
সবার প্রিয় সোনেলা ব্লগের আপডেটের কাজ চলছে। আমরা চাচ্ছি ব্লগের গতি বৃদ্ধি। আশাকরি গতি পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
আপডেট পরবর্তী সময়ে কিছু সমস্যা দেখা দেবে এটিই স্বাভাবিক। এই সমস্যা সমূহ সমাধানের জন্যই এই পোষ্ট। সবাই এখানে মন্তব্যের মাধ্যমে জানান আপনাদের সমস্যাগুলো। সমস্যা না থাকলেও জানান।
১। আপনি নতুন পোষ্ট দিতে পারছেন কিনা? পারলে জানাবেন, না পারলেও জানাবেন।
২। পোষ্ট দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা ?
৩। আপনি কোন ডিভাইস ব্যবহার করছেন? মোবাইল/ পিসি/ ল্যাপটপ।
৪। আপনি কোন ব্রাউজার ব্যবহার করছেন?
৫। আপনার অন্য কোনো উপদেশ/ পরামর্শ থাকলে বলুন।
সবার ভালোবাসায় সিক্ত আপনাদের আমাদের সকলের সোনেলা। এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের প্রিয় সোনেলাকে গতিশীল করবে। আপনার উত্তর জানা অত্যন্ত জরুরী আমাদের জন্য।
সোনেলার সাথে থাকার জন্য ধন্যবাদ।
শুভ কামনা,
শুভ ব্লগিং।
৫৬টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
মোবাইল , সাফারি , গুগোল ক্রোম
লেখা আসে না।
ব্লগ সঞ্চালক
ধন্যবাদ আপনাকে সহযোগীতা করার জন্য।
সুপায়ন বড়ুয়া
আমার নতুন লেখার লেখা অপসন টাই নাই
গুগল ক্রোম।
Please advise
শামীম চৌধুরী
আমি এখন পর্যন্ত কোন সমস্যায় পড়িনি।
ব্লগ সঞ্চালক
ধন্যবাদ আপনাকে। কোনো পরামর্শ থাকলে জানাবেন।
ব্লগ সঞ্চালক
আপনি তো পুর্নাংগ পোষ্ট দিতে পারেন নি। অনুগ্রহ করে সমস্যাটি লিখে দিন এখানে। এটি সমস্যা সমাধানের জন্য খুবই জরুরী।
১। আপনি নতুন পোষ্ট দিতে পারছেন কিনা? পারলে জানাবেন, না পারলেও জানাবেন।
২। পোষ্ট দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা ?
৩। আপনি কোন ডিভাইস ব্যবহার করছেন? মোবাইল/ পিসি/ ল্যাপটপ।
৪। আপনি কোন ব্রাউজার ব্যবহার করছেন?
৫। আপনার অন্য কোনো উপদেশ/ পরামর্শ থাকলে বলুন।
সুপর্ণা ফাল্গুনী
ডেস্কটপ এ গুগল ক্রোম ব্যবহার করি। নতুন পোস্ট দিতে সমস্যা হয়নি। আপাতত কোনো সমস্যা পাচ্ছি না।
ব্লগ সঞ্চালক
ধন্যবাদ জরিপে অংশ নেয়ার জন্য।
জাকিয়া জেসমিন যূথী
১। আপনি নতুন পোষ্ট দিতে পারছেন কিনা? পারলে জানাবেন, না পারলেও জানাবেন।
জবাবঃ দিতে পারছি আরামের সাথেই। কোন সমস্যা এখন হচ্ছেনা।
২। পোষ্ট দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা ?
জবাবঃ কোন সমস্যাই হচ্ছে না।
৩। আপনি কোন ডিভাইস ব্যবহার করছেন? মোবাইল/ পিসি/ ল্যাপটপ।
জবাবঃ এন্ড্রয়েড মোবাইল ফোন। পিসি এবং ল্যাপটপ।
৪। আপনি কোন ব্রাউজার ব্যবহার করছেন?
