
এখন পিতলের ঘুড়ি ওড়ে সোনালি আকাশে ,
বসন্তের বৈশাবী কাঁদে দূরন্ত বিরহে বিরহে।
অপসংস্কৃতির পেটে খাবি খায় সংস্কৃতির উন্মাদনা।
যেন পৌষের সকালে চৈত্রের খরতাপ
পুড়িয়ে মারে সাংস্কৃতিক বৈচিত্র্য।
আমি হারিয়ে যাওয়া রং তালাশ করি
এই নির্মম সভ্যতার আনাচে কানাচে।
কোথাও অস্তিত্ব নেই তার
এই মায়াবী বিবর্ণ বাসরে।
অতৃপ্তির প্রখরতা কাঁদায় ভীষণ
নির্লিপ্ত পরম্পরা বহনের দহনে দহনে।
——————–0 0———————–
২০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো । সকাল টাই সুন্দর হয়ে গেল কবিতা খানি পড়ে। ভালো থাকুন সবসময় শুভ সকাল
হালিম নজরুল
কবিতা ভাল লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ প্রেরণার জন্যে।
জাকিয়া জেসমিন যূথী
এখন পিতলের ঘুড়ি ওড়ে সোনালি আকাশে ,
বসন্তের বৈশাবী কাঁদে দূরন্ত বিরহে বিরহে।
অপসংস্কৃতির পেটে খাবি খায় সংস্কৃতির উন্মাদনা।
যেন পৌষের সকালে চৈত্রের খরতাপ
পুড়িয়ে মারে সাংস্কৃতিক বৈচিত্র্য।
আমি হারিয়ে যাওয়া রং তালাশ করি
এই নির্মম সভ্যতার আনাচে কানাচে।
কোথাও অস্তিত্ব নেই তার
এই মায়াবী বিবর্ণ বাসরে।
অতৃপ্তির প্রখরতা কাঁদায় ভীষণ
নির্লিপ্ত পরম্পরা বহনের দহনে দহনে।
অপূর্ব লিখেছেন। কিন্তু এত বেশি দাড়ি কমা ব্যবহার করতে নিষেধ করবো কবিতা রচনায়।
হালিম নজরুল
ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য। কবিতার ক্ষেত্রে দাড়ি, কমা ব্যবহারের আলাদা নিয়ম আছে জেনে খুশি হলাম। তবে আরও আগে জানলে ভাল হতো, আমার প্রকাশিত আটটি কাব্যগ্রন্থে এত ভুল থাকতো না।
ছাইরাছ হেলাল
মায়াবীর বাসরে বিবর্ণতা এলে
অতৃপ্তির দহন জেঁকে বসে ক্ষণে ক্ষণে!
হালিম নজরুল
অপসংস্কৃতির ছলনায় প্রকৃত সংস্কৃতি নির্বাসনে।
অন্তহীন ভালবাসা প্রিয় কবি।
সুপায়ন বড়ুয়া
“আমি হারিয়ে যাওয়া রং তালাশ করি
এই নির্মম সভ্যতার আনাচে কানাচে।“
আবার আসবে ফিরে সুদিন
ততদিন থাকি প্রতীক্ষায়।
শুভ কামনা।
হালিম নজরুল
সেই প্রত্যাশায় রইলাম দাদা।
জিসান শা ইকরাম
অপ সংস্কৃতি ভুলিয়ে দিচ্ছে আমাদের আপন অস্তিত্বকে,
পহেলা বৈশাখ শুধু নামেই একটি অনুষ্ঠান মাত্র।
শুভ কামনা।
হালিম নজরুল
একদম ঠিক বলেছেন ভাই। ধন্যবাদ।
প্রদীপ চক্রবর্তী
অপসংস্কৃতির পেটে খাবি খায় সংস্কৃতির উন্মাদনা।
একদম দাদা যা আজ অহরহ!
হালিম নজরুল
হ্যাঁ দাদা। ধন্যবাদ।
ফয়জুল মহী
অনন্যসাধারণ লেখা। শুভেচ্ছা । দোয়া করবেন।
হালিম নজরুল
অন্তহীন ভালবাসা ও শুভকামনা রইল ভাই।
সুরাইয়া পারভীন
একদিন সব ঠিক হয়ে যাবে
বসন্ত আর কাঁদবে না দুরন্ত বিরহে
সংস্কৃতির উন্মাদনা খাবি খাবে না
আর অপসংস্কৃতির পেটে
হারিয়ে যাওয়া রঙ ফিরে আসবে
রঙিন ফুলে ফুলে সেজে উঠবে মায়াবী বাসর
এক আকাশ আশা বুকে নিয়ে বেঁচে আছি
দারুণ লিখেছেন ভাইয়া
হালিম নজরুল
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা সবসময়।
রেহানা বীথি
আমি হারিয়ে যাওয়া রং তালাশ করি
এই নির্মম সভ্যতার আনাচে কানাচে।
কী সুন্দর লিখলেন!
ভালো থাকুন সবসময়।
হালিম নজরুল
আপনাদের প্রেরণাই আমার শক্তি।
তৌহিদ
আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি ভুলতে বসেছি এই অপসংস্কৃতির জন্যই। সভ্যতার বিকাশে ধীরে ধীরে আমরা নিজেদের সভ্যতা ভূলে অন্যদের সভ্যতাকেই আঁকড়ে বসে আছি।
সুন্দর লিখেছেন ভাই।
হালিম নজরুল
আন্তরিক ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।