
হোম কোয়ারেন্টাইন এ থেকে আমাদের সুন্দরী হওয়ার দিন এসেছে। তাইতো নামাজ কালাম দোয়া দরুদের পাশাপাশি নিজের যত্নের প্রতিও খেয়াল করতেছি।
এগুলো কী? খায় নাকি মাথায় দেয়? অবশ্যই মাথায় দেয়ার জন্য। গাজর গ্রেট করার গ্রেটারে পেঁয়াজ কুড়ে নিয়েছি। এরপরে তালুর ভেতরে নিয়ে চিপে রস বের করবো। তারপর মাথার স্কাল্প, চুলের দৈর্ঘ্য এমনকি আগাতেও লাগাবো। তারপর শুকিয়ে গেলে ভালো ভাবে যে শ্যাম্পু সবসময় ব্যবহার করি সেটা দিয়েই শ্যাম্পু করে নেবো। আমি জোহরের আজানের পরে নামাজ আদায় করার পরে চুলে লাগিয়েছি। ধুবো গিয়ে আসরের আজানের আগে। এতে করে অনেকটা সময় রাখা হবে। এর কার্যকারীতা বেশি।
আর হ্যাঁ, খেতে চাইলে খেতেও পারেন। পেঁয়াজের রস আপনার হৃদয় কে ভালো রাখবে। এমনকি প্রেশার, ডায়াবেটিসের জন্যেও পেঁয়াজের উপকারিতার শেষ নেই।
ছেলেরাও ব্যবহার করে চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। নতুন চুল গজিয়ে আপনার টাক ঢেকে দিয়ে বান্ধবী বা প্রিয় মানুষের প্রশংসার দৃষ্টি উপভোগ করতে পারেন। এটা খুশকিও দূর করে। চুলকে দ্রুত বাড়তে সাহায্য করে। লম্বা চুলের সৌন্দর্য যে নারীরা পছন্দ করেন, শুরু করে দিন। এই তো উপযুক্ত সময়। আর চুলের গোছাও বাড়বে কিন্তু আপুরা।
কী ভাবছেন? আপুটা কি পাগল হয়ে গেলো? না রে ভাই! এলাকায় করোনা রোগী আক্রান্ত হয়েছে গতকাল। আমাদের বাসার দুটি গলি পরেই তাদের বাসা। বিল্ডিং কে আর্মিরা এসে লক ডাউন করে গেছে। প্রচণ্ড রকমের আতংক বুকে চেপে আছে। শ্বাস প্রশ্বাস হয়ে গেছে অত্যন্ত দ্রুতগতির। মাঝেমাঝেই মনে হচ্ছে, আমার অনেক বড় কিছু স্বপ্নের লালন ছিলো। বেকার সমাজের উন্নয়ন, নারী সমাজের উন্নয়ন। কিন্তু আয়ুরেখা কি এই ২০২০ সাল পর্যন্তই? এজমা আর হাই প্রেশার নিয়ে কখন জানি বুকটা ফেঁটে মরেই যাবো।
আল্লাহ মাফ করুন। জ্ঞান ও বুদ্ধিও দিন। আর দিন প্রচুর ধৈর্য। তা নইলে যে বাঁচা কঠিন।
সবাই বাসায় থাকুন।
সুস্থ ও নিরাপদ থাকুন।
নিজের সৌন্দর্যের বৃদ্ধি করুন।
নিজের যত্ন নিন।
#হোম_কোয়ারেন্টাইন_ফ্যাক্ট
#বেঁচে_থাকার_মাধ্যম_খোঁজার_প্রচেষ্টা
#মানসিক_সুস্থতার_প্রয়াস
জাকিয়া জেসমিন যূথী
৬ এপ্রিল ২০২০
😁😁
৩৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
পিঁয়াজের রস আসলেই কি নতুন চুল গজাতে সাহায্য করবে?