জবাবঃ গুগোল ক্রোম ইউজ করি।
৫। আপনার অন্য কোনো উপদেশ/ পরামর্শ থাকলে বলুন।
জবাবঃ আপাতত নেই। ভবিষ্যতে মনে হলে জানাবো।
ধন্যবাদ জরীপ পোস্টটির জন্য।
ভালো থাকবেন।
ব্লগ সঞ্চালক
ধন্যবাদ জরিপে অংশ গ্রহণের জন্য।
ছাইরাছ হেলাল
কোন সমস্যা নেই।
ব্লগ সঞ্চালক
ধন্যবাদ
ইঞ্জা
১। আপনি নতুন পোষ্ট দিতে পারছেন কিনা? পারলে জানাবেন, না পারলেও জানাবেন।
জবাবঃ কোন সমস্যা এখন হচ্ছেনা।
২। পোষ্ট দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা ?
জবাবঃ কোন সমস্যাই হচ্ছে না।
৩। আপনি কোন ডিভাইস ব্যবহার করছেন? মোবাইল/ পিসি/ ল্যাপটপ।
জবাবঃ এন্ড্রয়েড মোবাইল ফোন।
৪। আপনি কোন ব্রাউজার ব্যবহার করছেন?
জবাবঃ গুগোল ক্রোম ইউজ করি।
৫। আপনার অন্য কোনো উপদেশ/ পরামর্শ থাকলে বলুন।
জবাবঃ কপি পেস্ট লেখা দিতে আগে সমস্যা ছিলোনা কিন্তু এখন লেখাতে ক্লিক করেই দিতে হবে কেন, জানালে খুশি হবো।
ব্লগ সঞ্চালক
লেখাতে ক্লিক করে দিলে আপনি যেমন ভাবে লিখেছেন, ঠিক তেমনই প্রকাশ হবে। নতুবা লাইনের স্পেস গুলো ডাবল হয়ে যেতে পারে।
Visual অপশনটা ডিফল্ট করা। আপনি যদি সরাসরি এখানে লেখেন তাহলে visual. কপি করে পেস্ট করলে ‘ লেখা ‘ ।
ধন্যবাদ জরিপে অংশ নেয়ার জন্য।
ইঞ্জা
ধন্যবাদ অশেষ
আতা স্বপন
১। আপনি নতুন পোষ্ট দিতে পারছেন কিনা? পারলে জানাবেন, না পারলেও জানাবেন।
জবাবঃ একটা সমস্যা ছিল। এখন কোন সমস্যা হচ্ছেনা।
২। পোষ্ট দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা ?
জবাবঃ কোন সমস্যাই হচ্ছে না আপাতত।
৩। আপনি কোন ডিভাইস ব্যবহার করছেন? মোবাইল/ পিসি/ ল্যাপটপ।
জবাবঃ পিসি।
৪। আপনি কোন ব্রাউজার ব্যবহার করছেন?
জবাবঃ Chedot. গুগোল ক্রোমও ইউজ করি।
৫। আপনার অন্য কোনো উপদেশ/ পরামর্শ থাকলে বলুন।
জবাবঃ হঠাৎ এই জটিলতা কেন হল? Chedot.এই ব্রাউজারে আমি এ যাবৎ তো ভালভাবেই কাজ করেছি। ব্লগের প্রোগ্রামে টেকনিক্যালী কোন সমস্যা কিনা একটু চেক করে রিপেয়ার করা দরকার মনে হচ্ছে। ধন্যবাদ
ব্লগ সঞ্চালক
সোনেলার সিস্টেম আপডেট করা হয়েছে। আপডেট এর পরে কিছু সমস্যা থাকেই। সমস্যা সনাক্ত এবং সমাধানের জন্যই এই পোষ্ট দেয়া হয়েছে।
ধন্যবাদ আপনাকে জরিপে অংশ নেয়ার জন্য।
প্রদীপ চক্রবর্তী
কোন সমস্যা নেই।
ধন্যবাদ আপনাকে।
ব্লগ সঞ্চালক
জরিপে অংশ নেয়ার জন্য ধন্যবাদ।
তৌহিদ
ব্লগের গতি বেড়েছে, ব্যাবহার করে আনন্দ পাচ্ছি। আমি মোবাইলেই ব্লগ সাইটে আসি এবং লিখি। কোন সমস্যা হচ্ছেনা।
গুগল ক্রোম, ইউসি ব্রাউজার ব্যবহার করি।
ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ।
ব্লগ সঞ্চালক
জরিপে অংশ নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
সুরাইয়া পারভীন
পোস্ট করতে সমস্যা নেই। মোবাইল ও ল্যাপটপ দুটোই ব্যবহার করি। কখনো গুগল ক্রোম, কখনো ইউসি ব্রাউজার, কখনো সরাসরি গুগলে সার্চ দিয়ে
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ রইলো সোনেলার প্রতি
ব্লগ সঞ্চালক
জরিপে অংশ নেয়ার জন্য ধন্যবাদ।
কামাল উদ্দিন
মজিলা থেকে আমি লিখতে পারছি না। নতুন পোষ্ট দিতে গেলে ভার্চুয়াল লেখার পাশের কর্ণারে “লেখা” অপশনটা ইনএ্যকটিভ হয়ে থাকে। অব্য গুগুল ক্রোমে ওটা আসে। কিন্তু ক্রোমে আমি স্বাচ্ছন্দ বোধ করি না। আশা করছি বিষয়টা সমাধান করে দিবেন।
কামাল উদ্দিন
মজিলা থেকে আমি লিখতে পারছি না। নতুন পোষ্ট দিতে গেলে ভার্চুয়াল Visual লেখার পাশের কর্ণারে লেখা অপশনটা ইনএ্যকটিভ হয়ে থাকে। অব্য গুগুল ক্রোমে ওটা আসে। কিন্তু ক্রোমে আমি স্বাচ্ছন্দ বোধ করি না। আশা করছি বিষয়টা সমাধান করে দিবেন।
কামাল উদ্দিন
মজিলা থেকে আমি লিখতে পারছি না। নতুন পোষ্ট দিতে গেলে Visual লেখার পাশের কর্ণারে “লেখা” অপশনটা ইনএ্যকটিভ হয়ে থাকে। অব্য গুগুল ক্রোমে ওটা আসে। কিন্তু ক্রোমে আমি স্বাচ্ছন্দ বোধ করি না। আশা করছি বিষয়টা সমাধান করে দিবেন।
***দুঃখিত একই মন্তব্য তিনবার করতে হলো বলে
ব্লগ সঞ্চালক
“লেখা” অপশনটা কেবল মাত্র কপি করে পেষ্ট করার জন্য। Visual অপশন ডিফল্ট করা। আমি এই পোষ্ট মজিলা ফায়ারফক্স দিয়ে দিয়েছি, আমার কোনো সমস্যা হয়নি।
* আপনি মজিলার লেটেষ্ট ভার্শনটা নিন।
* মজিলার সমস্ত হিস্ট্রি, ক্যাশ ডিলিট করুণ।
* এরপর চেষ্টা করে দেখুন।
জরিপে অংশ নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
কামাল উদ্দিন
এখন তো দেখছি সব ঠিক হয়ে গেছে ভাই, অনেক অনেক ধন্যবাদ কর্তৃপক্ষকে। আগের পোষ্ট খানা দিতে আমার বেশ কষ্ট পোহাতে হয়েছিল।
এস.জেড বাবু
Safari- তে ফিচার ছবি আপলোড করা যাচ্ছে না। ফাইল ব্রাউজ করার অপশনটা ইনএক্টিভ হয়ে আছে।
ব্লগ সঞ্চালক
সাফারির সমস্যা দেখা হচ্ছে। আপাতত uc browser ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে।
জরিপে অংশ নেয়ার জন্য ধন্যবাদ।
এস.জেড বাবু
আপনাকে ও ধন্যবাদ-
সঞ্জয় মালাকার
কোন সমস্যা নেই।
ধন্যবাদ আপনাকে।
সুরাইয়া নার্গিস
১। আপনি নতুন পোষ্ট দিতে পারছেন কিনা? পারলে জানাবেন, না পারলেও জানাবেন।
জবাবঃ গতকাল কিছু সমস্যা হয়েছিলো আজ হচ্ছেনা।
২। পোষ্ট দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা ?
