
সবাই কি আর তেমনি করে সুখটা পায়
কেউতো চড়ে, ইচ্ছে করে, দুঃখের না’য়
কেউ ছুঁড়ে দেয়, ভাঙ্গা তরী, দড়িয়ায়
কেউতো গড়ে, নতুন করে, আবার বায়
সেই মেয়েটার কৃষ্ণ কালো চোখ ছিলো
যেন মিঠা জলে পদ্মজোড়া ভাসছিলো
কাজল রেখায় ওই চোখেতে মেঘ ছিলো
রংয়ের নেশায় সাদা কালোয় ভাব ছিলো
সেই মেয়েটার কুকিল বরণ চুল ছিলো
ঢেউয়ের তালে মাতাল হাওয়ায় দুলছিল
মুখটা জুড়ে মেঘলা যেমন ভাব ছিলো
কোথায় যেন, কিছু-টা অ_ভাব ছিলো
বাগান জুড়ে হাজার কলি ফুটছিলো
একলা ভ্রমর, ফুলের গন্ধে নাইছিলো
মিষ্টি সুরে, একলা গানের মহিমায়
ভাঙ্গা গলার, সুরটা হাওয়ায় উজান বায়
ওদিকে-
খেয়া তরী সাগর জলে ভাসছিলো
দাঁড় ছিলো তার, খানিক ছেঁড়া পাল ছিলো
মুক্ত আকাশ, একটু খানিক মেঘ ছিলো
একলা ভিষন, তবুও একায় সুখ ছিলো
চিত্ত সুখে ঢেউয়ের দোলায় দুলছে যে
গুনগুনিয়ে একলা সুরে গাইছে সে
সুরের মাঝে, ভিষন ভিষন টান ছিলো
তখন-
সেই পরীটা তারার দেশে উড়ছিলো
খেয়া তখন, মাঝ দড়িয়ায় ভাসছিলো
দু-জনার সুরে, কেমন যেন মিল ছিলো
দৃষ্টি ভেজা ভিষন রকম মৌণতায়
ফুলের রাণী চড়লো যখন ভাঙা নায় !!
স্পষ্ট ছিলো, সেই সে মিলন লগ্নটা
গুচিয়ে ছিল দুটি হৃদয়ের শূণ্যতা
ভুল ছিলো তা
ভুল ছিলো তা
ভুল ছিলো
সেই গানেও ভিষন রকম ভুল ছিলো
সুর ছিলো, তাল ছিলো আর লয় ছিলো
তখন কি আর বলতে কথা ভয় ছিলো ?
কত রংয়ের গানে কথার জয় ছিলো
খুশিতে নাও উজান পাণে ছুটছিলো
যেন একলা কাব্য বুঝার মতো কেউ ছিল
সেই মেয়েটা নিত্য কথা শুনছিলো
মনের কোনে সুখের প্রাসাদ গড়ছিলো
নাবিক কেবল, জলে ছবি আঁকছিলো
কে জানতো, সে কেবল শুধু হারছিল !
অবিশ্বাসের উঠবে তুফান প্রত্যুষে
একদিন তার ভাঙ্গবে হৃদয় জানতো কে ?
প্রতি কথায় ভালোবাসার ধার ছিল
ইচ্ছে ঘুড়ি আকাশ জুড়ে উড়ছিল
চোখের কোনে রং লাগানোর কল্পনায়
ঠোঁটের রংয়ে হৃদয় রঙিন আল্পনায়
কথার মালা সাঁজতো নতুন সৃষ্টিতে
কত্তো কথা বলা হতো দৃষ্টিতে
দুজন মিলে একটাই বীজ বুনছিলো
চারা কেবল দুটি খুড়ি মেলছিলো
তখন
একটা শুকুন আকাশ জুড়ে উড়ছিলো
দুচোখে খুলে সুখের জোড়া খুঁজছিলো
হায়না মতোন, থাবায় কয়েক নখ ছিলো
একটা সুরের গলা চেপে ধরছিলো
নিয়তির এ কেমন বি__চার ছিলো
দুটি হৃদয় অকারণে ভাঙ্গছিলো
বিশ্বাস আর অবিশ্বাসের জ্বর ছিলো
বর্তমান আর ভবিষ্যতের ডর ছিলো
কথায় গানে, একটা নিরেট পণ ছিলো
আগুন রংয়ে, কারো হৃদয় পুড়ছিলো
ভুল ছিলো
ভুল ছিলো
আর ভুল ছিলো
খেয়া যখন মাঝ দড়িয়ায়,উঠলো ঝড়
আঁতশ বাজির ঝলকানিতে, কেউ হলো পর
রাজার রাণী, সে রাজ্যে কি সুখ ছিলো ?