আমার বড় ছেলের চুল পরে গিয়েছে হঠাৎ করেই। কত কিছু যে কিনে দিচ্ছি তাকে! এ নিয়ে খুব পেরেশানির মধ্যে আছি।
সৌন্দর্য চার্চায় নিয়োজিত সবার কাজে লাগবে এই পোষ্ট।
শুভ কামনা।
জাকিয়া জেসমিন যূথী
জ্বী ভাইয়া। আমি নিজেই এই ব্যাপারে পরীক্ষিত হয়েছি। বহু বছর আগে একবার চেষ্টা করেছিলাম। তখন থেকে আমার চুলের অনেক অনেক সৌন্দর্য বর্ধন হয়েছিলো। আর বর্তমানে আমার সেই সৌন্দর্য ঝরে গিয়ে চুল পাতলা হয়েছে। এর কারণ চুলের যত্নের অভাব। ত্বকের যত্নের মতো চুলের ও যত্নের প্রয়োজন আছে। তাকে খাদ্য দিতে হয়। সে ব্যবস্থায় অনেকদিনের বিরতি আমার সুন্দর চুলের বংশ নির্বংশ করে ছেড়েছে। তাই আমি আবার শুরু করেছি। এবং ফল পেয়েছি মাত্র দু সপ্তাহেই। তড়তড়িয়ে বেঁড়ে চলেছে আমার চুল। আর নতুন চুলও গজাচ্ছে।
ইঞ্জা
পিঁয়াজ খায় না মাথায় দেয়, দুটোই আপু, আপনিই রাইট।
জাকিয়া জেসমিন যূথী
জ্বী ভাইয়া।
কেমন আছেন?
সাবধানে থাকবেন।
ইঞ্জা
আপু আল্লাহই রেখেছে, দোয়া করবেন।
জাকিয়া জেসমিন যূথী
আল্লাহই রেখেছে আসলে। খুব সুন্দর কথা বলেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
সুরাইয়া পারভীন
এটা আমি আগে করতাম। অনেক চুল গজাতো। এখন আর এসবে মন নেই।
আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। আমীন
জাকিয়া জেসমিন যূথী
এসবে মন নিয়ে আসি চলেন আপু।
আমরা ভুলে থাকতে চেষ্টা করি চারপাশের ভয়াবহতা।
যত্ন নেই নিজের, পরিবারের, সবার।
মন ভালো থাকেনা, খুব উত্তেজিত লাগে। কী যে করি। দোয়া করবেন আপু।
কামাল উদ্দিন
মনে হচ্ছে পেয়াজ না খেয়ে মাথায়ই লাগানো উচিৎ, ইদানিং স্টেডিয়াম আকৃতিটা মাথায় বৃদ্ধি পাচ্ছে।
জাকিয়া জেসমিন যূথী
মনে হচ্ছে পেয়াজ না খেয়ে মাথায়ই লাগানো উচিৎ, ইদানিং স্টেডিয়াম আকৃতিটা মাথায় বৃদ্ধি পাচ্ছে।… হা হা হা
এখনই সময়, ভাইয়া। এক্সপেরিমেন্ট টা শুরুই করে ফেলুন।
মাথার তালুর উর্বরতার পরীক্ষাটা হয়েই যাক বরং।
কামাল উদ্দিন
এখন যেহেতু অঢেল অবসর, এক্সপেরিমেন্ট টা চালিয়ে দেখাই যেতে পারে।
জাকিয়া জেসমিন যূথী
জ্বী ভাইয়া, করবেন। ইনশাআল্লাহ কাজ হবে ।
সাদিয়া শারমীন
বাসায় মনে হয় আর কোনো পেঁয়াজ থাকবে না। আমার চুলেরও যে অবস্থা এক্ষুনি পেঁয়াজের রস ব্যবহার শুরু করবো।
জাকিয়া জেসমিন যূথী
আরে নাহ। কী কয় না কয়। জাস্ট ২-৩ টা পেঁয়াজ ব্যবহার কর। সপ্তাহে দুই দিন।
কী উন্নতি হলো তা বলিস।
এস.জেড বাবু
যথাসময়ে পোষ্ট- নইলে দুশো টাকা কেজির সময় হলে নিদেনপক্ষে এই পোষ্টের পর আরও কুড়ি টাকা দাম বাড়তো নিঃসন্দেহে।