জবাবঃ কোন সমস্যাই হচ্ছে না।
৩। আপনি কোন ডিভাইস ব্যবহার করছেন? মোবাইল/ পিসি/ ল্যাপটপ।
জবাবঃ এন্ড্রয়েড মোবাইল ফোন।
৪। আপনি কোন ব্রাউজার ব্যবহার করছেন?
জবাবঃ গুগোল ক্রোম ইউজ করি।
৫। আপনার অন্য কোনো উপদেশ/ পরামর্শ থাকলে বলুন।
জবাবঃ আপাতত নেই।
ধন্যবাদ জরীপ পোস্টটির জন্য।
ভালো থাকুন, সুস্থ থাকুন শুভ কামনা সোনেলা ব্লগের জন্য।
ব্লগ সঞ্চালক
জরিপে অংশ নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
সুরাইয়া নার্গিস
স্বাগতম আপনাকেও ভাইয়া।
কামাল উদ্দিন
আজকে তো দেখছি Visual বা “লেখা” কোন অপশনই নাই। পোষ্ট করবো কিভাবে?
নাজমুল আহসান
এখন শুধু ভিজ্যুয়াল মোড আছে। টেক্সট অপশন বাদ দিয়েছি।
কামাল উদ্দিন
আমি তো কোনটাই দেখতে পাচ্ছি না। আর টেক্সড অপশন বাদ দিলে তো আমার কোন পোষ্টই করা সম্ভব হবে না। ওটা বাদ দেওয়ার বিশেষ কোন কারণ কি আছে! ব্লগকে সাবলীল করতে আগের সুবিধাগুলো রেখে সম্ভব হলে আরো সুবিধা বাড়ান, কমানোর প্রয়োজন পড়ল কেন!?
নাজমুল আহসান
আপনার ফেইসবুকের কমেন্টে উত্তর দিয়েছি।
জিসান শা ইকরাম
কামাল ভাই। ভিজুয়াল মোড ডিফল্ট করা আছে। ওটা দেখা যাবে না। আপনি পোষ্ট দিন, সমস্যা হবে না। সব ঠিক আছে এখন।
হালিম নজরুল
ফেসবুকের মত কমেন্ট বা রিপ্লাইয়ের নোটিফিকেশন পাইলে সুবিধা হয়।
জিসান শা ইকরাম
নোটিফিকেশন তো আছে হালিম ভাই।
‘ অদেখা মন্তব্য ‘ একটা অপশন আছে দেখুন। ওখানে আপনার পোস্টের সমস্ত মন্তব্য এবং আপনাকে দেয়া সবার জবাব ( তা যে পোষ্টেই হোক না কেন ) এর নোটিফিকেশন দেখবেন।
ফেইসবুকের টা বাংলায় ‘ নোটিফিকেশন ‘
আর সোনেলায় ইংরেজিতে লেখা ‘ অদেখা মন্তব্য ” — এইটুকু পার্থক্য 🙂
সাবিনা ইয়াসমিন
এখনো কোনো সমস্যা পাইনি। প্রথম দিকে সম্পাদনায় কিছু সমস্যা হচ্ছিলো, পরে ঠিক হয়ে গেছে। স্পিড খুবই ভালো। লিখতে/ কমেন্ট করতে এখন আগের চেয়েও অল্প সময় লাগছে। ব্লগ কতৃপক্ষকে ধন্যবাদ ব্লগারদের সুবিধার্থে প্রতিনিয়ত এমন আপডেট করার জন্যে।
ডেভলপার স্যারকে এক্সট্রা ধন্যবাদ 🌹🌹
ব্লগ সঞ্চালক
জরিপে অংশ নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
Chad Saudagar
আমি এ ব্লগে নতুন। আমার মন্তব্যগুলো দেখা যাচ্ছে না।কি সমস্যা বলুন তো?