রাজা যখন ঘোমটা কেবল তুলছিলো
দেহ ছিলো, সে দেহে কি প্রাণ ছিলো ?
মাংসের নেশায় রাজা কেবল খেলছিলো
হায়েনার চোখ, নেশায় চুড় চুড় ছিলো
নরম মাংসে মাথা রেখে ঘুমা__চ্ছিলো
একজোড়া চোখ, তেমনি নির্ঘুম ছিলো
কাজল চোখে বাদল যেন ঝড়ছিলো
একটাই মন, একটাই হৃ_দয় ছিলো
দেহ কারো, মনটা যেন কার ছিলো !
কেউকি তেমন, মাঝ দড়িয়ায় গাইছে গান ?
ভাঙ্গা তরী, একলা নাবিক- একলা প্রাণ !
রাজ্যকোষে রাজার অনেক ধন ছিলো
মন ভোলানোর মতো কি রাজার মন ছিলো ?
প্রেম পিরিতি যেন ধর্ষন ছিলো
বন্দি পাখি তেমনি প্রেমে পুড়ছিলো
যেই পাখিটা তিক্ষ্ন গভীর দৃষ্টিতে
মুগ্ধ ছিলো বিধাতার সব সৃষ্টিতে
সেই পাখিটার ভালোবাসাই কাল হলো
ভুল ছিলো- তার চোখের ভাষায় ভুল ছিলো।
একদিন
রাজ মহলের আকাশ জুড়ে চিল ছিলো
যেথায় রাজ প্রাসাদের ভিষন গভীর কূপ ছিলো
দেহের ভিষন গন্ধে বমির ভাব ছিলো
কালচে জলে রাণীর দেহ ভাসছিলো
রাজা তখন রাজ্য জয়ে হাসছিলো
মনে মনে নতুন রাণী খুঁজছিলো
দাফন হবে ? না ভাসিয়ে দিবে ভাবছিলো
মন ভাঙ্গার হয়তো ভিষন পাপ ছিলো
তাই বলে এতোটাই ? তেমন কি ভারী ভুল ছিলো ?
তখন
দেশটা জুড়ে বানের পানি অফুরান
ডুবলো জমি, ডুবলো শ্মশান, কবরস্থান
বাদল মুখর, বইছে ঝড়, মারছে বান
প্রাসাদ বীনে দেশজুড়ে নেই মাটির টান
কলার ভেলায় ভাসবে রাণীর দেহটা
হাসছে রাজা, কাঁদছে পুরো রাজ্যটা
হাসছে রাণী, খোলা দৃষ্টি, শূণ্যতায়
নাবিক- তুলছে, শূণ্য দেহ, শেষ খেয়ায়
পাল তুলেছে, ছুটবে খেয়া, মাটির খোঁজ
ছুটছে তরী, আহার বিনে তিরিশ রোজ
বিরাম নেই, ক্লান্তি নেই, নেই লোকালয়
চল্লিশ দিনের চেষ্টা মানে পরাজয়_____
ভাঙ্গা তরী জোড়ায় জোড়ায় জল ছাড়ে
এমনি করে বাঁচতে কি আর কেউ পারে ?
