়।
কামনা করে সবাই, বাসনা হয় না কারো।
যে জলে তৃষ্ণা মেটায় সবাই
তার ক্ষুধা নিবারণে পা বাড়ায়না কেউ।
এই বাঁচে, এই মরে,
বড্ড খাবি খায় সখিনা।
———————0 0——————–
২১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সখিনার খাবি আমাদের চোখ এড়িয়ে যায়/যাবে, নিয়মানুযায়ী!
কঠিন! কবিতা।
হালিম নজরুল
জী ভাই। ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
“লোলুপ দৃষ্টি পড়ে ছাদ থেকে, চাঁদ থেকে।
কামনা হয় আকাশের, পাতালের।”- ছোট কবিতায় কঠিন কথা বলে দিলেন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
হালিম নজরুল
শুভকামনা রইল।
ইঞ্জা
লোভি চোখে কামনার বাসনা হতেই পারে কবি।
দারুণ শৈল্পিক চয়ন।
হালিম নজরুল
ধন্যবাদ প্রিয় ভাই।
ইঞ্জা
শুভ নববর্ষ প্রিয়জন।
প্রদীপ চক্রবর্তী
যে জলে তৃষ্ণা মেটায় সবাই
তার ক্ষুধা নিবারণে পা বাড়ায়না কেউ।
এই বাঁচে, এই মরে,
বড্ড খাবি খায় সখিনা।
.
সকলি নিজের ইচ্ছাশক্তি দাদা।
হালিম নজরুল
শুভকামনা দাদা।
সুপায়ন বড়ুয়া
“সকলেই স্পর্শ করে দেহ; মন নয়।
কামনা করে সবাই, বাসনা হয় না কারো।”
সুন্দর ছবিতে কামনা জাগ্রত হয় ??
স্বল্প বসনা রমনীরা যখন সুর্য স্নান করে
ফুটপাতে হাটে, বারে বাহুলগ্না হয়
লং টেনিস খেলে কিংবা রেসলিং এ লড়ে
তখন কামনা জাগ্রত হয় না মাইরি বলছি।
ভাল থাকবেন। শুভ কামনা।
হালিম নজরুল
ভাল থাজুন দাদা। শুভকামনা রইল।
সুরাইয়া পারভীন
কি কল্যান ঈশ্বরের!
লোভনীয় সুরত পেয়েছে রমনী।
লোলুপ দৃষ্টি পড়ে ছাদ থেকে, চাঁদ থেকে।
কামনা হয় আকাশের, পাতালের।
সকলেই স্পর্শ করে দেহ; মন নয়।
কামনা করে সবাই, বাসনা হয় না কারো।
যে জলে তৃষ্ণা মেটায় সবাই
তার ক্ষুধা নিবারণে পা বাড়ায়না কেউ।
এই বাঁচে, এই মরে,
বড্ড খাবি খায় সখিনা।
কিছুই বলার নেই
গভীর চিন্তা শক্তির বহিঃপ্রকাশ
হালিম নজরুল
ভালবাসা ও শুভকামনা রইল।
রেহানা বীথি
সখিনারা খাবি খেতেই থাকে।
চমৎকার কবিতা।
হালিম নজরুল
অন্তহীন শুভকামনা রইল।
রুদ্রাক্ষ অহম
যে জলে তৃষ্ণা মেটায় সবাই
তার ক্ষুধা নিবারণে পা বাড়ায়না কেউ।
এই বাঁচে, এই মরে,
বড্ড খাবি খায় সখিনা।
চমৎকার…।
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা রইল।
ফয়জুল মহী
নববর্ষে জাতীর জন্য সুখবর কামনা করি। শুভেচ্ছা আপনাকে ।
হালিম নজরুল
আপনাকেও শুভেচ্ছা মহী ভাই।
জিসান শা ইকরাম
প্রায় ক্ষেত্রেই উপেক্ষিত থাকে রমনীর মন,
ভালো থাকুন ভাই।
হালিম নজরুল
ধন্যবাদ বড় ভাই।