ব্লগ সঞ্চালক
দেখা যাচ্ছে তো। নামটি বাংলায় করুন।
Chad Saudagar
আমি এ ব্লগে নতুন।আজই জয়েন করছি,আর কি বলব দুর ভাগ্যবশত আমার মন্তব্য দেখা যাচ্ছে নাহ
রিমি রুম্মান
লেখা দেয়ার চেষ্টা করছি অনেকটা সময়। যাচ্ছে না। আগেই ভালো ছিল। এখন বড় বেশি ঝামেলা ঝামেলা লাগে।
ব্লগ সঞ্চালক
সোনেলার গতি বৃদ্ধির জন্য এই পরিবর্তন। অভ্যস্থ হয়ে গেলেই ঠিক হয়ে যাবে।
ধন্যবাদ আপনাকে।
মনির হোসেন মমি
ধন্যবাদ ব্লগ কর্তৃপক্ষকে।শুভ ব্লগিং।
ব্লগ সঞ্চালক
আপনাকেও ধন্যবাদ প্রিয় ব্লগার।
তৌহিদ
আগেতো ফেসবুকে পোস্ট শেয়ার করলে সে লিংক ক্লিক করে যারা পড়তেন সেই সংখ্যাটা দেখা যেতো ফেসবুক শেয়ারে। এখন দেখতে পাইনা। সমস্যাটা ফেসবুকের নয়, না হলে অনেকেরই দেখাচ্ছে কিভাবে? বিষয়টি কি আসলে বুঝতে পারছিনা।
তৌহিদ
আগে মিডিয়া ফাইলে শুধু নিজের পোস্টের ছবি দেখা যেত এখন সবারটাই দেখায়। এতে আমি যদি আমারই পুরোনো কোন ছবি দিতে চাই আবার সেটা খুজে পাওয়া মুশকিল। তাই সেখানে মেনু অপশনে mine নামেও একটি অপশন থাকলে ভালো হতো। খুজে পেতে সুবিধে হতো।
যদিও নতুন মিডিয়া যুক্তকরেনের মিডিয়া লাইব্রেরীতে মেনু অপশনে mine দেখা যায় সেখান থেকেতো আর পোস্টে ছবি যোগ করা যায়না।
ভেবে দেখবেন।
আতা স্বপন
আপনার দৃষ্টি আকর্ষন করছি- মুন – এই নামের একজন নতুন ব্লগার ইদানিং কিছু বিতর্কিত পোষ্ট করছেন। যা ব্লগিং নিতি মালার সাথে যায় না। তার চলমান একটি লেখা /পোস্ট করেন্টাইনের পাচ ফোড়ন এটাতে তিন মুসলমানদের ধর্মীয় কিছু বিষয় নিয়ে সরাসরি ব্যংগ করেছেন। যা ধর্মীয় অনুভতিতে আঘাত বলে বলে প্রতিয়মান হচ্ছে। এটা আপনাদের ২ ও ৩ নং নীতিমালার পরিপন্থী ও দেশের তথ্য ও প্রযুুক্তি আইনের পরিপন্থী। এ বিষয়ে আমি তার পোষ্ট কমেন্ট করেছি। পাশাপাশি আপনার দৃষ্টি আকর্ষন করছি।
তার পোস্টে আমার কমেন্টস তুলে ধরলাম-
ধর্ম যার যার এদেশ সবার। কোন ধর্মের কোন উপানাকে কোন ধরনের কটাক্ষ করে কিছু বলা ঠিক নয়। আপনি ধর্ম মানুন চাই নামানুন কিন্তু আপনাকে প্রতিটি ধর্মের অনুভতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এটাই একজন সুনাগরিকের পরিচায়ক মনে করি। আমি যেহেতু মুসলমান। আমার কাছে আপনার কয়েকটি কথার বিষয়ে আপত্তি আছে। যেমন-
১।মুখে দাড়ি মাথায় টুপি পড়ে ওজনে কম দিয়া ব্যবসায়ীর আজ মাথায় হাত অর্থনীতি ভেঙে পড়ছে।
