
রূপা প্রচণ্ড আঘাত পেয়ে যেনো স্তব্ধ হয়েছিল। ঐ যে বলে না ‘অধিক শোকে পাথর’। রূপা যেনো ঠিক পাথর হয়ে গিয়েছিল। একটা ঘটনা বদলে দিয়েছিল ওদের সম্পর্ক। বদলে দিয়েছিল সদ্য কৈশোরে পা দেওয়া রূপার জীবন। তবে আশার কথা হচ্ছে ছোট্ট রূপা দমড়ে মচড়ে গেলেও ভেঙ্গে যায়নি। পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল রূপার মন।
রূপা ঠিক করে নিলো সে আর কখনো অনির সামনাসামনি হবে না, কথা বলবে না। কঠোর সিদ্ধান্ত, সে আর কখনো অনির মুখ দর্শন করবে না। ১৫ বছর বয়সের একটা বালিকা কতোটা কষ্ট পেলে এমন কঠিন হতে পারে তা বলা বাহুল্য। অনি বিয়ে করে পুরো দমে সংসারী।
কয়েক বছর পর রূপারও বিয়ে হয়ে যায়। রূপাও ঘরকন্যার কাজে ব্যস্ত হয়ে পরে। কিন্তু অনির প্রতি তার ক্ষোভ কোনদিনও যায়নি। বরং ধীরে ধীরে তা আরো গাঢ় হয়ে গিয়েছিল।
রূপা যতোই বলুক সে অনির মুখ দেখবে না কোনোদিন। কিন্তু এই সিদ্ধান্তে অটল থাকা হয়ে উঠেনি। অনি যেহেতু রূপার কাজিন তাই পারিবারিক অনুষ্ঠানে দেখা হতো। তখন বাধ্য হয়েই রূপাকে অনির সাথে কথা বলতে হতো। কথা হতো বলতে ঐ অনি ভালোমন্দ জিজ্ঞেস করলে রূপা তার উত্তর দিতো। এমনি করেই কেটে গেছে প্রায় দুই যুগ।
এতো গুলো বছর পর আজ অনির সাথে রূপার দেখা। এতো দিনে হয়তো রূপার মস্তিষ্ক থেকে অনির স্মৃতি ফিকে হয়ে গেছে। কিন্তু অনিকে দেখার পর…
২২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসা এমনি। ঘৃণা করতে চাইলে ও ঘৃণা করা যায় না, দূরে থাকতে চাইলেও দূরে থাকা যায় না। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
কৈশোরে যাকে মনে প্রাণে গ্রহণ করে তাকে ভুলে যাওয়া যায় না আসলে,
জমছে গল্প, পরের পর্বের অপেক্ষায়।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রেহানা বীথি
পরের পর্বের অপেক্ষায় রইলাম।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ফয়জুল মহী
ভুলতে গিয়ে কি ভুলা যায়। চমৎকার লেখা।
সুরাইয়া পারভীন
একদমই না। জোর করে কিছুই করা যায় না
আন্তরিক ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
ভারী মজার তো।
দেখা যায় কি বলে
ততক্ষন অপেক্ষায়।
শুভ কামনায়।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
ভালোবাসাতো এমনই হয়। প্রকৃত ভালোবাসা ভোলা যায় না। তবে বর্তমানকে নিয়েই বেঁচে থাকতে হয়। বিবাহিত জীবনে পুরোনো কিংবা অন্যকারো সাথে নতুন সম্পর্কে জড়ানো মোটেই উচিত নয়।
ভালো থাকবেন আপু।
সুরাইয়া পারভীন
গল্পটা অমন কিছু হবে বলে মনে হয় না।
দেখাই যাক না কি….
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
বাল্য-কৈশোর প্রেম তো দেখছি মারাত্মক।
সাথে আছি।
সুরাইয়া পারভীন
অদ্ভুত এক নেশা হয়েছে আমার
পোস্ট করার পর বার বার দেখা
কখন আপনি মন্তব্য করবেন সে অপেক্ষায়
আপনার মন্তব্য ছাড়া অসম্পূর্ণ মনে হয়।
কৃতজ্ঞতাসহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
আচ্ছা, চেষ্টা নেব তারাতারি মন্তব্য করার।
ধন্যবাদ।
শুনুন, আমার যা মনে হবে তা কিন্তু বলে ফেলব,
ধৈর্য হারাবেন না। সোনেলা আপনার সাথে আছে।
সুরাইয়া পারভীন
একদমই না। ধৈর্য হারিয়ে দমে গেলাম তো সব শেষ।
আর তাছাড়া এখন তো ধৈর্য ধারণ করতে শিখে গেছি।
অবশ্যই যা মনে আসবে বলে দেবেন ভাইয়া।
হালিম নজরুল
অনি, রূপার গল্প চলুক সগৌরবে
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুরাইয়া নার্গিস
দারুন লাগছে গল্প।
আগামী পর্ব দেখার অপেক্ষা..!
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
এস.জেড বাবু
এই এক পর্বে ভয়ংকর নাটকিয় মোড়-
অনেকদুর গড়িয়েছে- সময়।
চমৎকার এগিয়ে যাচ্ছে।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়