নাবিক তেমনি দুচোখ ভরে দেখছিল
যখন অথৈ জলে দুইটা দেহ ডুবছিলো____॥
ভুল ছিলো তার, ভিষন রকম ভুল ছিলো
ভুল ছিলো, গানের সুরে ভুল ছিলো
মায়ার জালে, আর কাব্য কথায় দোষটা কার _?
ভুল ছিলো যার, ভুলের সাজা হউকনা তার ॥
-০-
২৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাপরে কি লিখলেন! দু তিনটে বানান বারবার ভুল এসেছে । একটু দেখে নিয়েন ভাইয়া। ভালো থাকবেন শুভ কামনা রইলো
এস.জেড বাবু
কিছু বানান ঠিক করে দিয়েছি-
এমনিতেও বানানে বড় কাঁচা আমি।
শিখছি সোনেলার কাছে।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম আপু –
শুভেচ্ছা রইলো
ছাইরাছ হেলাল
দুঃখ বিলাস দিয়ে শুরু করে কার যে ভুল ছিল সেটি বোঝার চেষ্টা।
আমার ত মনে হয় ভুলের কিছু ভুল ছিল।
ছড়ার ছন্দে মিষ্টি মিষ্টি কোথায় এত খানি টেনে নিয়ে যাওয়া চাট্টিখানি কথা না।
আহা, ভালবাসা চুইয়ে চুইয়ে পড়ছে যেন।
এস.জেড বাবু
এতো ভালোবাসা রাখুম কই !
ভুলের ই ভুল থাকে সবক্ষেত্রে-
ভুল করেই ভুল হয়ে যায় যে।
ধন্যবাদ প্রিয় ভাইজান
সুপায়ন বড়ুয়া
ও মাই গড !
ধৈর্য ধরে লিখতে পারেন
এটাই পাই কম কিসে
কোথাও খুঁজে পাই নি
ভুল ছিল সবি মিছে।
শুভ কামনা।
এস.জেড বাবু
বলতে গেলে থামতে নেই
এই সূত্রটা মাথায় থাকলে এমনটা হয়___
শুভেচ্ছা রইলো দাদা মিষ্টি মন্তব্যে
ভালো থাকবেন সবসময়
সুরাইয়া পারভীন
এতো বড় কবিতা!
নিচে আসতে আসতে উপরের দিকে ভুল গেছি
কিসে যেনো ভুল ছিলো
কার যেনো দোষ ছিলো
ধুর আবার পড়তে হবে
এস.জেড বাবু
পড়তে পড়তে ভুলে যাওয়া
যাক
ভুল করে ভুলে যাওয়া নয় – তাই ধন্যবাদ
শুভেচ্ছা আপু
ভালো থাকবেন সবসময়
ফয়জুল মহী
বেশ মন ছুঁয়ে গেল লেখা।
এস.জেড বাবু
অন্তহীন ভালোবাসা আর কৃতজ্ঞতা রইলো ভাই
হালিম নজরুল
সেই গানেও ভিষন রকম ভুল ছিলো
সুর ছিলো, তাল ছিলো আর লয় ছিলো
তখন কি আর বলতে কথা ভয় ছিলো ?
কত রংয়ের গানে কথার জয় ছিলো
এস.জেড বাবু
ভবিষ্যত ভেবে কেউ হয়ত কথা বলে না
ভালো ও বাসে না
কথায় / ভালোবাসায় জয় জয়াকার থাকে বর্তমানকে ঘিরে।
শুভেচ্ছা ভাইজান
ইঞ্জা
রাজার রাণী, সে রাজ্যে কি সুখ ছিলো ?
রাজা যখন ঘোমটা কেবল তুলছিলো
দেহ ছিলো, সে দেহে কি প্রাণ ছিলো ?