দাড়ি টুপি আপনার কি ক্ষতি করেছে? দাড়ি টুপির ব্যবসায়ির মাথায় হাত অন্যদের হাত নাই? যদি বলেন তারা ধর্ম বিশ্বাসী দাড়ি টুপি জন। তারা ধর্ম মানার পরও তারা ক্ষতিগ্রস্ত। তাদের মাথায় হাত। এটা কোন ধর্মের লোক নয় এটা হিউমেন ন্যাচার। যারা বিশ্বাসী তারা যখন বিপদে পড়ে তাদের ধর্ম বিশ্বাস আরো বেড়ে যায়। এর উদাহরণ মসজিদগুলো। আগের চেয়ে অনেক মুসল্লি ছিল। সরকার বাধ্য হয়ে সংখ্যা নির্ধারন করেছে। মাথায় হাত দিয়েছে তারা হয়তো সাময়িক ধাক্কায় স্রষ্টার দায় থেকে নিরাশ হয়নি। আর বলছেন দাড়ি টুপি ওয়ালার ওজনে কম দেয়। বাজারে চাওর হওয়া গড়পত্তা কথা বলবেন না। ভাল মন্দও /হিউমেন ন্যাচার। এটা যে কোন ধর্মের বর্ণের পোষাকের মানুষের মধ্যেই আছে। কাজেই এসব উসকানো মূলক কথা না বলাই ভাল।কারন আমরা আমাদের ব্লগিংকে বিপদে ফেলছি এসব করে। এতে করে সমাজের কিছু চরমপন্থী মানুষ ও সুবিধাবাদী মানুষ ব্লাগারদের উপর চরাও হয়। আমাদের সচেতনতাই আমাদের নিরাপত্তা।
২।মানুষের গর্ব মানুষের অহংকার ধর্মীয় মূল্যবোধের আসক্তি কুসঙ্গস্কার জড়িয়ে রাখার আকুলতা সব ঝরে পড়ছে মানুষকে বাধ্য করছে তার চিন্তা চেতনা থেকে বেরিয়ে আসতে মানুষ এখন তার নিয়ন্ত্রণ এ নাই তার বিশ্বাসকে নিয়ে এখন আর সে চলতে পারবেনা।
কে বলেছ আপনাকে? সবই আপনার কল্পনা। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসীরা ধর্মের দিকেই ফিরে। আর কুসস্কার সেটাতো মিথ্যা সেটা সবসমই মিথ্যাই। মানুষ ধমীয় বিশ্বাসের দিকে আরো বেশী ঝুকছে। মানুষ বলছে স্রষ্টা আমাদের প্রতি রুষ্ঠ। আমাদের উচিত স্রষ্টাকে খুশি করা। বেশী বেশী তাকে স্মরন করা। তাই হচ্ছে। কে এমন যে ধর্ম পালন করত আর এখন করছে না। এটার ব্যতিক্রম থাকলেও থাকতে পারে। কিন্তু সেটা এতটা নগন্য যে ওটাকে ঢালও ভাবে চাপানো বোকার কাজ।
৩। যারা একদিন নামাজ পড়ার জন্য রাস্তা বন্ধ করে রাখতো জনগণকে কষ্ট দিতো আজ তাদের সেই মসজিদ ফাঁকা
যারা বলতো ঢাকা হচ্ছে মসজিদের শহর এই দেশ নব্বইভাগ মুসুলমানের দেশ আজ তাদের সেই ধর্মের দেমাগ চূর্ণ
এখন মসজিদে নামাজ পড়তে গেলে পুলিশ লাঠিপিটা করে মসজিদের শহর ঢাকার মসজিদগুলো আজ ফাঁকা পড়ে আছে
আজ এই ফাঁকা মসজিদ গুলো চিল্লিয়ে চিল্লিয়ে বলছে ঢাকার অলিগলিতে এসব মসজিদ না করে হাসপাতাল করলে আজ করোনা ভাইরাসের চিকিৎসার জন্য কাজে দিতো
কবরস্থানের জায়গা গুলো কবরদিয়ে নষ্ট না করে সেখানে ফাঁকা রাখলে আজ করেন্টাইনের জন্য কাজে দিতো