আমার ভাইব্বা লাভ নাই- মাথায় চুল এমনিতেই কম।
ভালো লিখেছেন আপু
শুভকামনা
জাকিয়া জেসমিন যূথী
যথাসময়ে পোষ্ট- নইলে দুশো টাকা কেজির সময় হলে নিদেনপক্ষে এই পোষ্টের পর আরও কুড়ি টাকা দাম বাড়তো নিঃসন্দেহে। — হাহাহা। ভালো বলেছেন তো।
আমার ভাইব্বা লাভ নাই- মাথায় চুল এমনিতেই কম।… আমার একসময় কেশবতী ট্যাগ ছিলো। এখন চুল কমে গেছে বলেই এই আয়োজন। আপনিও শুরু করতে পারেন।
আপনার জন্যে শুভকামনা। সবাইকে নিয়ে নিরাপদে ও ভালো থাকুন।
ফয়জুল মহী
আমরা বোকা লতা পাতা খাই । আল্লাহ যেন সব বিপদ হতে দুরে রাখে।
জাকিয়া জেসমিন যূথী
জ্বী ভাইয়া। নিরাপদে থাকার চেষ্টা করুন।
নীরা সাদীয়া
আনিও আগে পেঁয়াজের রস দিতা খুশকীর জন্য। মেহেদী+লেবুর রস+ পেঁয়াজের রস সব মিশিয়ে পেস্ট তৈরি করে চুলে দেই।
জাকিয়া জেসমিন যূথী
খুবই ভালো আপু। চর্চাটা চলুক নিয়ত।
তৌহিদ
পেয়াজের রস মাথায় দেয় জানতাম তবে উপকার কতটুকু তা জানিনা। ট্রাই কত্তে হইবে।
ভালো থাকবেন আপু।
জাকিয়া জেসমিন যূথী
অবশ্যই নিয়মিত প্রচেষ্টায় আসবে উপকার। করে দেখতে পারেন।
বাসায় থাকুন, নিরাপদ থাকুন।
তৌহিদ
টো টো কোম্পানির ম্যানেজারের মত ঘুরছি ☺ আমাগো ছুটি নাই।
জাকিয়া জেসমিন যূথী
ব্যাংক নাকি?
কিছু মানুষ ছুটি পেয়েছে, কিছু মানুষ পায়নি তাহলে লাভ কী হলো?
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো এমন একটি উপকারী পোস্ট শেয়ার করার জন্য। ধন্যবাদ তোমাকে ভালো থাকো সুস্থ থাকো। শুভ কামনা রইলো
জাকিয়া জেসমিন যূথী
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । তুমিও সাবধানে থেকো। প্রতিদিন বাজার করতে যেন বাইরে যেও না।
সুরাইয়া নার্গিস
খুবই ভালো পোষ্ট আমিও চুলের যত্নে পেঁয়াজের রস ব্যবহার করবো।
ধন্যবাদ আপু।
জাকিয়া জেসমিন যূথী
আপনাকেও ধন্যবাদ আপু। ব্যবহার করুন, উপকার পাবেন।
সুপায়ন বড়ুয়া
ঘরে বসে সৌন্দর্য চর্চা মন্দ না।
শুভ কামনা।
জাকিয়া জেসমিন যূথী
জ্বী ভাইয়া।
শুভকামনা রইলো আপনার জন্যেও।
রেহানা বীথি
হুম, ভীষণ উপকারী পোস্ট। অসুখে বিসুখে চুলগুলো তো গায়েব, দিতাম একসময়, সামান্য হলেও ঘাটতি পূরণ হয়েছে।
জাকিয়া জেসমিন যূথী
আবার শুরু করতে পারেন, আপু।
আমার আগের চুলের সাথে এখনের চুল দেখলে নির্ঘাত কারো হার্টফেইল হয়ে যাবে। তাই জনস্বার্থেই এখন আমার চুলের যত্ন নেয়া অপরিহার্য হয়ে উঠেছে। 🙂
ভালো থাকবেন আপু। সাবধানে থাকবেন।
হালিম নজরুল
বাহ। নতুন কিছু জানলাম। ধন্যবাদ আপনাকে।
জাকিয়া জেসমিন যূথী
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন।