সবার প্রিয় সোনেলা ব্লগের আপডেটের কাজ চলছে। আমরা চাচ্ছি ব্লগের গতি বৃদ্ধি। আশাকরি গতি পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
আপডেট পরবর্তী সময়ে কিছু সমস্যা দেখা দেবে এটিই স্বাভাবিক। এই সমস্যা সমূহ সমাধানের জন্যই এই পোষ্ট। সবাই এখানে মন্তব্যের মাধ্যমে জানান আপনাদের সমস্যাগুলো। সমস্যা না থাকলেও জানান।

১। আপনি নতুন পোষ্ট দিতে পারছেন কিনা? পারলে জানাবেন, না পারলেও জানাবেন।
২। পোষ্ট দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা ?
৩। আপনি কোন ডিভাইস ব্যবহার করছেন? মোবাইল/ পিসি/ ল্যাপটপ।
৪। আপনি কোন ব্রাউজার ব্যবহার করছেন?
৫। আপনার অন্য কোনো উপদেশ/ পরামর্শ থাকলে বলুন।

সবার ভালোবাসায় সিক্ত আপনাদের আমাদের সকলের সোনেলা। এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের প্রিয় সোনেলাকে গতিশীল করবে। আপনার উত্তর জানা অত্যন্ত জরুরী আমাদের জন্য।

সোনেলার সাথে থাকার জন্য ধন্যবাদ।
শুভ কামনা,
শুভ ব্লগিং।

১০০৮জন ৭৪৪জন
0 Shares

৫৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