মাংসের নেশায় রাজা কেবল খেলছিলো
হায়েনার চোখ, নেশায় চুড় চুড় ছিলো
নরম মাংসে মাথা রেখে ঘুমা__চ্ছিলো
একজোড়া চোখ, তেমনি নির্ঘুম ছিলো
কাজল চোখে বাদল যেন ঝড়ছিলো।
অনবদ্য লিখণীতে বিমোহিত করলেন ভাই।
এস.জেড বাবু
মূল অংশ খুঁজে নিলেন ভাইজান-
যা বলতে গিয়ে এতো কথা বলা।
সালাম জানাই এই অসাধারণ প্রতিভার।
ভালো থাকবেন সবসময়- আমাদের অনুপ্রেরনা দাতা হয়ে।
শুভেচ্ছা রইলো
ইঞ্জা
ভালোবাসা জানবেন ভাই
রেহানা বীথি
দীর্ঘ কবিতা আপনি বেশ সুন্দর লেখেন, তবে বানানের দিকে একটু মনোযোগ দিতে হবে। লেখা চমৎকার।
এস.জেড বাবু
ধন্যবাদ আপু- মন্তব্যে কৃতার্থ।
বরাবরই ভুল হয় আমার, ভুলে ভুলে হয়ে যায় ভুল-
তবে ইচ্ছাকৃত নয়গো আপু।
তেমন কোন লিখা হলে ইনবক্সে দিবো- কষ্ট করে শুদ্ধ করে দিবেন-
ভালো থাকবেন সবসময়- শুভকামনা নিরন্তর
সঞ্জয় মালাকার
সেই গানেও ভিষন রকম ভুল ছিলো
সুর ছিলো, তাল ছিলো আর লয় ছিলো
তখন কি আর বলতে কথা ভয় ছিলো ?
কত রংয়ের গানে কথার জয় ছিলো!
লেখা চমৎকার।
এস.জেড বাবু
অনেক ধন্যবাদ ভাইজান
কৃতজ্ঞতা সীমাহীন
সঞ্জয় মালাকার
আপনাকেও অসংখ্য ধন্যবাদ দাদা,
সকালবেলার শুভেচ্ছা রইলো!
সাবিনা ইয়াসমিন
ওয়াও!! অসাধারণ কবিতা। কত সুন্দর করে ছন্দে, বর্ণনায় সম্পূর্ণ এক কাব্যমালা! এক কথায় মুগ্ধ হলাম।
দারুণ লিখেছেন বাবু ভাই। লেখাটি প্রিয়তে নিলাম।
শুভ কামনা 🌹🌹
এস.জেড বাবু
আমার লিখা প্রিয়তে রাখে-
আপনিই প্রথম কেউ একজন।
কি দিয়ে এমন মন্তব্যের প্রতিউত্তর দিবো জানিনা তো।
অনেক শুভেচ্ছা সহ কৃতজ্ঞতা রইলো আপু।
সুস্থতা কামনা করছি
সুরাইয়া নার্গিস
সব মিলিয়ে অসাধারন লেখা, প্রতি চরণমালা মুগ্ধ করার মতো।
প্রথম পড়তে শুরু করলাম শেষে এসেও ভালো লাগাটা রয়ে গেল, কবিতাটা একটু বড় করে লেখা তারপরও ক্লান্তি আসেনি পড়তে ভালো লেগেছে।
আবারও ধন্যবাদ এত সময় নিয়ে কবিতাটা লিখার জন্য।
ভালো থাকুন,সুস্থ থাকুন শুভ কামনা রইল।
এস.জেড বাবু
অনেক ধন্যবাদ আপু-
মন্তব্যে ভীষণভাবেই অনুপ্রাণিত।
অনেক ভালো থাকবেন-
শুভেচ্ছা আর কৃতজ্ঞতা রইলো
জিসান শা ইকরাম
কবিতায় ছন্দের মিল লক্ষণীয়,
এত বড় কবিতায় এমন ছন্দের মিল রাখা সত্যি কঠিন।
শুভ কামনা।
এস.জেড বাবু
কৃতজ্ঞতা ভাইজান
সবই আপনাদের অনুপ্রেরণার ফল
সোনেলা কাউকে এগিয়ে দিতে পারে- আমি বুঝতে পারি।
পাশে থাকার জন্য ধন্যবাদ।
সাচ্ছন্দে থাকুন
সুস্থ থাকুন