কবর দিয়ে লাশ পুঁতে ফেললে ভাইরাস এর সম্ভবনা থাকে সেখানে আগুনে পুড়িয়ে সৎকার করলে কিছুই থাকেনা
শশান ভূমি কখনো শেষ হয়না কিন্তু কবরস্তান একদিন শেষ হয়।
এই যে এতো গুলি কথা ধর্মবিদ্বেস ছাড়ানো জন্য বললেন একটাও কিন্তু যৌক্তিক কথা নয়। নামাজ পড়ার জন্য রাস্তা বন্ধ রাখত মানে কি? যে কোন ধর্মী উৎসবে রাস্তা ব্লক হয়। মুসলমানদের ধমীয় উৎসব সাপ্তাহিক জুম্মা আর ঈদের জামাত এসময় রাস্তা ব্লক হতে পারে। প্রয়োজনে। ঢালও ভাবে রাস্তা বন্ধ করে নামাজ পড়ে কথা ঠিক নয়। মসজিদ ফাকা এত মজা পাবার কিছু নাই। এটা প্রতিটি মুসলমানের কষ্টের জায়গা। এতে ঘা দিয়ে কথা বলাটা আপনার উচিত হয়নি। সরকারের আইনের প্রতি শ্রদ্ধাবোধের কারনে মুসল্লিরা মসজিদে যায় না।। তা নাহলে মসজিদগুলো ভরা থাকত। এটা নিয়ে ব্যংগ করার কিছু নাই। ধর্মের দেমাগ চূর্ণ- এটা কি ধরনের ভাষা। বি কেয়াফুল। আপনি কিন্তু তথ্যপ্রযুক্তি আইনে পড়ে যেতে পারেন। মানুষ ঘরে বসে নামাজ পড়ছে। এটা তাদের দূর্বলতা নয় এটা তাদের ধর্ম ও আইনের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে। মসজিদে নামাজ পড়তে যেতে পাড়ছেনা বলে নব্বই ভাগ মুসলমানের দেশের কোন দেমাগ চূর্ন হলো? এটা এখনো নব্বই ভাগ মুসলমানেরই দেশ।
পুলিশ নামাজ পড়তে গেলে লাঠি পিটা করে শুধু হাট বাজার করতে গেলে করে না? মসজিদ ফাকা পড়ে আছে কথাটি সত্য। এর মানে মুসলমানরা সহনশীল ও আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল।
মসজিদগুলো চিল্লিয়ে চিল্লিয়ে কি বলছে? বুঝলাম না। যাক আপনি বলছেন মসজিদ না করে হাসপাতাল করলে ভাল হতো। দেখুন হাসপাতাল একটা বিষয় মসজিদ আরেকটা বিষয়। দুটাকে মিলিয়ে খিচুরি বানাতে জাবেন না। করেন্টাইনের জন্য জমির দরকার নাই । চাইলে পানিতেও করা যায়। আর তা খুব সহজেই। যেহেতু লঞ্চ গুলো এখন বন্ধ তাই সেগুলোকে করেন্টাইন হোম বানানো যায়। কবর দেয়াতে জায়গা কমে গেল বলে সুর তোলা ঠিক না। এটা ধমীয় বিষয়। ধর্মকে ধর্মের পথে চলতে দিন।
পরিশেষে আপনাকে বলছি আপনার এই পোষ্টটিতে আপনি মুসলমানদের হেয় করার চেষ্টা করেছেন। যা মোটেই উচিত হয় নি। এই পোষ্টটির এই হেয় পূর্ণ কথাগুলো মুছে দিবেন আশা করি। তা নাহলে তথ্যপ্রযুক্তি আইনে আপনি অপরধি সাব্যস্ত হলে অবাক হব না।
মাহমুদুল হাসান
নতুন পোস্ট দিতে সমস্যা হয়নি। ডেস্কটপ ও গুগল ক্রোম ব্যবহার করি।
মাহমুদুল হাসান
‘পরিশেষে’ কবিতাটায় বৃথা বানানটা সঠিক করা হয়েছে। কবিতাটা দয়া করে প্রকাশ করুন।